| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
  
১। নাটক।
আত্মহত্যাকে কিছু শিক্ষিত মেয়ে উচ্চ মার্গীয় ফ্যাশানে নিয়ে গেছে। ওরা একগাদা ঘুমের ঔষুধ খেয়ে দেশীয় পদ্ধতিগুলোকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বৃথা মরার চেষ্টা করে আর স্বামী কিংবা বাবার দীর্ঘদিনের জমানো সঞ্চয়ের গ্রাফকে একটানে নিচে নামিয়ে দেয় এবং ওদের কাছে সামাজিক মূল্যবোধের মূল্য প্রায় শূন্যের কাছাকাছি। ওরা শিক্ষিত তাই পারিবারিক ঝামেলার চেয়ে ব্যক্তিগত সমস্যাই প্রধান কারণ এবং অধিকাংশ ক্ষেত্রে প্রেম বা পরকীয়াই ওদের আত্মহত্যার দিকে নিয়ে যায়। 
ভালো কথা, আত্মহত্যার আগে ওরা পারিবারিক কারোর সাথে নাটক করতে পছন্দ করে এবং মনে করে এতে ওদের প্রেম বা পরকীয়ার ঘটনা ঢাকা পড়ে যাবে। খুব সহজেই স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ী, ননদ-দেবর, ভাই-বোন কিংবা পিতা-মাতা যে কারোর উপর আত্মহত্যার কারণ চাপিয়ে দেয়া যাবে। 
ব্যস হয়ে গেল, এক বিশাল নাটক। তিনি এখন সবার অনুকম্পা পাবে। দর্শকরা চুপ করে বসুন, আবার দুই-তিন কিংবা চার বছর পর দেখা যাবে এ নাটকের পরবর্তী পর্ব। 
 
২। নকল।  
উনার একটা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। আর এটা নিয়ে উনার গর্বের কোন শেষ নেই। আসলে গর্ব নয়, অহংকার। মিথ্যে অহংকার। যেটা প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো করে না। এসব ভুয়াদের জন্যই প্রকৃতরা তাঁদের প্রাপ্যা সম্মান পাচ্ছে না। 
ভুয়া সনদধারীরা হাটে-মাঠে-ঘাটে-বাজারে সব জায়গায় মিথ্যে বড়াই করে খুব শান্তি পান এবং জোড় গলায় জাহির করে তারা মুক্তিযোদ্ধা। তাদের চোখে কান্না তৈরি করাই থাকে। যখন-তখন সবার সামনে কেঁদে বলে উঠে, তারা মুক্তিযোদ্ধা। এখন তারা বিশেষ সুবিধা চান। কোটা চান। যদিও সরকার তাদের মাসিক অর্থায়নের একটা ব্যবস্থা করেছে। যার জন্য বেড়েছে এসব ভুয়া মুক্তিযোদ্ধা এবং তাদের জন্যই আজ প্রকৃত মুক্তিযোদ্ধারা বঞ্চিত। এরা আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। সাবধান। 
তাই সবাই বলে উঠুন, জয়তু নকল।
৩। অক্ষম।
না, পারলাম না ! অনেক চেষ্টা করেও কাজটি করার সাহস হলো না। বরং অন্য এক সাহস এসে, বুকে ভর করল। অবাক হবার মতো। খুন করব। খুব অপছন্দের এবং খুব বেশি অন্যায় করেছিল যারা। আমার সাথে। এক দিনে ফন্দি করে যতটা পারি খুন করব। ছক করা শেষ। ভিক্টিমদের ফোন করে সুবিধা মতো জায়গায় আসতে বলব, না আসলে আমিই যাব। যেতেই হবে। কিচ্ছু করার নেই। এক খুন করে পালিয়ে অন্য শিকারে যাবো। ধরা পরার কোন ভয় নেই। পরলে, পরব। 
তারপর আর কি, আমাকে জেলে নিয়ে যাবে ! জিজ্ঞেস করবে, কেন খুন করেছি? বলে দেব, আমি ফাঁসি চাই। কারণ আমি নিজে এ কাজটি করতে পারিনি। 
আগের অল্প গল্পসমূহ:
※ অল্প গল্প: পাঁচ
※ অল্প গল্প: তিন
※ অল্প গল্প: এক
 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১২:১৬
সুমন কর বলেছেন: সামু খুব স্লো !! নাকি আমারই স্লো !!  
 
