![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। তার ওপর এটি যদি হয়, ঈদ উল ফিতর তবে তো আর কথাই নেই। আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। কারণ দীর্ঘ এক মাসের সংযম, ত্যাগ আর সিয়াম সাধনার পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং ঈদ উল ফিতর হলো একটি অন্যতম বৃহত্তম বাৎসরিক উৎসব। তবুও জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ ঈদের এই আনন্দে সামিল হয়। সবার মুখে আনন্দের হাসি। সকল দুঃখ-কষ্ট ভুলে অন্তত ঈদের দিনে যে যার সাধ্য মতো খুশিতে মেতে উঠে। তবে সবচেয়ে বেশী খুশি ছড়িয়ে পড়ে প্রতিটি শিশুর মুখে। এ যেন বাঁধ ভাঙা হাসির মেলা। তারা ঈদের নতুন জামা-কাপড় পড়ে সকাল থেকে শুরু করে সারাটা দিন যেমন ফুলের মতো ঘুরে বেড়ায়, দেখেই মনটা আনন্দে ভরে যায়। আর ভাল লাগে, ঈদের নামাজ শেষে সবাই যখন খুশি মনে একে অন্যকে জড়িয়ে ধরে কোলাকুলি করে।
তাই বলে বড়দের আনন্দ যে কম, সেটা ভাবা ঠিক নয়। সারাদিন টো টো করে ঘুরা ও আত্মীয়-স্বজন আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারা দিনটিকে ইনজয় করে থাকে। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরে, তখনও বাকি আছে যাদুর বাক্স মানে টেলিভিশন আনন্দ দেবার। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন চ্যানেল বেশ কয়েকদিন ধরে প্রচার করে থাকে ঈদের বিশেষ অনুষ্ঠানমালা।
সামুর সহ ব্লগার জাফরুল মবীন ভাইয়ের অনুরোধে, শৈশবের ঈদ স্মৃতি লিখতে বসেছি। যদিও উনি কোন ঘটনা বা ঈদ স্মৃতি নিয়ে ছোট গল্প লিখতে বলেছেন। কিন্তু আমার তেমন কোন গল্প নাই। তাই শৈশবের ঈদ স্মৃতিই লিখলাম।
আমার ঈদ স্মৃতি খুবই সাধারণ। পানসে। বর্ণহীন। শুধুশুধু একে আর রঙিন করে কোন লাভ নেই। বরং এবারের ঈদই আমার কাছে ব্যতিক্রম। স্মরণীয়। কষ্টদায়ক। মা'কে ছাড়া সব কিছুই কেমন জানি ফাঁকা ! আনন্দহীন। শূন্যতায় ভরপুর। কোন কিছুতেই মন ভরে না।
ছোটবেলার ঈদ স্মৃতি বলতে, যে কথাটি সবার প্রথমে মনে আসে সেটি হলো, সকল মুসলমান বাড়ির মতো নিজের ঘরে খাবার-দাবারের আয়োজন। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম, মা পায়েস আর সেমাই রান্না করে রেখেছে। আর দুপুরের জন্য চলছে মাছ-মাংস-পোলাও-এর আয়োজন। নাস্তা নাই ! আমি আবার সকালে মিষ্টি খেতে চাইতাম না। মেজাজ বিগড়ে যেত। তারপরও ঈদ বলে কষ্ট করে চালিয়ে দিতাম।
এরপর ঈদের নামাজ শেষে, বাবার অফিসের কিছু সহকর্মী বাসায় আসত। তাদেরকে পায়েস ও সেমাই পরিবেশন করা হতো। ভাল লাগত। ঈদের আমেজ ছড়িয়ে যেত আমাদের ঘরে।
