নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ পোস্ট: রাঙ্গামাটির পথে পথে - এক।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬





রাঙ্গামাটির রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকেই শুরু হয় আমাদের রাঙ্গামাটি ভ্রমণ। সেখানে আগে থেকেই ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করা ছিল। বেশ ভালই ছিল। গন্তব্য রাজবন বিহার এবং চাকমা রাজবাড়ি। সময়ের অভাবে সেদিন এ দু'টো জায়গাই ঘোরা সম্ভব ছিল। কারণ যাত্রা শুরু করতে আমাদের অনেক দেরী হয়ে যায় এবং বলা হয়েছিল সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। আনুমানিক দুপুর তিনটার দিকে আমাদের নৌকা কাপ্তাই লেকের উপর দিয়ে ভাসতে শুরু করে। প্রথমেই যে বিষয়টি আমাদের বিরক্ত করে তুলেছিল, সেটি ছিল ইঞ্জিনের ভটভট শব্দ। X(( কান একদম ঝালা-পালা। নৌকা যখন আস্তে আস্তে বাজার ছেড়ে লেকের জলের বুকে যাচ্ছিল, ততোক্ষণে ঐ শব্দ আমাদের সহ্য হয়ে গেছে। কারণ চারিপাশে বিশাল জলরাশি, খোলা আকাশ আর সুউচ্চ পাহাড়সারি মন্ত্রমুগ্ধের মতো আমাদেরকে তাদের কাছে টেনে নিয়ে গিয়েছিল। আমরা হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে। ;)



হারিয়ে গিয়েছি, এইতো জরুরি খবর

অবাক দুই চোখে, ছায়া কাঁপে ভয় অভিমানে

হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে…………..



নৌকায় উঠে চলে, কিছুক্ষণ ফটোসেশন। পাশ দিয়ে বয়ে চলা আদিবাসীদের ছোট ছোট নৌকাগুলো দেখতে খুবই সুন্দর। তাই ছবি তুলে রাখা।



০১। ছায়া।







০২। নির্মল হাসি।







০৩। খোলা আকাশ।







০৪। বিশাল জলরাশি।







এরপর নৌকা যতই এগিয়ে চলে, আমরা ততই বিমোহিত হচ্ছিলাম। চারিপাশের জলরাশি আর খোলা আকাশের মাঝে নিজেদের অন্য ভুবনের বাসিন্দা মনে হল। যেখানে নেই কোন, ব্যক্তিজীবনের চাপ কিংবা দায়বদ্ধতা। সারা বছরের ব্যস্ততাকে টা টা বায় বায় বলে, প্রকৃতির অতল গহ্বরে নিজেকে বিলিয়ে দেয়া। B-) শেষ বিকেলে রোদের তাপ থাকা সত্ত্বেও সবার মনে এক অদ্ভুত স্নিগ্ধতা ছুঁয়ে যাচ্ছিল। এছাড়া লেকের দুইপাশে সবুজের সমারোহ, পাহাড়ী বন বা বাগান এবং আদিবাসীদের জীবন ধারাও দৃষ্টিকে যথেষ্ট আর্কষিত করে তুলেছিল। কারণ বহুদিন পর এমন সব দৃষ্টিনন্দন দৃশ্য স্বচোখে দেখার সুযোগ হল।





০৫। আদিবাসীদের জীবন।







যা হোক, এভাবে প্রায় ঘণ্টা দেড়েক কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহারে। এখানে রয়েছে দেশের বৌদ্ধসম্প্রদায়ের অন্যতম শীর্ষ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাথের (বনভান্তে) সংরক্ষিত মরদেহ।





এখন, কিছু ছবি হয়ে যাক।





০৬। রাজবন বিহারে ওঠার সিঁড়ি।







০৭। মন্দিরের সন্মুখভাগ।







০৮। ভাগ্নে ও হাতি।







০৯। শ্রদ্ধা ও ভক্তি।







১০। রাজবন বিহার।







১১। মন্দিরের ঘন্টা।







১২। মন্দির।







১৩। স্মৃতিস্তম্ভ -০১।





১৪। স্মৃতিস্তম্ভ -০২।







১৫। সময়ের অভাবে ক্যাপশন সংগ্রহ করা হয়নি। /:)