এই অল্প গল্প সিরিজে, সব সময় সমাজের দিকগুলোই প্রাধান্য পায় বা তুলে ধরার চেষ্টা করা হয়। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ২:১১
ভ্রমরের ডানা বলেছেন: 
বাস্তবিক গল্প। সমাজের অসংগতি গুলোর সাথে দারুণ মিলে গেছে। নৈতিকতা অবক্ষয় আরকি। 
খুব ভাল লাগা সুমন ভাই। আর হ্যা সামু স্লো। সাথে কোন নোটিফিকেশনও পাই না।অদ্ভুত।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:০৪
সুমন কর বলেছেন: সমাজের অসংগতিগুলো তুলে ধরার চেষ্টা আর কি !! শিক্ষিত মানুষদের নৈতিকতার অবক্ষয় দেখলে মেজাজটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। 
আমিও কোন নোটিফিকেশনও পাই না।  
  
শুভ সকাল।
৩| 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ২:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । সামু আসলেই খুব স্লো যাচ্ছে । অনেক জায়গায় মন্তব্য লিখে পোস্ট করার পরে ৫০২ বেড ওয়ে মেসেজ আসছে সাথে লিখাটিও গায়েব । আমার লিখা মন্তব্যগুলি মোটামোটি মোটা সাইজের হয় । পরিশ্রমটাই বৃথা হয়ে যায় । তাই এখন মনে হচ্চে কোন লিখার উপরে দুই এক কথার মন্তব্যের মধ্যেই শেষ করা ভাল ।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:০৯
সুমন কর বলেছেন: সামুর সার্ভার স্লো'র কারণে কাল পোস্ট দিতেও তিন বার সমস্যার সম্মুখিন হয়েছি। আর মন্তব্য লোড হতেও খুব দেরী হয়। সমাধান চাই। 
পোস্টে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৪| 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ৩:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: 
বাস্তবকে সাথে জড়িয়ে লেখা তিনটা গল্পই চমৎকার লেগেছে।
এক নিয়ে কী বলব? আক্ষেপই লাগে।
দুই নিয়ে - প্রকৃতরা গর্ব করে, আর ভুয়ারা করে অহঙ্কার।
+
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:১০
সুমন কর বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
৫| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০২
বিলিয়ার রহমান বলেছেন: ব্যস হয়ে গেল, এক বিশাল নাটক। তিনি এখন সবার অনুকম্পা পাবে। দর্শকরা চুপ করে বসুন, আবার দুই-তিন কিংবা চার বছর পর দেখা যাবে এ নাটকের পরবর্তী পর্ব। 
  
 
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:১২
সুমন কর বলেছেন: বিশ্বাস হচ্ছে না, অপেক্ষা করুন....পরের পর্ব আসছে..... 
 
পড়ার জন্য ধন্যবাদ।
৬| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:০৩
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক! ![]()
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:১২
সুমন কর বলেছেন: আহ্....ধন্যবাদ।  ![]()
৭| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ছিলো ।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৮| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:২৩
হাসান মাহবুব বলেছেন: প্রথম দুইটাকে ঠিক গল্প বলা যায় না। সমসাময়িক সমাজ বাস্তবতা। ভালো লাগলো। শেষের মিনি থ্রিলারটা যে আমার ভালো লাগবে এটা তো বলাই বাহুল্য  ![]()
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:২১
সুমন কর বলেছেন: সমসাময়িক সমাজ বাস্তবতা। -- এটাই কিন্তু অল্প গল্পের বিষয়বস্তু। গল্পের পল্টগুলোতে চরিত্র দিলেই, আসল গল্প হয়ে যাবে। শেষটি আপনার জন্যই।  
 