এরপর দুপুরের খাওয়া শেষ করে শুরু হতো বিভিন্ন চ্যানেলের প্রোগাম দেখা। মানে, যখন থেকে বাংলাদেশে ডিশ এসেছিল। এখানে কিঞ্চিৎ মজার ছিল। তখন টেলিভিশন ছিল একটি আর দর্শক ছিল কয়েকজন। তাই কোন প্রোগাম দেখা হবে তা নিয়ে শুরু হয়ে যেত টানা পোড়ন। পরিবারের একমাত্র ছেলে এবং সবার ছোট বলে আমার প্রাধান্যই ছিল বেশী। তবে বেশী সমস্যা হতো, রাতের বেলা নাটকের সময়। অনেক চ্যানেলের ভিড়ে একটি নাটক খুঁজে বের করা আসলেই কষ্টকর। এ সময় হুমায়ূন আহমেদের নাটক থাকলে বাবা-মা’র জন্য সেটাই দেখা হতো। এরপর বেশী রাতের প্রোগামগুলো আমরা দুই ভাই-বোন মিলে দেখে, রাত পার করে দিতাম। এখন অনেক কিছুই বদলে গেছে।
ঈদে কেনাকাঁটা কিংবা ঘোরাঘুরি কখনো করা হয়নি। পরিবারের সকল সদস্যের সাথে সময় কাঁটাতেই আমার ভাল লাগে। এখনো। বাবার বন্ধুদের কাছ থেকে বিভিন্ন উপহার পেতাম। পরে বাবা চাকুরি থেকে অবসর নেবার পর আর পাওয়া হয়নি। এখন অবশ্য বড় বোনের কাছ থেকেই পেয়ে থাকি।
ঈদে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকতো। বেশ কয়েকটা দিন বাহিরে না যাবার চিন্তায় ভালই কাঁটতো। সারাদিন গান শুনা, টিভি ও মুভি দেখা এবং রাত জেগে পরদিন দেরী করে ঘুম থেকে উঠার মজাই ছিল আলাদা।
সময়গুলো দ্রুত পাল্টে যায়। কেমন করে জানি বড় হয়ে গেলাম ! আর এখন, না চাইতেও যেন চিন্তার পাহাড় মাথায় চলে আসে। এর চেয়ে ঢের ভাল ছিল, আমার ছোটবেলা। কোন চিন্তা ছিল না। জীবন যুদ্ধের মানে জানা ছিল না। আরো অনেক কিছুই তখন ছুঁয়ে যেত না। খুব মিস করি, সেদিনের দিনগুলো। মা ও বোনের সাথে সেসব খুনসূটি। সবাই এক ঘরে বসে অনেকক্ষণ সময় কাঁটানো। রাত-জাগা। মান-অভিমান। সব, সব।
ঈদ, পূঁজো, বড়দিন, পহেলা বৈশাখের মতো উৎসবময় দিনগুলো কিংবা যে কোন পারিবারিক অনুষ্ঠানে এখন আর আগের মতো আনন্দ পাই না। চারিপাশে অনুভূত হয়, মা না থাকার এক নীরব স্তবতা। সবকিছু যান্ত্রিক মনে হয়। আবেগহীন ও অনুভূতি শূন্য। বুকের মধ্য দিয়ে বয়ে যায় চাপা গরম নিঃশ্বাস। ফাঁপরে দম আঁটকে যায়। এলোমেলো মনে হয় নিজেকে। তারপরেও উঠে দাঁড়াতে হয়। সময়ের দাবি মেনে নিতে হয়। বেঁচে আছি সেই প্রচেষ্টায়।
ঈদ আনন্দের। না পাবার মাঝেও অনেক কিছু পাওয়া। তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক - এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
...............................♣♣♣♣♣..................................
