![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ওরা সত্য বলেনি
...........শাহজাহান পারভেজ রনি
একদিন যারা বলেছিল
বদলে দেবো বদলে দেবো
হঠাৎ দেখি তারাই কখন
ভীষনরকম বদলে গ্যালো;
যে শিশুটা জন্মেছিল
দিন বদলের গল্প শুনে,
হঠাৎ দেখি সেই শিশুটা হচ্ছে বড়ো
মিথ্যে ভালো বলতে শিখে, বলতে শিখে।
একদিন যারা স্বপ্ন দিয়ে বলেছিলো
পা্ল্টে দেবো পাল্টে দেবো,
হঠাৎ দেখি ভীষনরকম
তারাই কখন পাল্টে গ্যালো;
যে দিনগুলো পাল্টে নতুন
দিনের দেখায় ঘুম ভাঙ্গালো,
হঠাৎ দেখি সে দিনগুলোর
গা গতরে ময়লা ধুলো, ময়লা ধুলো।
একদিন যারা বলেছিল
জাগো বাহে!সামনে চলো,
হঠাৎ শুনি বলছে তারাই
সামলে চলো সামলে চলো;
যে ভরসায় দাবীর মিছিল
অনেকটা পথ এগিয়েছিল,
হঠাৎ দেখি মিছিলখানা
শুন্য হাতে পিছিয়ে এলো, পিছিয়ে এলো।
একদিন যারা বলেছিলো
বদলে যাও পাল্টে যাও,
হঠাৎ দেখি তারাই কখন
বদলে গ্যালো পাল্টে গ্যালো;
যে শিশুরা জয় করিবার
প্রবল নেশায় জন্মেছিলো,
তারাই এখন জোলাপ ব্যাচে
গুলিয়ে ভীষন সত্যগুলো মিথ্যেগুলো।
©somewhere in net ltd.