নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SSS

Its Me.

এসএসএসমিতা২৯

Life is here,so make it beautiful.

এসএসএসমিতা২৯ › বিস্তারিত পোস্টঃ

হ্যাপীনেস ইজ........

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩

আমার কাছে সব সময় মনে হয় কাজ এক ধরণের নেশা। এমন এক নেশা যে নেশা করায় কেউ তাকে খারাপ বলেনা, উলটো ভালো বলে। মানে এটা একটা পজিটিভ নেশা। আমি দেখেছি আমার ডিপার্টমেন্টে যে শিক্ষকগুলো বিদেশী পি. এইচ. ডি ডিগ্রিধারী, তারা সারাটা সময় তার চেম্বারে বসে কাজ করে, দুপুরে যায় আবার সন্ধ্যায় এসে কাজ করে। অথচ তার অফিসের কোন কাজ না থাকলেও নিজের কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে! অবাক ব্যাপার। আর এক দল শিক্ষক যারা বাংলাদেশ থেকে ডিগ্রি করেছে, ফাঁকি দেয়ার সুযোগ পেয়েছে তারা আজীবন ফাঁকিই দিয়ে যাচ্ছে (বিঃ দঃ সব বাংলাদেশি ডিগ্রি ধারীই ফাঁকিবাজ না, তবে সব বিদেশী ডিগ্রিধাড়িই কর্মঠ!)। তবে আমি কাজের নেশায় পরতে চাই না, আবার ফাঁকিবাজ ও হতে চাই না। কারন একবার এই নেশায় পেলে ছাড়া কঠিন। গত ১৮/১৯ দিন ঘুম, ঠিক টাইম এ খাওয়া-দাওয়া সব ছেড়ে ডিপার্টমেন্টকে বাসা মনে করে কি কষ্টটাই না করেছি। তবু মনে হইছে আরও অনেক কাজ...... অনেকককক......! আজও সাত সকালে ঘুম থেকে উঠে ডিপার্টমেন্টে গিয়ে কাজ শুরু করতেই একটু কাজ থাকায় আবার রুম এ ফিরলাম। ইচ্ছা ছিল ৩০ মিন পর আবার ডিপার্টমেন্টে ফিরে যাবো। কিন্তু এসেই মনে হলো, থাকনা একটা দিন। আজ আর না যাই। এই ভেবে যখন স্থির হয়ে বসলাম, মনে পড়লো কত দিন কোথাও যাই না, বন্ধু-বান্ধব এর সাথে দেখা নাই, কেউ কোন কাজে বা ঘুরতে যেতে বললেও বলছি আর ৭ টা দিন যাক। সেই ৭ দিন আমার শেষ হচ্ছে না। জরুরী কাজে বাজারে যেতে বাধ্য হয়ে সেই সুযোগে এক দোকান থেকে কয়েকটা শাড়ী কিনেই মাসের শপিং শেষ করসি, দ্বিতীয় দোকান দেখার সুযোগ হয়নি। এক মাস হলো ক্লাস না থাকার পরও রংপুর থেকে একবার ঘুরে আসছি না। ৪ দিন হলো আমার সব চেয়ে প্রিয় এক মাত্র ভাগনা বাসায় এসেছে অথচ আমি বাসায় যাবো বলে বার বার বলছি আর দুই দিন পর, তার সাথে মজা করে খেলা হচ্ছে না। কত কিছু লেখতে মন চায়, সময় হয় না। টিভি নামক একটা জিনিস চোখের সামনে মাঝে মাঝে ছাড়া থাকলেও কি হয় দেখি না, শব্দও থাকে না অনেক সময়। কোন মুভি না, গান না, মজার কিছু খাওয়া না, রেস্টুরেন্ট কি জিনিস ভুলেই গিয়েছি। আজ রুম এ বসে যখন চায়ের কাপ হাতে নিয়ে টিভিটা দিয়ে রিলাক্সে বসেছিলাম, কি যে শান্তি লাগছিলো। মনে হলো জীবনে কাজ জরুরী। তবে এতটা বোধয় না যে নিজেকে ভুলে যাবো। আকিবকে দেখি সারা দিন বাস্ত, বাসায় বসেও যদি থাকে তাউ ল্যাপটপ আর ফোন। একটা মাত্র ছুটির দিনেও কি কি সব রিপোর্ট আর অফিসের ফোন নিয়ে বাস্ত। এর মাঝে অনেক কষ্টে খুঁজে বের করে নিজের জন্য কিছু সময়। বাস্ততা যেন পিছুই ছাড়ে না। আমি এই কয়দিন যখন কাজ করছি তখন মনে হইসে আরও করতে হবে, অনেক কিছু। কিন্তু আজ মনে হচ্ছে আমি আসলে অনেক কিছু করতে গিয়ে ভুলে গিয়েছিলাম নিজের অনেক কিছু। জীবনটাতো একবারই। এত ক্যারিয়ার, এত বাস্ততা, এত অস্থিরতা, এত দৌড়, অবশেষে নিজেকে ভুলে যাওয়া...... কি দরকার? জীবন তো একটাই। একটা জীবন, একটু না হয় সুখেই কাটালাম। তবে তা কাজ বাদ দিয়ে অলসতায় না, আবার কাজের নেশায় ও না। ৫০-৫০। অর্ধেকটা সময় জীবনের জন্য আর অর্ধেকটা কর্মের। সব কিছু নাহয় নাই হলো এক জীবনে পাওয়া, এর পরিবর্তে সুখটাকে পেলে...ভালোই তো!

ফেসবুক এর হ্যাপীনেস অ্যাপস এর মতো বলতে হয়......



সুখ হল অনেক অনেক মজা পরিবার ও বন্ধুদের নিয়ে।

সুখ হল অলস বিকেলে মধুর স্মৃতিগুলো মনে করা জীবন কে ঘিরে।

সুখ হল চায়ের কাপ হাতে টিভি দেখা প্রিয়জনের ভীরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.