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: অনেকে বলে বয়স হয়ে গেছে, এখন আবার ঈদ হলেই কি আর না হলেই কি! এই ধরণের লোকজন থেকে আমি শত হস্ত দূরে থাকি। কারণ এরা নিজেদের সাথে করে এক ধরণের ভাইরাস নিয়ে ঘোরাফেরা করে। এরা বহু আগেই মনে মনে বৃদ্ধ হয়ে গেছে, এখন সেই বার্ধ্যকের ভাইরাস চারপাশে ছড়িয়ে বেড়াচ্ছে। কোন মানে হয় না।
ঈদ মানে আমার জন্য এখনো খুশীই। আমার কাছে তো ঈদের দিন চরম লাগে। আমি তো পারলে এখনো আম্মার কাছ থেকে সালামি নেই! হা হা হা। দোস্তদের সাথে আড্ডাবাজি করে ঈদের ছুটিগুলো খারাপ যায় না।
স্মৃতিচারণা ভালই লাগলো ভাই।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। অনেক ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: ঈদ, পূঁজো, বড়দিন, পহেলা বৈশাখের মতো উৎসবময় দিনগুলো কিংবা যে কোন পারিবারিক অনুষ্ঠানে এখন আর আগের মতো আনন্দ পাই না। চারিপাশে অনুভূত হয়, মা না থাকার এক নীরব স্তবতা। সবকিছু যান্ত্রিক মনে হয়। আবেগহীন ও অনুভূতি শূন্য। বুকের মধ্য দিয়ে বয়ে যায় চাপা গরম নিঃশ্বাস। ফাঁপরে দম আঁটকে যায়। এলোমেলো মনে হয় নিজেকে। তারপরেও উঠে দাঁড়াতে হয়। সময়ের দাবি মেনে নিতে হয়। বেঁচে আছি সেই প্রচেষ্টায় ।
এই লাইনগুলো তৈরি হয়েছে একটি অতিক্ষুদ্র শব্দ 'মা' থেকে । এইখান থেকেই বোঝা যায় মায়ের বিশালতা । সুন্দর স্মৃতিচারন । আপনার জন্য শুভকামনা রইল।...
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: মা, মা’ই। আমার মতো মা হারা সন্তানরাই তা বুঝতে পারে।
আসলেই এলোমেলো, মনে হয়।
৪| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪
লেখোয়াড় বলেছেন:
ভাল লেখা।
ঈদ মোকারক।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
৫| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: উৎসবের এই সার্বজনীনতা দিগন্তপ্রসারী হোক ধর্ম বর্ণ নির্বিশেষে।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
সুমন কর বলেছেন: আমরা সবাই সেটাই কামনা করি।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা নিবেন, হাসান ভাই।
৬| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
সময়গুলো দ্রুত পাল্টে যায়..... সে পাল্টে যাবার পথ ধরেই "মা" নামের এক মহিয়সীর মুখ সুদুরে মিলায় । এই ই তো জীবন !
জীবনের এই অ-আনন্দ অনেকেরই ।
এ অ-আনন্দ জিতে নিয়ে সামনে চলার প্রত্যয় দৃঢ় হোক সবার জীবনে ।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
সুমন কর বলেছেন: "মা" নামের এক মহিয়সীর মুখ সুদুরে মিলায় । এই ই তো জীবন !
এই অ-আনন্দ নিয়েই বেঁচে থাকতে হবে।
আপনি এসেছেন, মন্তব্য করেছেন। ভাল লাগল।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
৭| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮
কথক পলাশ বলেছেন: আগে মনে করতাম ঈদের দিন ছাড়া কোক খাওয়া নিষেধ।
দল বেঁধে সালামীর টাকা নিয়ে সবার আগে যেতাম কোকের দোকানে। কোক খেয়ে নাক ধরে ঢেঁকুর দিতাম।
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭
সুমন কর বলেছেন: আপনাদের তাহলে মজার ঈদ ছিল। বছরে দুইবার কোক খেতে পারতেন।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
৮| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।+
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০০
সুমন কর বলেছেন: ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও হাসি।
+ দেবার জন্য বাড়তি ধন্যবাদ।
৯| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৬
আমি ইহতিব বলেছেন: আমিও লিখবো ভাবছিলাম লাবনি আপুর পোস্ট দেখে। সময় করে উঠতে পারছিনা। আপনার পোস্ট দেখে আগ্রহ বাড়লো।
ভালো লাগলো আপনার লেখা, ঈদে ভালো থাকুন সবাইকে নিয়ে।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
সুমন কর বলেছেন: বিথি আপু, ঝট করে লিখে ফেলুন আপনারটি। জানা যাবে, অনেক কিছু।
ঈদের শুভেচ্ছা নিবেন।
১০| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২
হানিফ রাশেদীন বলেছেন: ঈদ মোকারক।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: আপনারও প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।
১১| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
১২| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফাঁপরে দম আঁটকে যায়। এলোমেলো মনে হয় নিজেকে। তারপরেও উঠে দাঁড়াতে হয়। সময়ের দাবি মেনে নিতে হয়। বেঁচে আছি সেই প্রচেষ্টায়।
এত কষ্ট কেন বন্ধুবর?
