নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SSS

Its Me.

এসএসএসমিতা২৯

Life is here,so make it beautiful.

এসএসএসমিতা২৯ › বিস্তারিত পোস্টঃ

ইনফ্যাচুয়েশান....

১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:১৯

তোমার সাথে সেই প্রথম দেখার পর থেকেই

এক নতুন রোগে ভুগছি আমি

যার উপসর্গ শুনে তুমি বলেছিলে,

এ রোগের নাম ‘ইনফ্যাচুয়েশান’

অনেকেরই নাকি হয় হঠাৎ হঠাৎ

আমারও হয়েছে ভালও হয়ে যাবে।



জানো আজও এই রোগ আমাকে ছাড়েনি

সব সময় আমার সাথে এমন ভাবে আছে

যেন আমার ভিতরের কোন অস্তিত্ব,

যেখানেই যাই যেভাবেই থাকি

কি সুখে কি দুঃখে, কি আনন্দে কি বাস্ততায়

সব ছেড়ে গেলেও এই ইনফ্যাচুয়েশান ছাড়েনি আমায়।



তবে কি জানো, মাঝে মাঝে এই অদ্ভুত রোগ

আমাকে এতটাই পেয়ে বসে যে

ভুলে যাই আমার অস্তিত্ব, আমার বর্তমান,

ফিরে যাই সেই দিন গুলতে

যেখানে কি যেন একটা ছিল

যেখানে সময় থেমে যেতো তোমার কাছে গেলে।



মাঝে মাঝে মনে হয় দূরে কোথাও চলে যাই,

১৬০ কিলোমিটার বেগে চলা কোন গাড়িতে বসে

ভুলে যাই চারিদিকের সব কিছু,

ধ্বংস হয়ে যাক সব, সাথে আমি

আর আমার মধ্যে বাস করা ইনফ্যাচুয়েশান,

হয়ে যাই মুক্ত বিহঙ্গ অন্য কোন জগতের।



হারিয়ে যেতে চাই সেখানে

যেখানে তুমি নেই, তোমাকে দেখার বাসনা নেই

নেই তোমাকে ঘিরে বেড়ে ওঠা ইনফ্যাচুয়েশান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.