![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
উনার গায়ে গণ্ডারের চামড়া ! এটুকু ধাক্কা বা আঘাতে উনার কিছু হবে না। এই ধাক্কা উনার চামড়া, ত্বক তথা মাংশপেশীতে কোন অনুভূতি সৃষ্টি করে না এবং স্নায়ুতন্ত্রের নিউরন কোন সংকেত প্রেরণ করে না। কিন্তু উনার পঞ্চইন্দ্র সুষ্ঠ ও সচল। তারপরেও উনি দেখতে-শুনতে পারছেন না বলেই ভান করেন। যেমনটি করে থাকেন আমাদের দেশের রাজনীতিবিদরা ! দেশ বারবার দুর্নীতিতে চ্যাস্পিয়ন হচ্ছে, তবুও তারা দেখছে না। পুলিশের সামনে ভাঙছে মন্দির-গাড়ি, পুড়ছে বাড়ি, নষ্ট হচ্ছে দেশের সম্পদ তবুও তারা নিশ্চুপ। এই যে, দেশের সন্ত্রাসী কার্যকলাপের গ্রাফটা উর্ধ্বমুখী আর উন্নয়নেরটা নিম্নমুখী সেদিকে কারো নজর নাই। যদি এসব পুকুর চুরি বিবেচনা করা হয়, তবে উনি যেটা করছেন তেমন কিছু না।
দিচ্ছি, যাও, পরে, ঘুরে আয় - এসব বলে উনি বারবার ফিরিয়ে দিচ্ছে বাসের বেচারাম কনডাক্টরকে। ভাবখানা এমন, উনি হয়তো ভাড়াটা দিতে চাচ্ছেন না কিংবা ভাড়ার টাকা যদি পকেটে আরো কিছুক্ষণ থাকে-মন্দ কি! এ যে, পকেটটা হালকা ভারী মনে হচ্ছে। উনি যে ভাড়া দেবেন না, তা কিন্তু নয়। অবশ্যই দিয়ে যান। তারপরেও যতক্ষণ পারেন ঘুরাবেন। পকেটটা দেরীতে হালকা হোক।
উনি মাঝে মাঝে বলে উঠেন, একদম শেষে যাব। তোমরা বারবার চেয়ে বিরক্ত করো। মনে রাখতে পারো না। আসল কথা কিন্তু একটাই, পকেট হালকা ভারী থাকুক। ওরা যে বিরক্ত করে, সেটাও সত্য। কারণ, সে একা। আর আমরা শ’খানেক। রাস্তার মাঝে বারবার উঠি-নামি। এরমধ্যেও আছে একদম না দিয়ে নেমে যাবার কিছু দল। আর আছে বিরাট এক ছাত্রদল। মানে, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাফ ভাড়া। লাভ-ক্ষতির হিসেবটা নাই করলাম। আমার-তোমার কাজটা ঠিক করেই, না হয় করে গেলাম।
তবে যদি বলা হয় দেয়া হয়েছে, তাহলে কিন্তু ওরা শান্ত। না হলেই বিরক্ত করবে আর বাঁকা বাঁকা কথার বাণ ছুড়বে। পাশের লোকটিও আড় চোখে বিরক্ত নিয়ে দেখে নেয় একবার উনাকে। এরচেয়ে ভাল দিয়ে দেয়াটা। যেহেতু দিতে হবে, তবে হোক যথাসময়ে পকেট হালকা।
পুনশ্চ: প্রতিদিন বাসে যাতায়তের কারণে, এ ধরনের হালকা পকেট ভারী করে রাখার লোক দেখা যায়।
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
সুমন কর বলেছেন: বায় বায়!!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: পকেটটা দেরীতে হালকা হোক।
আসলেই। বড়ই আজিব তাদের মানসিকতা! ভাবমারা!!
মাঝে মাঝে বিরক্তি হয়ে কন্ডাক্টরকেই বলি- থাক টাকারে ওম পারতে দে- বাচ্চা হই যদি ট্যাকা বাড়ে!! কোনতো যায় না!!!!
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: চমৎকার মন্তব্য। আসলেই প্রতিদিন দেখতে হয়। আমিও মাঝে মাঝে বলি, দিয়ে দেন ভাই। ভালো থাকবেন।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
নীল ভোমরা বলেছেন:
টপিক-টা মন্দনা!.....তবে লেখকের মুন্সিয়ানায় শেষভাগে একটু নাটকিয়তা থাকলে জমে যেত! আশাহত হলাম!
