![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যদি বলে...
আজকের রাত পেরোলে আর সকাল হবে না
আমি অন্ধকারের পৃথিবী মেনে নেব,
কিন্তু তুমি কখনো আমায় ভালোবাসোনি
এমন সত্য মেনে তোমাকে ভুলে যেতে হবে
তা আমি কখনোই পারবো না।
কেউ যদি বলে...
আমার সামনে চাঁদ এনে দেবে
আমি সেই চাঁদ হাতে নিয়ে বসে থাকবো,
কিন্তু তোমার হাসি মুখ না দেখে থাকতে হবে
আমি চাঁদ দেখাই ছেড়ে দিবো
তবুও তোমার হাসি ভুলবো না।
কেউ যদি বলে...
রাতের নক্ষত্র গুলো এনে মাথার মুকুট করে দিবে
বসিয়ে দেবে তারার সিংহাসন এ,
তবু তোমার চোখের দিকে তাকানো যাবে না
আমি রাতের আকাশ দেখা ছেড়ে দেবো
তবু তোমার ওই মায়াবী চোখের মায়া ছাড়তে পারবো না।
কেউ যদি বলে...
তুমি ছিলে শুধুই মনগড়া স্বপ্ন
বাস্তবতা গুলো সব মিথ্যে,
আমি তা বলো কেমন করে মেনে নেবো
যেখানে আমি জানি তুমি সত্য আমার জীবনে
আমি বলবো, তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার বুঝি হলো না।
২| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শীঘ্রই জেনারেল হয়ে যান...
প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম...
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা।