নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

নাগরিক হাপিত্যেষ

৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৮

নাগরিক হাপিত্যেষ
.........শাহজাহান পারভেজ রনি

চাল ডাল নুন তেলের পাশাপাশি, ওষুধ কাপড়ের পাশাপাশি
এই শহরে একজন মানুষের বড্ড অভাব বোধ করি
অভাব বোধ করি একজন প্রেমিকার
অভাব বোধ করি একজন পিতা'র;
বেঁচে থাকার পাশাপাশি, চিকিৎসাহীন রুগির পাশাপাশি
একটা সন্তোষজনক মৃতু্র দারুন চাহিদা আমিও অনুভব করি।

আট-দশতলা দালানের চাপে থাকা ঘুঁপচি বস্তির পাশাপাশি
খোলা মাঠের মতো শহরের ভালবাসারাও চাপে আছে
চাপে আছে শহরঘেঁষা নদীর গাংশালিক
চাপে আছে ঘাটের বালুটানা ঠেলাচালক;
অতিথি পাখির পাশাপাশি, সংকাটাপন্ন শিশুগুলোর পাশাপাশি
ঘুড্ডি উড়াবার মতো স্বচ্ছ আকাশের দারুন সংকট এই শহরে।

থালাভর্তি ভাত, লংকা আর গেলাস ভর্তি জলের পাশাপাশি
শহরটায় শাখা সিঁদুর, অাটপৌরে রমনীর ভীষন অভাব বোধ করি
অভাব বোধ করি একটা স্বচ্ছ ইদারার
অভাব বোধ করি একটা তানপুরার
বুনোশ্যওড়ার পাশাপাশি, অস্পৃশ্য কোলশিশুদের পাশাপাশি
বৃদ্ধ ভিখীরির মতো নির্ভাবনার একটা সমাপ্তির, আমিও আশা করি।

শহরের মিউনিসিপ্যালটির মতো বেঁচে থাকার চাহিদায়
পাঁচটা বছর শেষে উপোষত্তর বাতাসায় আমারও হাপিত্যেষ হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.