![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
চিঠির প্রতিক্রিয়া
আমায় নিয়ে আর কত খেলবি তুই
আমায় নিয়ে আর কত খেললে তোর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে!
আজ এতোদিন পর পুরনো খেলনাটাকে আবারও হাতে নিতে
ইচ্ছে হলো বুঝি
ইচ্ছে হলেই কি আমায় খেলতে হবে উলোট পালট?
সেই তো বৃষ্টি ভেজা দিনে হাত বাড়িয়েছিলাম তোকে নিজের করে পাব বলে
সেই তোর জন্যেই তো সমাজ সংসারের ধার ধারিনি সেদিন
দশটার মেইল ট্রেনটার মতো দেরিতে হলেও আসবি
আশায় আশায় আমার সন্ধ্যা নেমেছে
গায়ের ভেজা জামা গায়ে শুকিয়ে বসে থেকেছি গুটিশুটি
শুধু ঘর ছেড়ে ঘর পাবো বলে
সংসার ছেড়ে সংসারী হবো বলে;
খেলতে গিয়েই তুই ভুলে গেলি ঘর বাঁধবার কথা !
পাড়ার পুঁচকে ছেলে গুলো যখন ব্যান্ডের তালে বউ নিয়ে আসে এক একজন
যখন দেখি শাখা সিঁদুরে অপর্না বেশ ভালোই আছে সুবীরের সাথে
যখন দেখি প্রতিবেশী বউদি গুলোর ভেজা শাড়ী বাতাসে দোল খায় রোজ সকালে
এক একটা রাত উপভোগ শেষে তারা যখন ঝরঝরে সকালগুলো গায়ে মাখে
বড্ড হিংসে হয় দেখে ,
জানিস বড্ড ক্ষোভও জাগে তোর উপর
হয়তো অনেক নোংরা ইচ্ছেরা প্রতিশোধে রুদ্র হতে বলেছিল একদিন
পারি নি রে; তোকে তো শুধু ভাল-ই বাসা যায়!
সেই তোকেই নাকি আজ এতটা কাল পরে আমি দেখবো ,
সেই তোকেই নাকি আজ দেখতে হবে শাখা সিঁদুর ছাড়াই
সুখের বিরহে আজ আমাকেই বুঝি তোর নবায়ন করতে ইচ্ছে হলো!
©somewhere in net ltd.