![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভুল!
বাঁধটা হঠাৎ অল্প বানেই ভেঙ্গে গেল
ঘরটা ও মুহুর্তে ঝুপ করে ধ্বসে পড়ল
বাঁচতে চেয়ে নৌকো ছেড়েছি মাঝি হয়ে।
একি! আমি একা কেন? আমি তো আমরা হয়েই ছিলাম
বান জলের আগে!
বড্ড ভূল হয়ে গেল, বড্ড ভূল হয়ে গেছে
বুঝতেই পারিনি বালির বাঁধ টেকেনা
বুঝতেই পারিনি মিথ্যায় বসতি ছিল আমার
মিথ্যার সাথে সহবাস করেছি এদ্দিন
তাই তো সত্য জন্ম দিতে পারিনি
আর নৌকো? সে তো কাগজের!
এভাবেই সলীল সমাধী হয়েছিল আমার ভেতরের
দারুন এক প্রেমের।
©somewhere in net ltd.