![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ভূল চিকিৎসা
জীবনটা জীবন দেখতে পারল না আর।
দিন মাস গুনে জীবন রস থেকে
রক্তদলা; হৃদকম্পন থেকে দেহ
দেহ থেকে সাধ স্বপ্ন__
জীবন দেখার আলো দেখার
আনকোরা এক জীবন পাবার।
দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনে
জীবনটা জীবন দেখতে চেয়েছিল
জীবনটা সূর্য দেখতে চেয়েছিল।
আঁধার প্রকোষ্ঠের মুক্তি শেষে
দেখা হলো না জীবন
দেখা হলো না জীবনের রং বাহার
দেখা হলো না নতুন একটা সূর্য।
তার আগেই জীবনটাকে ফিরে যেতে হলো
তার আগেই জীবনটা ঘুমিয়ে পড়ল ঘুমে।
জীবন নেয়া জীবনের মুখোশে এ কোন আজরাইল
জীবন নেয়া জীবনের আদলে এ কাদের জীবন!
©somewhere in net ltd.