ভালোবাসার সহিত ঈদের শুভেচ্ছা জানবেন।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: আগের দুই লাইনেই তা উল্লেখ করা হয়েছে। মা'কে ছাড়া আর কি কিছু ভাল লাগে! প্রথম সব কিছুই মেনে নিতে কষ্ট হয়। সময় লাগে।
ভাল থাকবেন, প্রিয় সহ ব্লগার।
আপনারও প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।
১৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছুঁয়ে গেল স্মৃতিচারণা। মিল খুঁজে পেলাম অনেক জায়গায়।
ভাল থাকুন সুপ্রিয়।
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: কি মিল আবার খুঁজে পেলেন ? তবুও মিল আছে জেনে, খুশিই হলাম।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
১৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭
মোঃ ইসহাক খান বলেছেন: ঈদ হোক আনন্দের। সবার জন্য।
স্মৃতিচারণে শুভেচ্ছা।
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
১৫| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৯
রিফাত ২০১০ বলেছেন: স্মৃতিচারণ ভালো লেগেছে ।
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
১৬| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো। ইদ আগের মতই আনন্দময় হয়ে উঠুক, এই কামনা করছি। আর আপনার মায়ের জন্য প্রার্থনা।
ইদ মোবারক।
২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের মন্তব্য পেলে ভাল লাগে। কিছু ছাইপাঁশ লিখতে ইচ্ছে করে।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
১৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৪
আরজু পনি বলেছেন:
আপনার কাছ থেকে ইদ সম্পর্কিত পোস্ট পেয়ে ভালো লাগছে।
জাফরুল মবীন এর উদ্যোগটা সাধুবাদ জানানোর মতো।
বয়স বাড়ছে এমন করে ভেবে চিন্তার পাহাড় মাথায় নেবার দরকার নেই।
চিন্তা থাকবেই সেগুলোকে পাশে রেখেই অনেক ভালো থাকুন, শুভেচ্ছা রইল।।
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৪
সুমন কর বলেছেন: আরে, আরজুপনি যে ! অনেকদিন পর আমার ব্লগে এলেন ! হয়তো ব্যস্ত।
জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ ঈদের এই আনন্দে সামিল হয়।
তাই কখনো আমার কাছে ব্যতিক্রম মনে হয়নি। প্রতিটি ঈদে আমরাও আনন্দে সামিল হই।
সঞ্জিব বাবু বলেছেন, চিন্তাই জীবন। তাই মনে হয়, না চাইলেও চিন্তা এসে পড়ে। আর প্রতিটি মানুষের জীবনে হয়তো, কিছু প্রশ্ন থাকে। সে থেকে চিন্তাও আসে। বয়স কোন ব্যাপার না !!
তবে চেষ্টা করবো, আমার কথা শুনতে। যদি পারি, তো ভালই।
অনেকদিন পর পেয়ে, অনেক কথা বলে ফেললাম।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
১৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদের আমেজ এখনই পাওয়া যাচ্ছে ব্লগে।
ঈদ মোবারাক ভাইজান।
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৮
সুমন কর বলেছেন: সব মবীন ভাইয়ের অবদান। ব্লগেও ঈদের আমেজ থাকুক, আমরা সেটাই চাই।
আপনাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
অ.প.: অনেকদিন ধরে দেখা যাই। আমার ব্লগেও কম আসেন। মিস করি।
১৯| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫১
পার্থ তালুকদার বলেছেন: ঈদের আনন্দে সবাই উজ্জীবিত হউক, এই অগ্রীম কামনায় ......।
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের অগ্রীম প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
২০| ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪৮
ঢাকাবাসী বলেছেন: স্মৃতিচারণ ভাল লাগল। ঈদ আনুক আনন্দ সবার জন্য।
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের অগ্রীম প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
২১| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
আমি ইহতিব বলেছেন: শৈশবের ঈদ নিয়ে লেখার আইডিয়াটা সুফিয়া আপুর ছিলো। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৭
সুমন কর বলেছেন: এখানে কোন ভুল ছিল না। কারণ, আপনিতো আর বলেন নি, আমার আইডিয়া। আমি পোস্টের মধ্যেই বলে দিয়েছি, এটা মবীন ভাই অনুরোধ করেছিল বলে লিখেছি।
যা হোক, আপনার ঈদ স্মৃতিচারণ পোস্টটিও ভাল হয়েছে।
ভাল থাকবেন।
শুভেচ্ছা রইলো।
২২| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
অপূর্ণ রায়হান বলেছেন: আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো ভ্রাতা
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদের অগ্রীম প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
২৩| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩০
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে আপনার লেখাটি দাদা।
