![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ফেলানি এবং বিবেক!
কাঁটাতারে ঝুলছে ফেলানির দেহ
ফেলানির চুল
চুল!
ভূল
মহা মিথ্যে কথা,
কাঁটাতারে ঝুলছে
বিশ্ব বিবেক
বিশ্ব মানবতা।
বাতাসে দোলে কচি হাতখানি
গড়িয়ে পড়ে লাল
লাল!
মিথ্যে ওসব,
কে বলেছে লাল
কে বলে লাল,
কাঁটাতার বেয়ে ধুলোয় লুটালো
আজিকার মহাকাল।
©somewhere in net ltd.