নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ: Turtles Can Fly (2004)।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮



Name: Turtles Can Fly (2004)
Original Title: Lakposhtha Parvaz Mikonand
Director and Writer: Bahman Ghobadi
Release Date: 23 February 2005 (France)
Language: Kurdish | Arabic | English
Run Time: 98 min.
Genre: Drama, War
IMDb Rating: 8.1

Stars:
Soran Ebrahim as Satellite
Avaz Latif as Agrin
Hiresh Feysal Rahman as Hengov
Abdol Rahman Karim as Riga

কাহিনী:
ইরাকি-তুর্কি সীমান্তে, কুর্দি শরণার্থী শিবিরে রিফুজি বালকদের নেতা স্যাটেলাইটের কাহিনী হলো Turtles Can Fly| স্যাটেলাইট আমেরিকার অবিস্ফোরিত হওয়া মাইনগুলো মাঠ থেকে খুঁজে বের করার জন্য অন্য বালকদের নির্দেশ দিত এবং স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করত। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কাজ সে করত, তা ছিল রিফুজি ক্যাম্পে যুদ্ধের খরব শোনার জন্য টিভির অ্যান্টেনা ইনস্টল করা। ক্যাম্পের মানুষগুলো ইংরেজি জানত না। স্যাটেলাইট দু’একটি ইংরেজি বাক্য জানত। তাই সবাই, তাকে যুদ্ধের খবর অনুবাদ করে শোনাতে অনুরোধ করত। যদিও সে নিজের মতো বানিয়ে, যা খুশি একটা বলে দিত।


Soran Ebrahim

Halabcheh থেকে Agrin, তার ভাই Hengov (যার দু’হাত নেই) এবং অন্ধ শিশু Riga-কে নিয়ে ক্যাম্পে আসলে ছবি অন্য দিকে মোড় নেয়। স্যাটেলাইট, Agrin এর প্রতি কিছুটা দূর্বল হয়ে পড়ে। সে বিভিন্নভাবে Agrin-কে সাহায্য করার চেষ্টা করে।


Avaz Latif

মানুষ কি আর সত্যি ভবিষ্যত বলতে পারে? যা কিনা বাস্তবে ঘটে ! কিন্তু Hengov এর কিছু ভবিষ্যত বাণী সত্য হয়ে যায়। যেগুলো স্যাটেলাইট ক্যাম্পে প্রচার করে সবাইকে সাবধান কিংবা অবাক করে দিত। কি সেগুলো ?


Hiresh Feysal Rahman

Agrin এবং Hengov এর সাথে থাকা অন্ধ ছেলে তাদের সাথে কিভাবে এলো? তারাই বা কেন এবং কি কারণে ক্যাম্পে আসে? কি হয়েছিল Agrin এর সাথে? কোথায় তাদের অভিবাবক?

Agrin সব সময় Riga-কে ফেলে, চলে যেতে চায়। Riga’র দায়িত্ব নিতে চায় না। কিন্তু Hengov, Riga-কে একা ফেলে যেতে চায় না। কারণ এতো ছোট একটি বাচ্চা কিভাবে একা থাকবে? শেষ পর্যন্ত Riga কি তাদের সাথে থাকবে? নাকি একাই থাকবে?


Abdol Rahman Karim

প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ২০০৫ সালে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, Rotterdam ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (নেদারল্যান্ড) এবং মেক্সিকো সিটি ইন্টারন্যাশনাল সমসাময়িক ফিল্ম ফেস্টিভাল সহ অনেক পুরস্কার জয়ী Turtles Can Fly (2004) মুভিটি দেখতে হবে।

স্যাটেলাইটের সহজ-সরল আর প্রানবন্ত অভিনয়ই মুভিটির প্রাণ। পুরো মুভিতে দারুণ অভিনয় করেছে। Riga-কে মাইন থেকে বাঁচাতে গিয়ে তার পা হারানোর দৃশ্য কিংবা Riga’র শেষ পরিণতি আপনাকে মুগ্ধ করবে।

এ মুভিতে সকল শিশুশিল্পী সত্যিকারের রিফুজি ছিল। সাদ্দামের পতনের পর ইরাকে তৈরিকৃত এটিই প্রথম মুভি। যারা ড্রামা মুভি দেখতে পছন্দ করেন তারা সময় করে Turtles Can Fly (2004) মুভিটি দেখে নিতে পারেন।

মুভিটির পরিচালনা ভালো লেগেছে। মুভির গল্প আর বাচ্চাদের অভিনয় দেখে সত্যি মুগ্ধ হয়েছি। Turtles Can Fly এমন একটি মুভি যার জন্য কোন বিজ্ঞাপন বা প্রচার লাগে না।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৯

জেন রসি বলেছেন: দেখতে হবে। :)

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন, খারাপ লাগবে না। ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৭

গেম চেঞ্জার বলেছেন: সময় করে দেখব! :) লাইফ নিয়া সার্ভাইভ করতে দেখা যায় এমন মুভি আমার পছন্দের ঘরানার!

