![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
প্রশ্ন
সখী আয় একটু খানি বাজাই তোকে
কতকাল খমকে তাল তুলিনি
সে অনেক আগের কথা
কবির হিসেবে ডাইনোসর যুগ।
পৃথিবী পোড়ে পুড়ুক ক্ষতি নেই
তপ্ত হিয়ায় একটু জল দে না
কত কাল জলের অভাবে বিরান
সাহারার তৃষিত এ বুক।
একটু ছুঁয়ে দ্যাখ
মরা বাঁশের মোঁথায় পাতা গজাবে
একটু চুমুর আদরে বাঁশিতে আমার ঠোঁট রেখে দ্যাখ
ভীষন আদলে জমবে কদমের বুকে জল।
আজ ভালবেসে দ্যাখ
প্রানবাজী রেখে পান কৌড়ি জীবনে
ডুবে ডুবে নাকাল হবোনা আর
হাতের মুঠোয় নেব অধরা কামের অতল।
সখি,যদি না-ই বা কাছে এলি
তবে কার চাহিদায় হলি এমন উর্বশী!!
©somewhere in net ltd.