![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
ঘটি এবং তালপুকুর
...শাহজাহান পারভেজ রনি।
খালি কলসি বাজে বেশি
ভরা কলসি বাজেনা
মুখ রুপসী সাজে বেশি
মন রুপসী সাজেনা।
গরজে বেশি কৃষ্ণ মেঘা
জলের বেলায় ঠননঠন্
ফুল না চিনে কাঠাল চেখে
চেঁচায় মাছি ভননভন্।
পড়লে ধরা চুননি বেটি
পাল্টে গলা ল্যায় ফাঁপর
মওকা পেলে হাদিস জপে
ফেরেক্কিবাজ মীরজাফর।
কুয়োর ব্যাঙা লাফায় বেশি
দইরা ব্যাঙা লাফায়না
মানের মানে বুঝলে মানী
ফাল দিয়ে সে দাপায়না।
আমিও তাই লিখতে শিখে
বাঘ ভালুকের হাঁক ছাড়ি
ল্যাঙট পরে করছি গরব
ছিড়ছি কবির চুল দাঁড়ি।
©somewhere in net ltd.