![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
স্নেহের বুড়ো,
আর কয়েকদিন পরেই আমি চলে যাব। দূরে, বহু দূরে। আমার অনেক সাধ ছিল, কত কী করার ছিল। খেলা না ফুরাতে খেলাঘর ভেঙে গেল। জীবনে একবারই দেখা হয়। তোমার সঙ্গে আর দেখা হবে না। তুমি বড় হও। যত পারো, বেড়ে ওঠো। আমি নেই বলে তোমার বড় হওয়া যেন আটকায় না। আমার জন্যে মন খারাপ কোরো না। আমি নেই বলে আরও বেশি করে থাকব। তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমি তোমাকে দেখব। তোমার বাবা যেন এইরকম শিশুই থাকেন। বোলো তাঁকে। যেখানে আমি যাচ্ছি, সেখানে তোমরা থাকবে না, এইটাই আমার দুঃখ। যাওয়াটা এইরকম আগে পরেই হয়ে যায়। যে খেলার যা নিয়ম !
সব সময় সোজা পথে চলবে। সমস্ত ব্যাপার বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে। রোজ আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়াবে। নিজের মুখ দেখবে স্থির নজরে। যখনই দেখবে চোখের উজ্জ্বলতা কমছে, তখনই চিন্তার দিকে নজর দিবে। চিন্তাই মানুষ। একা থাকবে না। কাজকে সঙ্গী করবে। বাবার মতো গাছপালা, জীবজন্তু, পশুপক্ষীকেই বন্ধু করবে। সবুজের ঘরে থাকলে মানুষ চির-সবুজ থাকে। দিতে শিখবে, নিতে নয়। ‘আমি আমি’ করবে না। ‘আমি’ বলে কিছু নেই। সবই ‘তুমি’। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়। নকল থেকে আসল বেছে নিতে শেখো। তোমার দাদির বাড়িকে অপবিত্র কোরো না। প্রতিষ্ঠা মানে সত্যের প্রতিষ্ঠা। ঐশ্বর্য হল চরিত্র। যুদ্ধ হল নিজের সঙ্গে। জয় হল নিজেকে জয়।
সব সময় মনে রাখবে তুমি কোন পরিবারের ছেলে। পিতা, মাতা, পিতামহকে ভুলো না।
বিদায়। অনেক অনেক ভালবাসা। জল নয়, আগুন। --- ইতি তোমার মা।
মা’কে নিয়ে অনেক ছড়া, কবিতা, গান, নাটক, যাত্রা, গল্প, উপন্যাস, চলচ্চিত্র আরো অনেক কিছু হয়েছে। যার প্রতিটি সুন্দর থেকে সুন্দরতর। কলেজ জীবনের শুরুর দিকে পড়া উপরের চিঠির প্রতিটি বাক্য আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছিল এবং আমি কখনো মাঝে মাঝে এই চিঠির কথাগুলো আমার চেয়ে যারা ছোট তাদের উপদেশ বা পরামর্শ হিসেবে দিয়ে থাকি। জীবনে সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য চিঠির বাক্যগুলো উপদেশ হিসাবে খুবই যথার্থ এবং শক্তিশালী।
মা’কে নিয়ে যতই বলা বা লেখা হোক না কেন; তা কোনদিন শেষ হবে না। মা তার সন্তান এবং পরিবারের সকল সদস্যের জন্য যে পরিমাণ ত্যাগ ও কষ্ট করে, তা কোন ভাষায় প্রকাশ করা যাবে না। উপরে চিঠিতেও একজন মা মৃত্যুর আগেও তাঁর সন্তান এবং পরিবারের মানুষগুলো নিয়ে চিন্তিত! তাই মৃত্যুর আগে কিছু কথা লিখে গিয়েছেন। আসুন আমরা সবাই মিলে, আমাদের প্রাণের মা’কে যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি।
উৎসর্গ: পোস্টটি ব্লগার স্বপ্নবাজ অভিকে উৎসর্গ করছি। যার অনুপ্রেরণা বা উৎসাহের কারণে পৃথিবীর সকল সন্তানকে উদ্দেশ্য করে সঞ্জিব চট্টোপাধ্যায়ের লিখা কোন এক মায়ের খোলা চিঠিটিই পোস্ট করলাম।
উৎস: সঞ্জিব চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা, নামক গল্পের বই থেকে উপরের চিঠিটি সংগ্রহ করা হয়েছে।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: আসলেই প্রতিটি লাইন অসাধারণ। পড়ার জন্য ধন্যবাদ।
২| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন যেন মনটা উদাস হয়ে গেলো লেখাটা পড়ে।
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: আমারও মাঝে মাঝে খারাপ লাগে। তখন পড়ি।
পড়ার জন্য ধন্যবাদ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪
বোকামন বলেছেন:
ভালো লাগলো অনেক
আপনাকে ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে, খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
৪| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
ডরোথী সুমী বলেছেন: ভীষণ ভাল লাগলো! মায়ের সমস্ত আশা ভরসা তাঁর সন্তান।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। আসলেই মা'দের কোন তুলনা হয় না।
ভালো থাকবেন।
৫| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২
আমিনুর রহমান বলেছেন:
প্রতিটি লাইনই ছুয়ে যায় সবসময় আমাকে। বছর দুয়েক আগে হঠাৎ করেই ভয়ানক প্রেমে পড়ে গিয়েছিলাম সঞ্জীবের। আর তাই খুজে খুঁজে তার ছোট বড় গল্প, উপন্যাস পড়া শুরু করেছিলাম। এই বইটাও পড়েছিলাম।
ঐশ্বর্য হল চরিত্র। যুদ্ধ হল নিজের সঙ্গে। জয় হল নিজেকে জয়।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
সুমন কর বলেছেন: আমিও প্রেমে পড়েছিলাম, তাই কিছু বই জোগাড় করে পড়েছিলাম। আপনিও পড়েছেন তাই আরো ভালো লাগল।
ভালো থাকবেন।
৬| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো কাজ। সুন্দর লেখা।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৬
গোর্কি বলেছেন:
হৃদয়স্পর্শী প্রকাশ। ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: আসলেই অনেক সুন্দর সুন্দর হৃদয়স্পর্শী কথা। যা আমরা অনেকই বুঝতে পারি না!!