১৬। সাত স্বর্গ।







১৭। মন্দির ঘুরে আবার নৌকায় ওঠা।







এরপর আমাদের মাঝি যে পুরাতন রাজবাড়িতে নিয়ে গেল, সেটি চাকমা রাজবিহার নয়। বরং সেটি ছিল চাকমারাজ রাজা ভুবন মোহন রায়ের রাজবাড়ি। নৌকার ঘাট থেকে জমিদার বাড়িতে ওঠার সিঁড়ির মাঝে কোন পাড় বা ভাল ব্যবস্থা ছিল না। তাই মহিলাদের উঠতে একটু বেগ পেতে হয়েছে। B-) তবে মাঝির সহায়তায় কোন রকম সমস্যা হয়নি।





১৮। রাজবাড়িতে ওঠার সিঁড়ি।







সন্ধ্যা হয়ে আসছিল, তাই আলোর স্বল্পতার কারণে বেশী ঘুরতে ও ছবি তুলতে পারিনি। অবশ্য সেখানে দেখার তেমন বিশেষ কিছু ছিল না। একটি/দুইটি বাংলো, দুইটি স্মৃতিস্তম্ভ এবং ভাঙা-চুঁড়া জায়গা। যা যত্নের অভাবে আগাছা আর জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমরা সেখান থেকে কিছু পাতা বাহারের গাছও তুলে নিয়ে আসি। মজা করার জন্য। ;)





১৯। রাজা ভুবন মোহন রায়।







২০। রাণী তাতু রায়।







তবে সবচেয়ে অবাক করার বিষয়, সেখানে রয়েছে চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র। ছাত্র-ছাত্রীরা কতটা না কষ্ট করে এখানে এসে পড়াশুনা এবং পরীক্ষায় অংশ গ্রহণ করে ! |-) সন্ধ্যার কারণে আর ভিতরের রুমগুলো দেখা হল না। /:)





২১। চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র।







এবার হোটেলে ফিরে যাবার পালা। সবাই একে একে নৌকায় গিয়ে ওঠে যায় এবং সন্ধ্যার আলোতে লেকের মনোরম বৈচিত্র্যকে দর্শন করতে থাকি।





২২। মেঘ।







২৩। বয়ে চলা।







সবার চোখে-মুখে ফুঁটে উঠেছে ক্লান্তির ছাপ। দেহ একটু বিশ্রাম চায়। আজকের মতো ভ্রমণ শেষ। তাই হোটেলে গিয়ে ফ্রেশ হওয়া ও কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া। কারণ কাল সকালে সুবলং জলঝিরি ও রাঙ্গামাটি ঝুলন্ত সেতুতে ঘুরতে বের হবো।



আগামী পর্বে থাকবে সেখানকার ভ্রমণের কথা।





প্রথম পর্বটির লিংক:

ভ্রমণ পোস্ট: ঢাকা হতে রাঙ্গামাটি।





মন্তব্য ৮৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ছবি ও বর্ণনা মিলিয়ে পরিপূর্ণ একটি ভ্রমণ পোস্ট ভ্রাতা +

অফলাইনেই পড়েছি ।

ভালো থাকবেন সবসময় :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

পোস্ট সম্পূর্ণ করতে গিয়ে একবার হারিয়ে গেলি। :( সেইভ না করার কারণে। পরে অাবার এডিট করে ব্লগে প্রকাশ করি প্রায় ১২.৪০মিনিটের দিকে। অথচ, এখানে সময় দেখাচ্ছে ১১.৫৬মিনিট। :| বুঝলাম না !!! :(

তাই হয়তো নির্বাচকরা পোস্টটি খুঁজেই পায় নাই। :( :( :(

১ম মন্তব্যকারী হিসেবে, একগুলো কথা বলে ফেললাম। সেটা অাপনি না হয়ে যে কেউ হলেও করতাম।

