![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় আমি মুগ্ধ হয়ে দেখি,
তোমার কণ্ঠ শুনতে আমি অধির আশায় থাকি,
জেনে তুমি বলেছিলে, এ সাময়িক ভালো লাগা, ভালবাসা নয়
আজও আমার জানা হল না ভালোবাসা কারে কয়।
মাস গড়িয়ে বছর গেলো, বছর পেরিয়ে বছর
আজও আমি খুঁজে পাইনি তোমায় ভোলার প্রহর,
সাময়িক বলতে আসলে কত বছর হয়?
কত বসর গেলে ভুলবো ভালো লাগার দায়?
©somewhere in net ltd.