![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
তোমার জন্যেই তো!
ভেবোনা, তোমার সুখে তুমিই থেকো, আমার দু:খই বেশ ভালো
কিংবা চাইবোনা ফিরে, যা দিয়েছি এতটা কাল
তুমি, ভাল থেকো সুখে থেকো এইতো চেয়েছি এইতো চাওয়া
যন্ত্রণার কসম মেরোনা, তুলে নাও খেয়ালের জাল।
ভেবোনা, আমায় নিয়ে যদি দু:খের গাদায় কোনদিন ফুল ফোঁটেই
ভাবিনা আমায় নিয়ে, তোমার ফুলদানীতেই দেব ক্ষন
তবু, তোমার ঘরে থাকুক সুখের সুবাস,আদর আহলাদের ধুম
আমার জন্য আমি, রেখে দিলাম শুধুই কাঁটাবন।
©somewhere in net ltd.