![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবিনা তোমায় তবু মনে পরে যায়
কোথায় পাবো তোমায় সে কোন ধরায়?
প্রায়ই স্বপনে তুমি ফিরে ফিরে আসো
দূর হতে আমায় দেখে কেন তুমি হাসো?
বেগুনী শাড়ীর আঁচল উড়িয়ে
কানে একি রঙের ফুল জড়িয়ে...
শীতল পানিতে হস্ত পায়ে
নদী তীরে ছুটে বেড়াই দুহাত ছড়িয়ে।
দূর হতে দেখে তুমি মিটি মিটি হাসো
ডেকে আমি হয়রান তবু কাছে নাহি আসো...
আচ্ছা, তুমি কি তবে আমায় ভালোবাসো?
নাকি মিছে মায়ায় অযথাই হাসো?
ভালো যদি বাসো, তবে কিসে ভয়
আমিতো তোমারি সদা, কভু হারাবার নয়।
স্বপ্ন ভেঙে যায় তবু তুমি রয়ে যাও মনে
কি করুন সুর বাজে হৃদয়ে গোপনে,
রাত ভর জেগে রই ঘুম বিহনে
চাঁদটাও সাথে রয় সুদূর গগনে।
জানো, স্বপ্নটা দেখতাম আমি বহুদিন ধরে
শুধু দূরের মানুষটার মুখখানি যেত ঝাপসা হয়ে,
জীবনে চলার পথে ছিল অনেকেই মোর সনে
কারো মুখ ভেসে ওঠেনি সেখানে।
তুমি যখন ছিলে আমার বাস্তবে মিশে
হটাত স্বপ্নটা এলো নতুন বেশে,
অবাক হয়ে দেখি সেথা চেনা মুখখানি
আজও সেখা একি মুখ, সে যে শুধু তুমি!
©somewhere in net ltd.