![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তোদের সকল সুখে
তোদের সকল সুখে অসুখ ভুলে আমিও এখন আছি দারুন সুখে
বিরান কালোর রাত শেষেতে তোদের দিনের আলোয়
পাজর ভাঙ্গা শোক ভুলেও হলেম সুখী ভালোই
তোদের দিনে তোদের রোদে তোদের মতোই থাকি
তোদের ভীড়ে মিশতে আজি দু:খ মেদুর ঢাকি।
সুখেই রবে সুখের সাথে পথচলা এক একা
যদি বা পাই চলতে পথে ভীষন সুখের দেখা
এমন করেই থাকবি তোরা সুখের মানুষ হবি
তোদের সুখে সুখেই রবে ছন্ন ছাড়া কবি।
তোদের সকল সুখে অসুখ ভুলে আমিও যে আজ আছি ভীষন সুখে।
©somewhere in net ltd.