| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন খুব ছোটো ছিলাম। ওই বয়স unf0rtunately SPIDERMAN movie টা দেখেছিলাম। এর ফলাফলে যা হলঃ
::
আমি একদিন খুব সাহস করে প্রতিজ্ঞা করলাম যে, আমাকে বড় হয়ে SPIDERMAN হতেই হবে। তারপর ভাবলাম, বড় হওয়ার অনেক দেড়ী। তার আগেই হতে হবে। শুরু হল আমার মাকড়সা খোঁজা অভিজান। অনেক খুঁজে সিনেমায় দেখানো সাইজের একটা মাকড়সা ধরে ডান হাতে নিলাম। খুব ভয় হচ্ছিল এই ভেবে যে, আমি যখন আমার জালের রশি তে ভর করে উড়ব তখন তা ছিঁড়ে যাবে না তো? বাবা মায়ের জন্য খারাপ লাগছিল। আমি আর হয়ত বাড়িতে থাকব না। নাহ, আর ভেবে কাজ নেই। ডান হাত থেকে মাকড়সাটি বাম হাতে রেখে দিলাম।
::
হায়! হায়! শয়তানটা আমাকে কামড়াচ্ছে না। এটা কেমন কথা? এবার ছেড়ে দিলাম হাতের উপর। ওমা! এটি দৌড়াতে দৌড়াতে আমার হাত-বুক-পেট-প্যান্ট-পা হয়ে মেঝেতে দৌড় শুরু করল। পালিয়ে আর যাবে কই? আবার ধরে ফেলেছি। ঘটনার পুনারাবৃত্তি কয়েকবার করার পর মাকড়সা না ফেরার দেশে চলে যায় এবং বাংলাদেশ মিস করে একটি নব SPIDERMAN.
৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪০
SRH Robin বলেছেন: তখন বড় হতে চেয়েছিলাম ৷ এখন আবার ছোটো হতে চাই৷
২|
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০২
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ছোটবেলার স্বপ্নগুলো বড় হলেই হাসির খোরাক হয়।
৩০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪০
SRH Robin বলেছেন: ঠিক বলেছেন আক্তার ভাই৷
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ছোট ছিলেন, কি ব্যাপার, বড় হয়ে জন্মাতে চাননি?