ধন্যবাদ।
৯| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১০:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষের টা দারুণ ছিল। 
প্রথম দুটো মনে করিয়ে দিল আমরা স্রোতহীন জাতিতে পরিণত হচ্ছি। এবার অন্যদের পালা। যেদিকে নেবে সেদিকে যাবো। লাফালে লাফাবো। নাচলে নাচবো। +
দাদা, ফেবুতে নক করেছি।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  সকাল ১১:২৪
সুমন কর বলেছেন: ভালো বলেছো। ভালো থেকো।
১০| 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: ২ টা গল্প বলব না । ৩ টা ভাল লেগেছে বেশি ।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: ভালো থেকো। ধন্যবাদ।
১১| 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৫৪
কানিজ রিনা বলেছেন: সত্য কথাই তুলে ধরেছেন। আসল মুক্তি
যোদ্ধা আর কয় জন আছে। আমিত দেখি
পুরুষরা সংখ্যায় অনেক বেশী নকল মুক্তি
যোদ্ধা, হয়ত এরাই তাদের বৌদের নকল
মুক্তি যোদ্ধা সাজায়ে বসে আছে।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: '৭১ সালে যাদের বয়স ১/২ ছিল, তারাও নাকি মুক্তিযোদ্ধা !! এমন ভুয়া মুক্তিযোদ্ধা অনেক। কিন্তু প্রতিকার বা সমাধানের প্রকৃত ব্যবস্থা নেই।
পড়ার জন্য ধন্যবাদ।
১২| 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:০৯
কানিজ রিনা বলেছেন: মেয়েরা পরকীয়া করে বিলাসিতার কারনে
অভাবী স্বামী বা ঘরে অভাব সয্য হয়না।
আর এদের জন্য পয়সা ওয়ালা পুরুষ ফাঁদ
পেতেই রাখে। এই সব নারী পুরুষ আলাদা।
এরা জঘন্য চরিত্রের নারী পুরুষ।
 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: বিলাসিতা + নৈতিক অবক্ষয়ই বেশী দায়ী। ঘরে অভাব মাঝে মাঝে গৌণ হয়ে যায়। তারা শিক্ষিত হয়েও স্বামী-সন্তান ঘরে ফেলে পর-পুরুষের সাথে প্রেম করে + বাহিরে ঘোরাঘুরি করে + সারা দিন (রাত) কথা বলে + .......
আবার শিক্ষিত হয়েও অাত্মহত্যার নাটক করে!! এদের জন্য দয়া বা করুনা হয় না, বরং ঘৃণা হয়।  
ভালো থাকুন।
১৩| 
০৬ ই অক্টোবর, ২০১৬  দুপুর ২:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভলো হয়ছে লেখা
 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ১২:৩৬
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। শুভ রাত্রি।
ধন্যবাদ।
১৪| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাপিত জীবনেরেই খন্ডচিত্র যেন!
দারুন ++++++++++++++++++
 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ১২:৩৮
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।
১৫| 
০৬ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: তিন নম্বরটা অসাধারণ লেগেছে ।
 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ১২:৪০
সুমন কর বলেছেন: হুম, ভালো লেগেছে জেনে খুশি হলাম। 
ধন্যবাদ।
১৬| 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:০৯
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
প্রথম দু'টো লেখা পড়ার পড়ে মনে হয়েছিলো প্রশ্ন করি , ও দু'টোকে গল্প বলা যাবে কিনা । 
শেষে মন্তব্যের ঘরে দেখি হাসান মাহবুব আমার কথাটিই বলে গেছেন । উত্তরে যা বললেন তাতে মন ভরেনি । ও দু'টো তো সচেতন বাণীর মতো মনে হলো । হ্যাঁ... পাত্রপাত্রী থাকলে আর বলার ধরনটা পাল্টালে গল্প হতো । কিন্তু  শিরোনামে অল্প গল্প : থাকাতেই যতো বিপত্তি । 
তবে শেষেরটিকে নিঃসন্দেহে "অল্প গল্প" বা  " অনু গল্প " বলা যাবে । এটা ভালো লেগেছে । 
সামু রকমারী ঝামেলা দিচ্ছে । তাই এতটুকুই ।  শুভেচ্ছান্তে । 
 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ১:১৭
সুমন কর বলেছেন: অল্প গল্পগুলো যেভাবে লেখা হচ্ছে, সে হিসেবে এক অবশ্যই অল্প গল্প। এখানে কিছু বিষয়কে তুলে ধরা হয়েছে। চরিত্র দিয়ে বর্ণনা করলেই গল্প হয়ে যাবে। পাত্রপাত্রী থাকলে আর বলার ধরনটা পাল্টালে গল্প হতো। ধরুন, সখিনা তার স্বামী-সন্তান ফেলে আবুলের সাথে দীর্ঘদিন ধরে প্রেম করে। এদের চরিত্র খারাপ বৈকি ভালো নয়। সখিনা আবার শিক্ষিত এবং সুস্থ মস্তিষ্কের। তার পরেও বিভিন্ন কারণে আত্মহত্যা করে। পরিবারের কারো'র উপর এ দায় চাপানোর চেষ্টা করে। যাতে পরকীয়ার জামেলা সহজেই অন্য দিকে নিতে পারে এবং কয়েক বছর পর, আবার একই কাজ করে। এতে কি হয়, স্বামী কিংবা বাবার টাকা নষ্ট হয় ! পরিবারের সামাজিক স্ট্যাটাস নষ্ট হয়। সে আবার কয়েক বছর পর, আত্মহত্যার চেষ্টা করে কিংবা করবে ! .......সুন্দর ভাবে সাজালে হবে কি? 
দ্বিতীয়টিতে, একটি চরিত্রকে মাথায় রেখে লিখেছি। যেটা আগের অল্প গল্পগুলোতেও খুঁজে পাওয়া যাবে। ধরুন, আক্কাস একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাই সুযোগ-সুবিধা এবং টাকার দিকেই তার লোভ বা দৃষ্টি। সে সবখানে সুবিধা নিতে চায়। বিভিন্ন অফিস-কাচারিতে এরা মায়া কান্না করে সুবিধা পাওয়ার জন্য। বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের প্রায় ১০ হাজারের কাছাকাছি মাসিক টাকা দিচ্ছে। তাই বেড়েছে এবং বেড়ে চলছে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা। ............
শেষেরটির মতো বাকি দু'টোতে, চরিত্রকে কেন্দ্র করে একটু চিন্তা করলেই গল্প খুঁজে পেতেন। 
অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। এভাবেই পাশে চাই সব সময়। ভালো-খারাপ একটা আলোচনা করা যেতেই পারে। যেটা সত্যিকারের ব্লগিং সহায়ক। 
শুভ রাত্রি।
১৭| 
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১০:২৯
ঢাকাবাসী বলেছেন: সথ্য কথা বটে। তবে অবক্ষয় এখন এমন পর্যায়ে গেছে যে ওখান থেকে উত্তরণ আর সম্ভব না! ধ্বংশ অনিবার্য।
 