শুভেচ্ছা রইল।
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। অনেক ধন্যবাদ।
ঈদের অগ্রীম প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
২৪| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩
ফা হিম বলেছেন: আসলেই সময়ে সবকিছু কেমন পালটে যায়। অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।
২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০
সুমন কর বলেছেন: সময়কে বেঁধে রাখতে পারলে ভাল হতো।
ঈদের অগ্রীম প্রাণঢালা শুভেচ্ছা রইলো।
২৫| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫
চড়ুই বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
সুমন কর বলেছেন: আপনাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
২৬| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা সুমন । প্রতিটা উৎসব হোক সার্বজনীন
২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২
সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
২৭| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এডভান্স ঈদ মুবারক ।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: আপনাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
২৮| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভাল লাগলো ,আপনার স্মৃতিচারণ ।
সত্যিকারেই আমাদের দেশের উৎসবের আনন্দটা সার্বজনীন ভাবে ভাগাভাগি করে নেয়াটা খুবই ভালো লাগে । ঈদের শুভেচ্ছা রইল, অনেক ।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
আমার সকল উৎসবকেই আনন্দময় ভাবতে ভাল লাগে।
আপনাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা।
২৯| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ঈদ নিয়ে আপনার স্মৃতিচারণ পড়ে ভালো লাগলো!
আমিও একটা পোস্ট দিব ভাবছি পুরানো ইদের স্মৃতি নিয়ে
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
মাসুম ভাই, তাড়াতাড়ি লিখে ফেলুন। আমি এই স্মৃতিগুলো নিয়ে একটি সংকলন দেবো। আপনারটাই চাই কিন্তু।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
৩০| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭
ইমিনা বলেছেন: ঈদ নিয়ে লেখা পোস্টগুলো পড়ার আনন্দই আলাদা রকম। যদিও এখন আর সেই শৈশবের আনন্দটা পাই না। তবুও স্মৃতিচারনগুলো অসাধারন লাগে।
আপনার লেখায় একরাশ মুগ্ধতা
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: এবার মনে হয়, অনেকদিন পর আপনি আমার ব্লগে আসলেন। ভাল লাগল।
অনেক ধন্যবাদ। আপনিও লিখে ফেলুন একটি মজাদার স্মৃতি বা কথা। সংকলন করার চিন্তা করছি। যাতে সবাই একসাথে সব পোস্ট পেতে পারে।
ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
৩১| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯
ইমিনা বলেছেন: স্মৃতিচারন লিখতে গেলে কেমন একটা হাহাকার অনুভব করি। অথচ সেই হাহাকার টা যদি উপযুক্তভাবে তুলে ধরতে না পারি তবে নিজের উপরই নিজের বিরক্ত লাগে।
...
ভালো আইডিয়া, ঈদ সংকলন করে ফেলুন। দারুন উপকার হবে।
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: আবার আসাতে খুশি হলাম।
স্মৃতিগুলোই সত্যিই হাহাকার !! কষ্ট লাগে! তবুও স্মৃতি নিয়ে থাকতে হয়।
সংকলন মানে, আপনাদের স্মৃতিময় পোস্টগুলো এবং ঈদে আসা পোস্টসমূহ। চেষ্টা করবো। আপনিও লিখুন একটি, ভাল লাগবে।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
৩২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: এক সময় ঈদ মানেই ছিল দুর্দান্ত সব টিভি নাটক, সবাই মিলে উপভোগ করা! আর স্কুলের ছুটির মজা তো আছেই, ঈদের শুভেচ্ছা সুমন দা
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩
সুমন কর বলেছেন: আমি ঐভাবেই মজা করতাম। তোমাকেও ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
৩৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদ মোবারক। ঈদ আনন্দের হোক।
২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৪
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
৩৪| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১০
না পারভীন বলেছেন: ঈদের শুভেচ্ছা সুমন ভাই। পোস্ট পড়ে ভাল লাগলো
২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
সুমন কর বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। লেখা ভাল লেগেছে, জেনে খুশি হলাম।
ঈদের শুভেচ্ছা রইলো।
৩৫| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার লাগলো আপনার স্মৃতিচারণ ...
