![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
রংয়ের খোঁজে
আমি রং হারিয়ে রং ফুরিয়ে আকাশ খুঁড়ে দেখি
নেই কোন রং আকাশ জুড়ে; লুট হয়েছে নাকি!
আমি পাখির কাছে মেঘের কাছে রং মাখিবার লাগি
হাত পেতেছি ভিগ মেগেছি রংয়ের অনুরাগী।
জীবন যাপন সাদাকালোয় রংয়ের বেজায় টান
রংতামাশা মিছিল সভায় কোথায় রংয়ের গান!
রং হারিয়ে রংয়ের লাগি জীবন ভিক্ষা করি
নেই কোথাও নেই কোথাও রংয়ের কানা-কড়ি।
দে নারে ভাই এইটুকু খোঁজ যেথায় পাবো রং
সত্যে রঙ্গিন হব ছাড়ি মিথ্যে রংয়ের ভং।
©somewhere in net ltd.