০৭ ই অক্টোবর, ২০১৬  রাত ১:২০
সুমন কর বলেছেন: ধ্বংশ অনিবার্য। -- এদের ধ্বংশই চাই। 
ধন্যবাদ। শুভ রাত্রি।
১৮| 
০৭ ই অক্টোবর, ২০১৬  সকাল ৭:৪৪
নীলপরি বলেছেন: তিনটে গল্পই অসাধারণ লাগলো । ++
 
০৭ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।
১৯| 
০৭ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটাই চমৎকার ! ১-৩ বেশি ।
 
০৭ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।
২০| 
০৭ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৩০
হাতুড়ে লেখক বলেছেন: তিন নং টা আমার গল্পের থিমের সাথে কিছুটা মিলে গেছে।
সুইসাইড:
মারা যাবার ঠিক ৩০ সেকেন্ড পরেই কাংশু মিয়া ওঠে দাঁড়িয়ে তার আততায়ীকে ডেকে বলল,
-"গুলি করার জন্য ধন্যবাদ! সুইসাইড করার সাহস পাইতেসিলাম নাহ!"
ভাল লেগেছে তিনটাই। শুভ কামনা সুমন দা।
 
০৭ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: ৩ নং লিখেছিলাম, ৩ মাস আগে। ১ আর ২ নং আগষ্ট মাসে। 
থিম হয়তো মিল কিন্তু প্লট ভিন্ন। 
ধন্যবাদ। শুভ দুপুর।
২১| 
০৮ ই অক্টোবর, ২০১৬  সকাল ৮:১৯
রাজসোহান বলেছেন: দারুণ। গল্প লেখকদের বরাবর হিংসা!
 