বিশেষ করে উপস্থাপনার আর্ট ...
ঈদ, পূঁজো, বড়দিন, পহেলা বৈশাখের মতো উৎসবময় দিনগুলো কিংবা যে কোন পারিবারিক অনুষ্ঠানে এখন আর আগের মতো আনন্দ পাই না। চারিপাশে অনুভূত হয়, মা না থাকার এক নীরব স্তবতা। সবকিছু যান্ত্রিক মনে হয়। আবেগহীন ও অনুভূতি শূন্য। বুকের মধ্য দিয়ে বয়ে যায় চাপা গরম নিঃশ্বাস। ফাঁপরে দম আঁটকে যায়। এলোমেলো মনে হয় নিজেকে। তারপরেও উঠে দাঁড়াতে হয়। সময়ের দাবি মেনে নিতে হয়। বেঁচে আছি সেই প্রচেষ্টায় - এটুকু দুবার পড়লাম ...
জীবনের কথা ফুটে উঠছে , ফুটে উঠছে দ্রুত হারিয়ে যাওয়া সময়ের কণ্ঠস্বর ...
এটুকু পড়ে মনটা কেমন যেন হয়ে গেল ...
যাহোক, ঈদ, পূজা প্রতিটি উৎসবই আনন্দঘন হোক সবার জন্য ...
কামনা এটুকুই ...
নিরন্তর শুভকামনা ...
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪২
সুমন কর বলেছেন: সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ। আসল জায়গাটুকুই ধরেছেন।
আমি আসলেই সময় দাবি মেনে নেবার চেষ্টা করছি।
এবারের ঈদে খুব খারাপ লাগছিল। সামুকে নিয়ে দারুণ একটি সময় কাঁটিয়ে দেবার চেষ্টা করলাম। আপনাদের পাশে পেয়ে ভাল লাগল।
ঈদের শুভেচ্ছা রইলো।
৩৬| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮
মাসুদ ০০৭ বলেছেন: খুব ভালো লাগলো , আপনার ঈদের কলামটা পড়ে । বাস্তবতা আর অনেক বেশি আবেগের সমাহার আছে , জীবন কে নতুন রুপ দেখা ও বুঝার রেখা আছে ,
১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫
ফাহিম আহ্মেদ বলেছেন: সময় কতো দ্রুতই না কেটে যায়! সুন্দর পোস্ট।
ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: সময়কে বেঁধে রাখা যায় না কিন্তু সময়ের ফেলে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন মনে থাকে।
ঈদ মোবারক এবং শুভ ব্লগিং।
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: এরপর ঈদের নামাজ শেষে, বাবার অফিসের কিছু সহকর্মী বাসায় আসত। তাদেরকে পায়েস ও সেমাই পরিবেশন করা হতো। ভাল লাগত। ঈদের আমেজ ছড়িয়ে যেত আমাদের ঘরে --কি সুন্দর ছিল এই সৌহার্দ আর সম্প্রীতি! খুব ভাল লাগলো এমন কথা পড়তে।
তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক - এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। -- আপনার এই কামনার সাথে কন্ঠ মেলাচ্ছি।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: হুম, সে সময়গুলো খুব মিস করি।
পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সময়গুলো দ্রুত পাল্টে যায়। কেমন করে জানি বড় হয়ে গেলাম ! আর এখন, না চাইতেও যেন চিন্তার পাহাড় মাথায় চলে আসে। এর চেয়ে ঢের ভাল ছিল, আমার ছোটবেলা। কোন চিন্তা ছিল না। জীবন যুদ্ধের মানে জানা ছিল না। আরো অনেক কিছুই তখন ছুঁয়ে যেত না। খুব মিস করি, সেদিনের দিনগুলো। মা ও বোনের সাথে সেসব খুনসূটি। সবাই এক ঘরে বসে অনেকক্ষণ সময় কাঁটানো। রাত-জাগা। মান-অভিমান। সব, সব।
চমৎকার স্মৃতিচারণা। ধন্যবাদ, ভাই সুমন কর।