![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চোখের জল আমার বড্ড অপ্রিয়
তাইতো দেখিনা তোমার ছবি,
আমার চোখে জল আনতে
তোমার ছবির দিকে দুদণ্ড তাকালেই যথেষ্ট।
ছবিতে তোমার ওই মায়া ভরা চোখে তাকালেই
চারিদিকে সব যেন অন্ধকার হয়ে যায়
চেপে আসে শ্বাস-রন্ধ, ধীরে ধীরে যেন ক্ষয়ে যাই...
তাই দেখিনা তোমার ছবি।
যখন দুচোখ জ্বলে পুড়ে যেতে চায়
মনে হয় একটু আশ্রু জল যদি ঠাণ্ডা করতে পারে,
মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যদি বেঁচে যাই
তখন দেখি তোমায় দুচোখ ভরে।
তোমায় দেখে মরেও বাঁচি যেন
ভুলে যাই পৃথিবীর সব কোলাহল
মিশে যাই মনের অতল জ্বলে
পবিত্র জল বয়ে যায় আঁখি তলে।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১২
মনিরুল হাসান বলেছেন: কবিতার নাম 'অাশ্রু জল' নাকি 'অশ্রু জল' হবে?