০৮ ই অক্টোবর, ২০১৬  সকাল ৮:৫১
সুমন কর বলেছেন: যতটুকু মনে পড়ে, আপনার লাইক প্রথম পেলাম। ধন্যবাদ। 
ভালো থাকুন। শুভ সকাল।
২২| 
০৯ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:০৫
অঞ্জন ঝনঝন বলেছেন: অফটপিকঃ আমার সর্বশেষ পোস্ট  "আসুন প্রোগ্রামিং এর জগতে যাত্রা শুরু করি।প্রোগ্রামিং শিখুন মাতৃভাষা বাংলায়।" যেটিতে আপনি মন্তব্য করেছিলেন। ব্লগ কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে
 বিজ্ঞাপনের অভিযোগে। অনেকেই তো বই রিভিউ দেয় আমিও এর আগে দুইটা বই নিয়ে লিখেছি কিন্তু এক্ষেত্রে এমন পদক্ষেপের কারণটা একটু বুঝিয়ে বলুন  ভাই। আমি নতুন বলে বুঝতে পারলামনা।
এত সময় ব্যয় করে পোস্টটা লিখলাম! খারাপ লাগছে বিষয়টা
 
০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৩
সুমন কর বলেছেন: খারাপ লাগাটাই স্বাভাবিক। আর এমন তো হবার কথা নয়। যেহেতু এটি ছিল প্রোগামিং-এর বই। হ্যাকিং তো নয়। আপনি উনাদের মেইলে বিষয়টি অবগত করতে পারেন। 
শুভকামনা রইলো। 
২৩| 
০৯ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:৫৫
জুন বলেছেন: সুমন কর আমার অত্যন্ত ঘনিষ্ট একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি নয়মাসের মধ্যে সাতমাসই পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন । ব্যক্তিগত জীবনে অনেক টানা পোড়েনের ভেতর দিয়ে চলছে তারপর এই গর্বের বিষয়টিকে গর্ব হিসেবেই উচ্চাসনে রেখেছে,  এ থেকে কোন সুযোগ সুবিধাই নেননি আজ পর্যন্ত। আরেকজনকে চিনি যিনি ভুয়া সনদ এনে চাকরী এক্সেটেনশন করেছিলেন। 
ভালোলাগলো আপনার সমাজ সচেতন করা অনু গল্প।  
+
 
০৯ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৮
সুমন কর বলেছেন: প্রথম জনের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আর ২য় জনদের জন্য আক্ষেপ করা ছাড়া, কিছুই করার নেই। 
সময় করে পড়ার জন্য ধন্যবাদ।
২৪| 
১০ ই অক্টোবর, ২০১৬  সকাল ৯:২৫
মেহেদী রবিন বলেছেন: পুরানো কথাগুলোতেই নতুন আঙ্গিকের স্পর্শ। ভালো লেগেছে
 
১০ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২৫| 
১০ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:০৫
অদৃশ্য বলেছেন: 
ভালো লেগেছে সুমন দা... তবে কিছুটা ঢিলঢিলে হয়ে গ্যাছে মনে হচ্ছে...
শুভকামনা..।
 
১০ ই অক্টোবর, ২০১৬  রাত ৮:৩০
সুমন কর বলেছেন: আগামী পর্বে টাইট দেবার চেষ্টা করব.......হাহাহা
ধন্যবাদ, ভালো থাকুন।
২৬| 
১১ ই অক্টোবর, ২০১৬  রাত ১:৩৭
কবীর বলেছেন: পড়ে ভালো লেগেছে ।।
শারদীয় শুভেচ্ছা রইল দাদা।
 
১১ ই অক্টোবর, ২০১৬  রাত ১:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি। 
আপনার প্রতিও রইলো শারদীয় শুভেচ্ছা।
২৭| 
১১ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:১১
দু:স্বপ্ন০০৭ বলেছেন: কি খবর সুমন "কর" ?
 