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
সুমন কর বলেছেন: ঠিক। সময় স্বল্পতার কারণে বড় করতে পারিনি।
আশাহত করার জন্য দুঃখিত। আমিও ভাবিনি বড় করে লিখব। কিন্তু কিছুক্ষণ লেখার পর নিজেই বুঝতে পারছিলাম, বড় করা যেত। যা হোক, পড়ার জন্য ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩
স্রাবনের রাত বলেছেন: নীল ভোমরাঁ ভাইয়ের সাথে সহমত
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: সময় স্বল্পতার কারণে বড় করতে পারিনি। আশাহত করার জন্য দুঃখিত। আমিও ভাবিনি বড় করে লিখব। কিন্তু কিছুক্ষণ লেখার পর নিজেই বুঝতে পারছিলাম, বড় করা যেত। যা হোক, পড়ার জন্য ধন্যবাদ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
মামুন রশিদ বলেছেন: সুন্দর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল । গল্পটা আর একটু টেনে একটা ফিনিশিং দেয়া যেত ।
যেটুকু লিখেছেন বর্ণনা খুব সুন্দর হয়েছে ।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: মামুন ভাই, সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে বড় করতে পারিনি। একটু অস্থিরতার মধ্যে আছি !! :#>
আমিও প্রথম দুইটি প্যারা লেখার পর, বুঝতে পারলাম সুন্দর পল্ট তৈরি হয়ে যাচ্ছে। বড় গল্প বা শেষে যে কোন টান দিতে পারতাম। লিখতে পারতাম কোন একটা স্যাটায়ার বা রম্য ! তাই ছোট করে লিখে অণুগল্প বললাম। জানিনা হয়েছে কিনা ! তবে ঘটনাটি কিন্তু ঘটে প্রতিনিয়ত।
ভালো থাকবেন।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
স্বপ্নবাজ অভি বলেছেন: রাজনীতিবিদ দের সাথে তুলনা টা মন্দ হয়নি সুমন দা!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: এইতো, একটু তুলনা করে দিলাম। ভালো থেকো, সর্বদা।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪
মশিকুর বলেছেন:
কিছু আজব প্রজাতি সব জায়গাই দেখা যায়! তবে বাসে নিরিহদের সংখ্যাই বেশী।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
সুমন কর বলেছেন: আপনার কথাটা সত্য। আসলে কিছু মানুষের কৃতকর্মের জন্য সকল মানুষের বদনাম হয়।
ভালো থাকবেন।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
হতাশ ...
যদি প্রবোধ পেতাম আরো ভালো লাগতো।
সকলের মঙ্গল হোক।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১
সুমন কর বলেছেন: হতাশ করার জন্য দুঃখিত। পরবর্তীতে রম্য বা প্রমোধ দিতে চেষ্টা করব।
ভালো থাকবেন।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: ভাল বিষয় নিয়ে লেখা ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২
সুমন কর বলেছেন: পড়া + মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
বেকার সব ০০৭ বলেছেন: ভাল বলেছেন, ছাএদের হাফ ভাড়া না দিয়ে কি আর ওপায় আছে, মোবাইলে টাকা লোড করতে হবে না।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
সুমন কর বলেছেন: এ বিষয় নিয়ে পরে লিখার ইচ্ছে আছে। ভালো থাকবেন।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার কাছে পড়ে ভালা লাগছে
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০০
সুমন কর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে, অনেক খুশি হলাম। আপনাদের মন্তব্যে উৎসাহ পাই। ভালো থাকবেন।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে......
একদম বাস্তব কথা লিখেছেন।
বাসের ভেতরে চিত্র গুলো এমনি থাকে......!!