অাপনি হয়েছেন, ভালই হয়েছে। শেয়ার করা গেল।

১ম মন্তব্য এবং লাইকপ্রদানকারী হিসেবে অাপনাকে ধন্যবাদ। !:#P !:#P !:#P

ভালে থাকুন।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: এই সমস্যার ভুক্তভোগী আমিও হয়েছি । তাই একটা উপায় শিখেছি । পোস্ট প্রকাশ করুন , এ ক্লিক করার আগে পুরো পোস্ট একবার কপি করে রাখি । যদি কোন সমস্যা হয় , আবার পেস্ট করে দিলেই হল ।

দ্বিতীয় সমস্যা হল , আপনি পোস্ট লিখতে শুরু করেছিলেন ১১ঃ৫৬তে সম্ভবত , কিন্তু পোস্ট ব্লগে প্রকাশ করুন এ ক্লিক করেছেন ১২ঃ৪০ এ । তাই মনে হয় এমন হয়েছে । এটা থেকে মুক্তি পেতে হলে পোস্ট লেখা শেষ হয়ে গেলে , নতুন করে অন্য ট্যাবে 'নতুন ব্লগ লিখুন' ওপেন করে সেখানে আপনার পোস্ট কপি পেস্ট করে এবার সাথে সাথেই প্রকাশ করুন , সঠিক সময়েই তা প্রকাশিত হবে বলে দেখেছি ।

অনেক শুভকামনা ভ্রাতা ।।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

সুমন কর বলেছেন: অাগেতো, এমন হতো না! যখন ক্লিক করতাম, তখনকার সময়ই দেখাতো। অাসলে অামি অনেক কম পোস্ট দেই, তাই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘমাই না।

তবে অাপনার দেয়া বুদ্ধিগুলো মাথায় রাখলাম। B-) পরবর্তীতে কাজে লাগাবো।

অাবার এসে, দিক নির্দেশনা দেবার জন্য অনেক ধন্যবাদ।

এবার কিন্তু কা_ভা নজরে নিছে !! :D B-)


সাথে এবং সুস্থ থাকুন-সর্বদা।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

আবু শাকিল বলেছেন: ১ম এবং ২য় পর্ব দেখা ও পড়া হল।
সুমন ভাই রাজ্ঞামাটির আরো পর্ব আসবে নাকি??

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

সুমন কর বলেছেন: রাঙ্গামাটির অারো একটি পর্ব অাসবে। তারপর বান্দরবান নিয়ে। অাসলে ছবি বেশী করে দেবার জন্য পর্ব করে দেয়া। যাতে সুন্দর এবং সংগ্রহে থাকে।

ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো ভ্রমণ পোস্ট।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

কলমের কালি শেষ বলেছেন: ছবিগুলো অসাধারন । ভ্রমন কাহিনী খুব ভালো লাগলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: দেখে ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: অাপনার ভাল লেগেছে, জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

 বলেছেন: পোষ্টে ভালোলাগা রইল ভ্রাতা +

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৫

আলম দীপ্র বলেছেন: অসাধারণ ছবিময় পোস্ট খুব ভালো লাগল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

মামুন রশিদ বলেছেন: কাপ্তাই লেকে ভেসে যেতে দেখতে অসাধারণ লাগলো । অপরুপ রাজবন বিহার আর চাকমা রাজবাড়ি । রাণী তাতু রায়ের সমাধি দেখে আমার ইউনিভার্সিটি বন্ধু চাকমা মেয়ে তাতু'র কথা মনে পড়লো । ছবির ক্যাপশন ভালো লাগছে ।


চমৎকার পোস্টে ভালোলাগা++

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: যাক, অামার পোস্টের জন্য অাপনার বন্ধুকে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ প্রাপ‌্য ;) ছবির ক্যাপশন ভাল লেগেছে, জেনে খুশি হলাম।