ভালো থাকবেন।
৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ সুমন কর।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার শেয়ার !
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দারুন ষংগ্রহ। মা সংকলেন সংযোজিত করে রাখলাম।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লেখা। মায়ের জন্য শুভকামনা।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চিঠিটা শেয়ার করার জন্য ধন্যবাদ সুমন দা ! অনলাইন আর্কাইভে নিশ্চিতভাবে অনন্য সংস্করণ !
আর এভাবে উতসর্গ দিয়ে আমাকে আর লজ্জা দিয়েন না !
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: তুমি যে কাজ করছো বা চাচ্ছ, সেটার সাথে আমি, আমরা একমত। তাই আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি।
ভালো থেকো।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯
বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন চিঠি। প্রথম পরলাম। খুব ভাল লাগল।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
সুমন কর বলেছেন: চিঠিটি আমার খুব প্রিয়, তাই সবার মাঝে শেয়ার করলাম। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।
১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: মা’কে নিয়ে যতই বলা বা লেখা হোক না কেন; তা কোনদিন শেষ হবে ন..
একমত । সকল মায়ের জন্য ভালোবাসা ।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন, মামুন ভাই। পড়ার জন্য ধন্যবাদ।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
শ্যামল জাহির বলেছেন: জীবনে সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার জন্য চিঠির বাক্যগুলো উপদেশ হিসাবে খুবই যথার্থ এবং শক্তিশালী।
সহমত।
১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
কুমার মিজান বলেছেন: দারুন লিখেছ দাদা চালিয়ে যাও, পাশে পাবে সর্বদা। ভাল থেক।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৭| ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩২
শান্তির দেবদূত বলেছেন: চিঠির প্রতিটি বাক্য বুকে শেলের মত এসে লাগলো। অদ্ভুত! সঞ্জিব চট্টোপাধ্যায়কে স্যালুট এত চমৎকার একটা লেখার জন্য। সেই সাথে আপনাকেও।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৭
সুমন কর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
এহসান সাবির বলেছেন: প্রতিটি লাইন অসাধারণ। শুভকামনা দাদা।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: দারুণ সব উপদেশ
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
সুমন কর বলেছেন: আমি আমি’ করবে না। ‘আমি’ বলে কিছু নেই। সবই ‘তুমি’। ভেতরটাকে বড় করলে বাইরেটা বড় হয়।
অনেক ধন্যবাদ।
২০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
টুম্পা মনি বলেছেন: মা কে নিয়ে লেখা সব সময়ই চমৎকার কিছু। শুভকামনা।
১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: দেরী করে হলেও পড়ার জন্য ধন্যবাদ।
অ.ট.:আমি কিন্তু আপনার পোস্ট যদি পাই, পড়ে মন্তব্য করি। আপনি কিন্তু অন্যদের (মডু শ্রেণীর) পোস্ট আগেই পড়েন !!!!!! (ম্যাজাজ খারাপ তাই রাগ করবেন না)
২১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৪
আরজু পনি বলেছেন:
খেলা না ফুরাতে খেলাঘর ভেঙে গেল...মাকে নিয়ে অসাধারণ শেয়ার সুমন ।
কোট করা লাইনটা পড়ে কষ্ট লাগছে বেশ । আমার মা এবং আমি নিজেও মা...
প্রিয়তে রাখলাম পোস্টটা ।
ওহ আরেকটা কথা...আমি আপনার প্রতিটি পোস্টে নিয়ম করে আসতে না পারার জন্যে অনেক দুঃখিত...ব্লগে ইদানিং সময় দেয়া আগের তুলনায় কম হচ্ছে ...
আর উপরের পোস্টটাতে কমেন্ট করলাম না...কারণ ওটা যদি না থাকে...আপনি পূঁজার পোস্টটা দিন প্লিজ ।
শারদীয় শুভেচ্ছা রইল প্রিয় সুমন ।।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ। প্রিয়তে নেওয়াটা আমার না, সঞ্জীবের অবদান।
ভালো থাকবেন।
২২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪০
সপন সআথই বলেছেন: ভালো লাগলো অনেক
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২৩| ২১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৭
খায়রুল আহসান বলেছেন: বিশ্বের সকল মা নিজ নিজ সন্তস্নদের নিয়ে সুখী থাকুন!
পিতা, মাতা, পিতামহকে ভুলো না - অমূল্য, অমর বাণী।
২১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮
একজন আরমান বলেছেন:
চিঠিটা শেয়ার করার জন্য ধন্যবাদ সুমন দা। প্রতিটা লাইন হৃদয় ছোঁয়া। সকল মায়ের জন্য শুভকামনা।