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
সুমন কর বলেছেন: ব্লগিং মানে কিন্তু কিছুটা দায়িত্ব। তাই বাস্তবতার চিত্র তুলে দিলাম। পড়ার জন্য ধন্যবাদ।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
মোঃ ইসহাক খান বলেছেন: দৃশ্যপট তৈরির চেষ্টাটা সুন্দর।
শুভেচ্ছা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে কিনা জানি না। আপনাদের উৎসাহ পেয়ে ভাল লাগে।
ভালো থাকবেন।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭
মহামহোপাধ্যায় বলেছেন: অণুগল্প ভাল লাগল
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪
অপ্রচলিত বলেছেন: গল্পের বিষয়বস্তু ব্যতিক্রমী। +++
আপনার লেখার ধরণটাও বেশ লাগলো। প্রগাঢ় বর্ণনায় জমিয়ে লিখেছেন। +++
তবে এত কিছুর পরও অনুগল্প মোটামুটি লাগলো। কেননা আরও অনেক ভালোভাবে উপস্থাপন করার জন্য সব উপাদানই ছিল, কিন্তু আচমকাই যেন শেষ করে দিলেন। অসমাপ্ত লাগছে।
শুভ কামনা আর শুভেচ্ছা জানবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
সুমন কর বলেছেন: একটু ব্যস্ততার মধ্যে আছি! বুঝতে পারছিলাম, পল্ট তৈরি হয়ে গেছে কিন্তু পরে আর বড় করা হয়ে উঠেনি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি খেয়াল করে দেখবেন, শেষ প্যারাতে আমার বক্তব্য উপস্থাপন করা হয়ে গিয়েছে। মানে অণুগল্প হিসাবে কাহিনী শেষ। বাকিটা পাঠকদের। পাশে থাকা হয় যেন সর্বদা।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগা ।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২২
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: এরকম লোক প্রায়ই দেখি। তাদের এরকম করার পেছনে কারণটা বুঝতে পারিনি কখনো। গল্পের শুরুটা চমৎকার লেগেছে আমার। শেষটা সময় করে একটু দেখতে পারেন আবার লেখা যায় কিনা। তাহলে একটা সম্পূর্ণ সুন্দর গল্প পেতাম।
শুভেচ্ছা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের উৎসাহ পাচ্ছি দেখে ভাল লাগছে। দেখি সময় করে পর্ব হিসাবে দিতে পারি কিনা!
ভালো থাকবেন।
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭
হাসান মাহবুব বলেছেন: প্রফেসর শঙ্কুর সাথে একমত। শুরুটা ভালো ছিো কিন্তু ফিনিশিংটা গল্পকে সম্পূর্নতা দীতে পারে নি। এটাকে গল্প না বলে বরং অভিজ্ঞতার বয়ান বলা যেতে পারে।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: গল্প, কবিতা, গান, ছবি বা সাহিত্য যাই বলি না কেন, সেতো জীবনের বয়ান। যা হোক, পরে পর্ব করা যেতে পারে। সময় করে পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১
খাটাস বলেছেন: সুমন দা লেখার বিষয় আর সাজানো টা সাথে বাস্তবতার মিশ্রণ আমার কাছে অসাধারণ লেগেছে। তবে শেষে আর একটু ভিন্ন ভাবে হলে ষোল কলা পূর্ণ হত।
গল্পে ভাল লাগা।
৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
সুমন কর বলেছেন: সময় স্বল্পতার কারণে বড় করা হয়ে উঠেনি। দেখি পরে কি করা য়ায় !! পড়ার জন্য ধন্যবাদ।
২১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
সোমহেপি বলেছেন: থাকুক না পকেট কিছুক্ষণ গরম।
দিয়ে দিলেইতো আরেক জনেরটা গরম হয়ে যাবে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
সুমন কর বলেছেন: বেশ বলেছেন তো !! পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
বেলা শেষে বলেছেন: Beautiful & good writing, good description.....
...how are you brother...?
.....up to next time...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২
সুমন কর বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
এইতো, মোটামুটি আছি। সাথে থাকা হয় যেন, সর্বদা।
২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
বেলা শেষে বলেছেন:
সুমন কর
"আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,
এখানে খুঁজছি আমি জীবনের মানে।
লেখক বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
এইতো, মোটামুটি আছি। সাথে থাকা হয় যেন, সর্বদা। "
yes , i will Inshallah.
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২৪| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগা ......
০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
সুমন কর বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
২৫| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬
মাসুদ ০০৭ বলেছেন: কিছু কাজ , আমাদের সামনে প্রতি দিন ঘটে যা আমরা , এড়িয়ে যাই , আর আপনার লেখায় ফুটে ওঠে তার বাস্তবতা , খোব ভালো লাগলো স্যার
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১
সুমন কর বলেছেন: তুমি জেনারেল হয়েছো এবং মন্তব্য করতে পারছো, দেখে ভাল লাগল।
হ্যাপি ব্লগিং........
২৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৩
মাসুদ ০০৭ বলেছেন: ধ্ন্যেবাদ স্যার
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:২০
সুমন কর বলেছেন: বারবার স্যার বলার দরকার নেই।
এইমাত্র তোমার কবিতায় লাইক দিয়ে এলাম।
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: জীবন থেকে নেয়া গল্প, ভাল লেগেছে।
কিছু আজব প্রজাতি সব জায়গাই দেখা যায়! তবে বাসে নিরিহদের সংখ্যাই বেশী -- মশিকুর এর এ মন্তব্যটাও (৭ নং) ভাল লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২
সুমন কর বলেছেন: সমাজের একটি দিক তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং করি....
পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