নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

তক্ষকঁ › বিস্তারিত পোস্টঃ

একবিংশ শতকের জঙ্গল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

একবিংশ শতকের জঙ্গল

.........শাহজাহান পারভেজ রনি

ছেলেবেলায় দাদীমা বলতেন,
জানিস দাদু, সাগর পাড়ে না, একটা জঙ্গল অাছে, গহীন সবুজ ।
সেই জঙ্গলে বাঘ থাকে হরিন থাকে অজগর থাকে
উদ, কুমির, ময়াল তাও থাকে।
সেখানে বনবেড়ালের ভয়ে মাঝে মধ্যে আৎকে ওঠে বনমোরগ
খেল দেখানো বাদড় গুলোকে দেখছিস তো,
একসময় ওখানেই থাকতো ওরা,
এখন আমাদের পাড়া গাঁয়ে খেল্ দেখায়।

শুনেছি, জঙ্গল ছেড়ে প্রায়শ:ই নাকি মানুষখেকোরা গাঁয়ে ঢুকে পড়তো,
ধরে নিয়ে যেত জেলে, মৌয়াল, বাউয়ালীদের বউ-বাচ্চা।
তারপর, মশাল জ্বালিয়ে তাড়া করত একদল গ্রামবাসী
ভাগ্য সুপ্রসন্ন হলে মিলেও যেত কদাচিৎ দু'একটা নলিছেঁড়া লাশ।
বহুদিন এভাবেই চলেছে জঙ্গলের জীবন; বাঘ এবং বেঁচে থাকার ।

লোকালয়ের কুকুরগুলো খুব করে যেদিন কাঁদতো,
গাঁয়ের লোকগুলো টের পেত, সময় ভাল নয়.বাঘ আসবে
শুরু হতো পালা করে প্রান পাহারা
বকরী, ভেড়া, মুরগী এবং মানুষ বাঁচানোর।

ইদানিং লোকালয়ের কুকুরগুলো ভীষন কাঁদে
মাটিতে মুখ গুঁজে, অাকাশের দিকে মাথা তুলে
হেলে-দুলে, ল্যাজ নাড়িয়ে, শুয়ে বসে ধুলোয় গড়াগড়ি দিয়ে।
দাদীমা বলতেন, কুকুর কাঁদা! ভাল নয় একদম ভাল নয়,
কুকুর কাঁদলে বাঘ আসে , বিপদ আসে।

টেকনাফ থেকে তেতুলিয়া,এখন কুকুর গুলো নিয়ম করেই কাঁদে
এখন জঙ্গলের মতো শহরেও মানুষখেকো বাঘের আনাগোনা
হুটহাট ঢুকে পড়ে লোকালয়ে, শিকার শেষে
ফেলে যায় আধখাওয়া নলিছেঁড়া লাশ।

দাদীমার কথা-ই সত্য, নইলে প্রযুক্তির এই যুগে
কেন-ই বা কুকুরের আগে বেজে ওঠেনা স্বরাষ্ট্র দপ্তরের সাইরেন!
কেন-ই বা সাগর পাড়ের জঙ্গলটা বাড়তে বাড়তে হয়ে যায় গোটা বাংলাদেশ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.