![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না হলে হতো না জীবনে এত অঘটন
কারণে অকারণে হতো না এত উত্থান এত পতন,
সেদিন তুমি হঠাৎ সামনে এসে না দাঁড়ালে
ফিরে ফিরে না তাকালে,
জীবনটা হয়তো আজ অন্য রকম হতো...
আমার মতন হতো।
আজ দেখো তুমি থেকেও নেই
আমি দেখো চেয়ে সেই তোমার দিকেই
আমি আছি, তুমিও আছো
শুধু আগের মত আমার আমি নেই,
বড্ড...জানো না, বড্ড বেশি সেই আমাকে খুঁজি
আমার অনুপস্থিতি আমাকে বড় বেশি কষ্ট দেয়
সব তোমার জন্য,
তুমি না হতে তো সব আগের মতো হতো...
এখনো।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
নুর ইসলাম রফিক বলেছেন: যে আমাতে একদিন আমি তোমাকে খুজে পেতাম
সে আমাতে তুমি আর নাই।
তবুও এই দেখ এখনো তোমাকে খুজে বেড়াই,
ওমা একি, আমাতে তো আজ দেখি আমি নাই।
অনেক ভালো লাগা রেখে গেলাম।
সাথে শুভ কামনা তো রইলই.........
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিষাদময় কাব্য!
ভালো লাগলো।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:১৩
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: //আমার অনুপস্থিতি আমাকে বড় বেশি কষ্ট দেয়
সব তোমার জন্য,
তুমি না হতে তো সব আগের মতো হতো...
এখনো।//
কবিতার বিষন্নতা ছুঁয়ে গেলো।
ভালো লাগা জানবেন।