নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ হাবিবুর রহমান সুজন

ভালবাসার টান চিরন্তন

মোঃ হাবিবুর রহমান সুজন › বিস্তারিত পোস্টঃ

মধুর সংকট

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭





আজকাল খুব পড়ছি আমি মধুর সংকটে

এ ছেলে কয়- বউ রেধেছে টেংরা মাছের ঝোল

বেগুন ভাজি, কচুর লতি বাজার থেকে আনছি কিনে

হাড়ি ভর্তি খেজুর রস আর ঘোল।

ও ছেলে কয় – দেখ রে শালা

বউ আমার নাই একটু কালা

রাঁধে ভাল, মা খাবে আজ আমার ঘরে

শিং মাছ আর উস্তা ভাজি খাওয়ার পরে

আরও আছে ঘরে পাতা দই।

আমি বলি- আমার সুখের সীমা কই?



এ ছেলে আজ নতুন কেনা শাড়ি দিল

যেই পরব অমনি ওটা চিলের মত আসল উড়ে

দিল পরার ল্যাঠা চুকে, বলল তেড়ে বাজিয়ে তুড়ি

দেখরে শালার রুচি- ওইটা কোন কালার হল?

মা আমার কি অশীতিপর বুড়ি?

বাজার থেকে আনব কিনে

মেরুন রঙা আর লাল পেড়ে এক শাড়ি।

আমি বলি- আনরে বাছা, সাথে একটা ঘুঙুর আনিস

একটু পরে নাচি।



মাগরিবের আজান পরে নামাজ শেষে

তসবি জপে জায়নামাজটা যেই রেখেছি

এ ছেলে কয়- লক্ষ্মী মা, আমার সাথে চল

সিরিয়ালটা হইছে শুরু, দেরি করলে মিস হবে যে।

ও ছেলে বেজার চোখে বলছে শেসে

ভাগ তুই- তোর ঘরের দুই ঘ্যানঘ্যানানি

বেজায় পাঁজি-করে রিমোট নিয়ে টানাটানি

মা আমার শান্তিপ্রিয় শান্ত করে বসে

খাবে মুড়ি দেখবে টিভি সকল চ্যানেল চষে।

আজ আমি যে পড়েছি এক মধুর সংকটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.