কিন্তু ১৩নং ছবিটি না এসে ১২নংটি অাবার এসেছিল X(( মাত্র ঠিক করে দিলাম। অাপনে কন নাই ক্যান?? নাকি বন্ধুর কথা মনে হইছে অার সব ভুলে গেলেন !! !:#P

সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





যেমন বর্ণনা সেরকম তার ছবি।
১ থেকে ৫ পর্যন্ত ছবিগুলোতে মন হারিয়ে যায়... :)


অনিন্দ্য সুন্দর পোস্টটির জন্য আপনাকে অনিন্দ্য কৃতজ্ঞতা, সুমন কর :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

সুমন কর বলেছেন: অাপনার কাছে ভাল লেগেছে, তাহলে তো ভ্রমণ এবং পোস্ট সার্থক :D

পাশে থাকার জন্য অনিন্দ্য সুন্দর ধন্যবাদ।

ভালো থাকুন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাই।

লেখা, ছবি- দুটো অংশই চিত্তাকর্ষক।

বিশেষত মেঘের ছবিটা। অসাধারণ!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: চিত্তাকর্ষক কিনা জানি না ! তবে সহজ করে অভিজ্ঞতাসমূহ লিখে রাখা অার শেয়ার করা।

ভালো থাকুন। অবিরাম।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

ইমিনা বলেছেন: আপনার ছবি আর বর্ণনায় চোখ রেখে আমিও রাঙ্গামাটি ঘুরে এলাম :) :)

দারুন পোস্ট। অনেক ভালোলাগা রইলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: খুব চমৎকার পোস্ট দাদা।

পরের টা জন্য অপেক্ষা.....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ রাত্রি।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

জুন বলেছেন: বহুবার দেখা রাঙ্গামাটি আবার আপনার চোখে দেখলাম । কিন্ত রাঙ্গামাটির প্রতি ভালোলাগার একটুও হেরফের ঘটেনি সুমন কর।
+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: অাপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালই লাগল। কারণ অাপনার ভ্রমণ অভিজ্ঞতা সবচেয়ে বেশী।

ভালো থাকুন।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: বহুবার দেখেছি, আপনার সুবাদে অপুর্ব সব ছবি নিয়ে আবার দেখলুম, ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

সুমন কর বলেছেন: অাবার সময় করে দেখার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা ভ্রমন ব্লগ পড়লাম। ভালোই লাগল। আমি বর্ষা আর শীত দুই ঋতুতেই বেড়াতে গিয়েছিলাম। বলা বাহুল্য দুইটার সৌন্দর্য দুই রকম। তবে এটা এমনটা প্লেস, আপনি যখনই যান না কেন, ভালো লাগবেই। :)

দেশের পর্যটন বিভাগ যদি একটু চাইত, এই স্থানটা আরো অনেক বেশি চমৎকার এবং পর্যটককে আকর্ষন করতে পারত!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

সুমন কর বলেছেন: অারে কা_ভা ভাই যে !!! B-) অাপনি তো অামার ব্লগে অাসা ভুলেই গেছেন। /:) অনেক দিন পর এসেছেন, ভাল লাগল।

অার যা বলেছেন, সহমত। এটা এমনটা প্লেস, আপনি যখনই যান না কেন, ভালো লাগবেই।

দেশের পর্যটন বিভাগের সুমতি হবে-এটা অাশা করা ছাড়া উপায় নাই !! দেখা যাক, কবে সে অাশা পূরণ হবে !! X(

ভালো থাকুন।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

জাদিদ বলেছেন: আরে না না সুমন দা! আমি আপনার লেখা সবই পড়ি। কিন্তু আসলে এত ব্যস্ত ছিলাম কিছু দিন যে ব্লগে ঠিক ভাবে টাইম দিতে পারছিলাম না! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৩

সুমন কর বলেছেন: আপনার মাল্টি নিক থেকে আমিই ১ম মন্তব্য পেলাম। ;) ভাল।।।

আমি জানি, আপনি পাশে আছেন। ব্যস্ততা কেঁটে যাক তাড়াতাড়ি।।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

সুমন কর বলেছেন: আশা করি, ভালো আছেন। !:#P অনেক ধন্যবাদ।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

