![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
সাম্প্রদায়িকতার প্রশ্নে
কত দিন গেল বছর গেল___ একটা একটা করে
তেতাল্লিশটা সাল__ গেল চলে
কালো পিপড়ে লাল পিপড়ে___ আলাদাই রয়ে যায়
কেউ মেশে না___ কারো কোনো দলে।
সাদা শাপলা লাল শাপলা___ এখনো তো ফোঁটে জলে
তেতাল্লিশের__ বুকে আজ বিষফোঁড়া
কত জলে___ ভিজে গেল, তবু___
হয়না তোড়ায়___ তবুও এক জোড়া।
কত ভোর হল__ সন্ধ্যে এল, আজান হলো___ উলু হলো
ভক্তি হলো__ নামাজ হলো তবু__
তেতাল্লিশের শুন্যই___ থাকে মানে
মা ইস্যুতে___ রাষ্ট্র আজও উবু।
©somewhere in net ltd.