![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ঢেউ
......শাহজাহান পারভেজ রনি।
পতি ঘরে নেই, তুমি এখন যাও, না থাক একটু বসো।
বসে জলখাবারটা বরং সেরে যাও
না থাকগে, সরষে দিয়ে ইলিশ রাঁধবো,খেয়েই যেও।
পতি ঘরে নেই দুপুর গড়িয়ে গেল তুমি বরং যাও।
যাবে? না থাক, পতি আসতে ঢের দেরি
এই ফাঁকে একটু পাশে বসো গল্প করি।
পতি ঘরে নেই, চাইলে ছুঁতে পারো আমায়।
শুধুই ছোঁবে আর কিছু নয়?
বরং ওষ্টপুঁটে একটা ছবি আঁকো শেষ বিকেলের রঙে।
পতি ঘরে নেই, দোহাই আজ না হয় সুবোধ বালক হও।
না থাক! মন চাইলে নিস্তরঙ্গ সরোবরে নেমে
আগ্রাসী বালকের মতো তুমিও বরং জল ছড়াও।
পতি দেব্তা'র আসার সময় হলো, এখন তুমি যেতে পারো।
না থাক! চা করছি, তার আগে একটু ফ্রেশ হয়ে নাও
তবে যেতে যেতে ভুলেও বলোনা যেন- বৌদি ইউ আর রকিং!
©somewhere in net ltd.