নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

পষ্ট কথা

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩

পষ্ট কথা
.......শাহজাহান পারভেজ রনি।

পষ্ট কথা পষ্ট করে বলতে গেলেই,নষ্ট পচা গন্ধ ছুঁচো ফেলতে গেলেই
স্বমস্বরে চেঁচিয়ে উঠে বললো সবাই-
করছো যা তা ছাতার মাথা, এক্কেবারে লাগাম ছাড়া
না না বাপু, এটা কিন্তু মোটের উপর ঠিক হলোনা, ঠিক হলোনা।

চোরের মায়ের বড় গলা, মায়ের সাথে মাসির পিরিত;
চোর বাবাজির পাছার নিচে চকচকে এক বাইক দেখে
যেই না আমি বলতে যাবো পষ্ট কথা
ওমনি আবার লাফাঙ্গা আর বোবা কালা, লাফিয়ে উঠে বললো সবাই হেঁচকি মেরে---
আর বলোনা আর বলোনা, জোশছাড়া সব পষ্ট কথা
লিখছো যা তা ছাতার মাথা, ধনচে ক্ষেতে ধনে পাতা!
না না বাপু, এটা বোনা মোটেও তোমার ঠিক হলোনা ঠিক হলোনা।

পষ্ট কথায় ভীষন বেজার কুটুম ব্যাটা, নষ্ট ডিমের গন্ধটাও খাট্টা খাটা
ঘষতে গেলে গন্ধভাঁদাল নিম্নগামীর গন্ধ ছাড়ে,
ভাজলে তেলে সেই পাতাটা-ই সুস্বাদু এক খাবার বড়া;
যেই না আমি চটকে পাতা পিঁষতে গেছি নোড়া পাটায়,
মোঁচড় মেরে জোরসে দেখি সুর মিলিয়ে
ওদের মতো খাঁকিয়ে গলা বললে তুমি... আর ডলোনা ডলোনা।
সেই খুশিতে ইতর গুলো ল্যাজের সাথে দুলিয়ে পাছা
ঠিক হলোনা'য় বিলীন হলো, ডাকলো আবার-- হুক্কা হুয়া হুক্কা হুয়া।

বি: দ্র:--- পষ্ট কথা ( স্পষ্ট কথা)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.