মাহফুজ তানজিল বলেছেন: ছবিগুলো অসাধারণ হয়েছে। একেবারে জীবন্ত।
যাওয়ার লোভ হচ্ছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন। আনেক ধন্যবাদ।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

লিরিকস বলেছেন: অনেক সুন্দর ছবি :) :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

খেলাঘর বলেছেন:

সুন্দর আমাদের দেশ।

মানুষের দরকার স্বাচ্ছন্দ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: ভালো এবং সত্য বলেছেন। অনেক ধন্যবাদ।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

ডট কম ০০৯ বলেছেন: বেড়ানো মনের জন্য ভাল।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: হয়তো !!! ভালো থাকুন এবং অনেক ধন্যবাদ।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার ভ্রমন ব্লগ! কিছুক্ষনের জন্য ঘুরে আসা হল রাঙামাটি থেকে!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: সময় করে দেখার জন্য ধন্যবাদ।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

নুরএমডিচৌধূরী বলেছেন: বাংলার রুপ আমি দেখিয়াছি ভাই
পৃথিবীর রুপ খুজিতে চাইনা আর
পোষ্টে++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

সুমন কর বলেছেন: ভালো থাকুন এবং অনেক ধন্যবাদ।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

কালের সময় বলেছেন: একটি সুন্দর ভ্রমণ পোস্ট ভাই ভাল লাগলো সময় পেলে গুরে আসবো । ;)

১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: অবশ্যই, সময় পেলে ঘুরে আসুন। আনেক ধন্যবাদ।

২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মাসুদ ০০৭ বলেছেন: খুব ভল লাগলো স্যার , আমি ও গুরে আসলাম কিছু দিন আগে , আমার সৃতিটা চাঙ্গা হল ছবি গুল দেখে

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থেকো।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: ছবিগুলি দেখে মন উড়ে যায় খোলা হাওয়ায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১

সুমন কর বলেছেন: ভালো থাকুন এবং অনেক ধন্যবাদ।

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

আরজু পনি বলেছেন:

২২ নম্বরে মেঘের ছবিটা দারুন লাগলো ।

রাঙামাটি না যাবার কষ্টটা আপনার পোস্ট দেখে মাথা চাড়া দিয়ে উঠলো ।

অনেক শুভেচ্ছা রইল, সুমন ।।

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ভাগ্যক্রমে ও ছবিটি তুলতে পেরেছিলাম।

সময় করে একবার ঘুরে অাসুন। ভাল লাগবে।

শুভ রাত্রি।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৮

খেলাঘর বলেছেন:


রাংগামাটির বাসিন্দাদের জীবনকে অতীস্ট করে ফেলেছে বাহিরের লোকজন।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: অামার মনে হয়, অাপনার ধারনা ভুল। কারণ তারা বেশ অান্তরিক এবং মিশুক। একবার ঘুরে অাসলে বুঝতে পারবেন।

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগ দিবস!!! !:#P !:#P !:#P

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: দেখা হয়ে গেল !! ;) ভাল লাগল।

৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৪

বাংলার পথিক বলেছেন: রাংগামাটিযে এত সুন্দর তা জানা ছিলো না ।যাইহোক ইচ্ছা জেগে গেলো ঐখানে ঘুরে আসার । সময় পেলে কখনো অবশ্যেই যাবো ।অসাধারণ লাগলো । আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ভ্রমণ শেয়ার করার জন্য B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। সময় করে ঘুরে আসুন, ভাল লাগবে।

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

এমএম মিন্টু বলেছেন: এখানেে এক ক্লিক করে চলে যান আরেকটি মজার জায়গায় :-/ :-/

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: মন্তব্য করে আসলাম। ;)

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

দুঃখিত সুমন কর দা। দেখা হয়েছিলো বটে কিন্তু আপনার সাথে মন খুলে আড্ডা দেয়া হলো না।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: আশা করি, পরর্বতী দেখাতে মন খুলে আড্ডা দেয়া যাবে। সবার সাথে দেখা হয়েছি, এটা অনেক খুশির ব্যাপার।