১১ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
সুমন কর বলেছেন: সত্যি বলছি, মন ভালো নেই। 
জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ।
২৮| 
১১ ই অক্টোবর, ২০১৬  রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে আপনার "অল্প গল্প"। ২ নং টাকে অনেকে গল্প বলতে না চাইলেও আপনার বক্তব্যের থীম অনুযায়ী এসব চরিত্র আমাদের জানাশোনা, আমাদের চারপাশেই ঘুর ঘুর করে। হঠাৎ করে নতুন নতুন 'মুক্তিযোদ্ধা' গজিয়ে উঠছে, ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ কোনঠাসা। সরকারী সুযোগ সুবিধেগুলোও সব প্রাগুক্তদের পকেটেই যাচ্ছে।
 
১২ ই অক্টোবর, ২০১৬  দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন। 
ধন্যবাদ।
২৯| 
১৭ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৪:৪৬
আনু মোল্লাহ বলেছেন: শেষের গল্পটি ভাল লেগেছে বেশি। প্রথম দুটি গল্পের চেয়ে সামাজিক ছবিই ফুটে এসেছে বেশি।
অজস্র ধন্যবাদ ও শুভকামনা রইল। 
 
১৭ ই অক্টোবর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩১
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৩০| 
২৫ শে অক্টোবর, ২০১৬  দুপুর ১২:০২
প্রামানিক বলেছেন: বাস্তবতার আলোকে লেখা তিনটা গল্পই ভালো লাগল। ধন্যবাদ
 
২৫ শে অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৪৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।
৩১| 
০৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ১২:০৯
ভাবনা পায়েল বলেছেন: পড়ে ভালো লেগেছে।
 
০৭ ই নভেম্বর, ২০১৬  দুপুর ১:৪৬
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৩২| 
১১ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৩:১২
গেম চেঞ্জার বলেছেন: শেষেরটা জোশ!! শেষের ২ লাইনে কিছুটা কৌতুকময় হয়ে গেছে! 
 এখানে আরো সাসপেন্স/থ্রিলিং দিলে আরো মজা হতো!
গল্পগুচ্ছে (+)
 
১১ ই নভেম্বর, ২০১৬  বিকাল ৩:৩৪
সুমন কর বলেছেন: অল্প করে লেখা আর কি !! পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩৩| 
২৪ শে নভেম্বর, ২০১৬  রাত ১২:০৪
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: একটু সহযোগিতা চাই......
সামুতে প্রথম পাতায় লিখার সুযোগ চাই। 
সহযোগিতা করুন প্লিজ।
 
২৪ শে নভেম্বর, ২০১৬  রাত ১২:৩৫
সুমন কর বলেছেন: আপনার ব্লগিং বয়স ১৫ দিন (এখন পর্যন্ত)। এতো দিনে তো লেখা প্রথম পাতায় চলে আসার কথা। আরো একটু অপেক্ষা করুন কিংবা দারুণ একটি পোস্ট দিন কিংবা একটি ছবি ব্লগ দিয়ে দেখতে পারেন। 
শুভ কামনা রইলো। ধন্যবাদ।
৩৪| 
২৫ শে নভেম্বর, ২০১৬  রাত ২:১১
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: আমার লেখা গুলো হয়তো ব্লগের প্রথম পাতায় প্রকাশ যোগ্য নয়!
 
২৫ শে নভেম্বর, ২০১৬  দুপুর ১:৩৩
সুমন কর বলেছেন: আরে কি যে বলেন, তা নয়। অবশ্যই  প্রথম পাতায় প্রকাশিত হবে। একটু অপেক্ষা করুন এবং লিখতে থাকুন। অথবা আপনি ওদের একটা মেইল করতে পারেন যে, "আপনার ৭দিন অতিক্রম হয়েছে।"  
আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬  রাত ১২:০০
ডঃ এম এ আলী বলেছেন: তিনটি গল্পই ভাল লেগেছে । অল্প কথায় সমসাময়িক বেশ কিছু বিষয়ের অবতারনা করা হয়েছে ।
সমাজে সকলের শুভ বুদ্ধির উদয়ে গল্পগুলি একটি প্রভাব রাখতে পারে ।
শুভেচ্ছা রইল ।