![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
অসময়ের আগুন!
নিদারুন বিরহে, যখন আমার সবগুলো সুখ-আকাঙখা
ফেটে চৌচির হতে চলেছে,
আকন্ঠ তৃষ্ণায় যখন উঠেছে
টিকে থাকার মিছিল,
বোবা কাঁদনের পালগুলো
যখন ভাষা খুঁজে হয়রান;
আমার ঘর-গৃহস্থালী যখন
বিরান চৈত্রের মাঠ,
দিনের কান্না যখন শুষ্ক
মরু ঝড় নিয়ে আসে রাতে
তখনই কি তোমার মনে হলো,
সময় হলো, আমায় আরএক বার
জ্বালিয়ে দেয়ার!
যদি পোড়াবেই তবে বলতে,
আমায় সানন্দে তুলে দিতাম তোমার
উনুনের আঁচে!
কিন্তু এখন যে বড় অসময়,
এখন যে জলের বড়-ই অভাব!
এখনো বর্ষা অনেক দুরে!
©somewhere in net ltd.