ভালো থেকো।

৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার। ছবিতে লেখাতে না গিয়েও মনে হল সশরীরে একচক্কর হয়ে গেল । :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৬

এমএম মিন্টু বলেছেন: এখানে ক্লিক করুন

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: ক্লিক করে অাসলাম, ভাল কাজ।

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

লিরিকস বলেছেন: পরের টা কবে আসবে ভাইয়া?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: অাগামী বছরের প্রথম মাসে চলে অাসবে।

ভালো থাকুন।

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চতুর্দশ ভালোলাগা আর পঁচাত্তরতম মন্তব্য!!! আমি এতো পেছনে কেন?

পোস্টে +++++ , চমৎকার বর্ণনা'র সাথে ছবি... তবে কাপ্তাই থেকে বৈঠা চালিত নৌকায় লেকে বেড়ানো বেশী উপভোগ্য এবং প্রকৃতির রূপও অসাম! ওখানে বরকল বলে একটা জায়গা আছে, অদ্ভুত সুন্দর একটা এলাকা।

শুভকামনা রইল বন্ধু।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: তাতে কি, বন্ধু এসেছে, এতেই খুশি ! B-)

অাপনিও হয়তো কিছুদিন ব্যস্ত ছিলেন। জায়গাটা অাসলেই সুন্দর।


একটু ঝামেলায় আছি, সময় করে পরের পর্বটা দিতে হবে। সেখানে বরকলের বর্ণনা থাকবে।

৩৯| ২০ শে মে, ২০১৫ দুপুর ১২:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আমি যখন প্রথম যাই, তখন অনেক পিচ্চি, ক্লাস ফাইভে পড়ি। পাহাড়ের অবস্থা ভালো ছিলোনা। সন্ধ্যার পর যান চলাচল বন্ধ হয়ে যাইতো। এখন তো অনেকই ভালো। তখন যাওয়াও বেশ কস্ট ছিলো। এখন তো থাকাও সোজা আর যাওয়া আসার অবস্থাও অনেক ভালো। তবে আগের অকৃত্তিম অবস্থার অনেক পরিবর্তন হইছে।

পোস্টে ভালোলাগা।

২০ শে মে, ২০১৫ দুপুর ১:১৩

সুমন কর বলেছেন: আপনি সময় করে এ পোস্টে আসার জন্য ধন্যবাদ। আশা করি, এ পোস্টটি আপনার ভালো লেগেছে। ;)

আপনি যেহেতু পিচ্চিকালে গিয়েছেন, তাহলে আবার ঘুরে আসুন। অনেক পরিবর্তন হয়েছে। কারণ এখন পর্যটক সংখ্যা বেশী তাই একটু সাজানো হয়েছে। থাকা-খাওয়ার ব্যবস্থাও ভাল।

শুভ দুপুর।

৪০| ২০ শে মে, ২০১৫ দুপুর ১:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
প্রথম গেছি পিচ্চিকালে, এরপর বড় হয়ে বারবার যাইতে হইছে। কারনে অকারনে। :)

২০ শে মে, ২০১৫ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: তাহলে তো অনেক ভালো। আমাদের এমন সৌভাগ্য নেই :((

ভালো থাকুন।

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৬

পুলহ বলেছেন: আমি গিয়েছিলাম সাত বছর আগে, সে স্মৃতিই মনে পড়লো....
মেঘের ছবিটা বর্ণনার অতীত সুন্দর।
পোস্টে ভালো লাগা রইলো দাদা।

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকা হোক....

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল আপনার এই পর্ব। আমরা এগুলোর কিছুই দেখতে পারি নাই!! :(

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

সুমন কর বলেছেন: বলেন কি !! থাক, পরের বার দেখে আসবেন। ;)

সময় করে দেখার জন্য ধন্যবাদ।

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ, ১৮তম ++।
বেশী ভাল লাগা ছবিঃ ছায়া (১), খোলা আকাশ (৩), মেঘ (২২), বয়ে চলা (২৩)

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.