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: ইংরেজি মুভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ড্রামা মুভি (ইরানী) দেখতে শুরু করলাম...... ;)

ভালো লাগবে, দেখে ফেলুন। ধন্যবাদ।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । একটি লিংক দিলে ভাল হত । যাহোক দেখে আসলাম মুভিটার ১ম পার্ট । চমৎকার হয়েছে আপনার মুভি রিভিউ ।
সেটেলাইট খুব সুন্দরভাবে এন্টেনা স্থাপন করতো । বাকি দৃশ্যগুলিই মনোমুগ্ধকর ।
শুভেচ্ছা রইল ।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: লিংক গুগলে খুজলেই পেয়ে যাবেন। তাছাড়া লিংক দেয়া নিষেধ।

ধন্যবাদ।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার রিভিউ!:)

সময় পেলে অবশ্যই দেখব!:)

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫০

রক্তিম দিগন্ত বলেছেন:
অস্থির মাপের একটা মুভি। বেশ কয়েকবার দেখা হয়ে গেছে ইতিমধ্যেই। পিসিতে আজীবনই থাকবে এই মুভিটা।
ক্ল্যাসিক একটা মুভি।

আপনার রিভিউটা ভাল ছিল। ++

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: আমিও মুভি সংগ্রহ করে রাখি। এক প্রকার নেশা। তাই এটাও থাকবে।

সময় করে রিভিউ পড়ার জন্য ধন্যবাদ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: অল্প কথার রিভিউটা চমৎকার লেগেছে। ছবিটা দেখতে হবে। শেয়ার করবার জন্য ধন্যবাদ সুমন দা।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: রিভিউ পড়ার জন্য ধন্যবাদ। আশা করি, ভালো লাগবে।

অনলাইনে বাংলা সাবসহ পাওয়া যায়, ডাউনলোড করে দিতে পারেন।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬

অন্তু নীল বলেছেন: দেখতে হবে।

সকল শিশুশিল্পী সত্যিকারের রিফুজি বলে আগ্রহ বেড়ে গেল।

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগবে, দেখে ফেলুন। ধন্যবাদ।

অনলাইনে বাংলা সাবসহ পাওয়া যায়, ডাউনলোড করে দিতে পারেন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:
শিশুদের জগৎ মানেই অসাধারণ কিছু। রিভিউ খুব ভাল লেগেছে সুমন ভাই। মুভিটি দেখার আগ্রহ জাগছে!

১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন, খারাপ লাগবে না।

ধন্যবাদ।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: চমৎকার মুভি রিভিউ। খুব ভালো লাগল। ধন্যবাদ

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: দেখে ফেলুন, খারাপ লাগবে না।

ধন্যবাদ।


অ.ট.: অনেক দিন পর, শরীর কেমন আছে?

১০| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: আপনার রিভিউ পড়ে মুভিটা দেখতে ইচ্ছা করছে । দেখে নেবো ।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: অনলাইনে বাংলা সাবসহ পাওয়া যায়, ডাউনলোড করে দিতে পারেন। তাহলে দেখতে আরো ভালো লাগবে।

দেখে ফেলুন, ধন্যবাদ।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ একটা ছবি। ভালো লাগলো পোস্ট।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: পোস্ট ভালো লেগেছে, জেনে খুশি হলাম। ধন্যবাদ।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

মেহেদী রবিন বলেছেন: দেখিনি। তবে এত সুন্দর রিভিউয়ের পর ওয়াচলিস্টে রাখতে বাধ্য। ধন্যবাদ শেয়ারের জন্যে

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন, খারাপ লাগবে না। ভালো থাকুন।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যতিক্রমী মুভি ভালো লাগে।

ভালোলাগা রেখে গেলাম।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪১

জুন বলেছেন: আপনার এই লেখা পড়ার পর সিনেমাটি দেখবো ভাবছি সুমন কর। যদিও এসবে আমার মন খারাপ হয়ে যায় । এই হানাহানির শেষ কবে ভাবছি ।
+

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

সুমন কর বলেছেন: ঘোরাঘুরির ফাঁকে সময় করে দেখে নিতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ।


এবার বুঝি + মিস হয়ে গেল..... :P

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,




আগ্রহ বাড়িয়ে দিলো । আপনার লেখায় বোঝা গেলো তেমন ইচ্ছে থাকলে কচ্ছপেরাও উড়তে পারে ....

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: তবে এ উড়া দেখতে হলে আপনাকে শেষ পর্যন্ত মুভিটি দেখতে হবে........

সাথে থাকার জন্য ধন্যবাদ।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

আরজেসালমান বলেছেন: রিভিউ কারে কয় হেইডা জান?

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: না !!

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

জুন বলেছেন: এবার আর মিস হয়নি সুমন কর।
কি করবো বলুন? এই ৫০২ এর যন্ত্রণায় অস্থির :((

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক বলেছেন !! সবাই বিরক্ত !!
তবে আজ কি একটু ঠিক মনে হচ্ছে ?

আরে আমি তো, আমার আপুরে এমনিই বলি...... ;)

ভালো থাকুন।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ডট কম ০০৯ বলেছেন: মাথায় রাখলাম যদি ডাউনলোড লিঙ্ক পাই তাহলে নামিয়ে দেখে ফেলব ইনশাআল্লাহ।

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, ইংরেজি ও বাংলা সাবসহ।

দেখে ফেলুন। ধন্যবাদ।

২০| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫

আলোরিকা বলেছেন: এ জাতীয় মুভিগুলো আমার খুব পছন্দের । রিভিউ ভাল হয়েছে । দেখব । ভাল থাকুন । শুভকামনা :)

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

২১| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

আমি তুমি আমরা বলেছেন: দেখার ইচ্ছা রইল। পোস্টে একাদশ ভাল লাগা :)

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

সুমন কর বলেছেন: দেখে ফেলো। ধন্যবাদ।

২২| ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: সুমন দার মুভি রিভিউ আজকেই প্রথম পড়লাম ।
মুভিটা দেখার ইচ্ছে আছে ।
ধন্যবাদ ।

২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সুমন কর বলেছেন: হুম, কিন্তু বললেন না, কেমন হলো ?

দেখে ফেলুন, নিরাশ হবেন না। ধন্যবাদ।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: মুভিটা দেখতে হবে ...........

২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১০

প্রণব দেবনাথ বলেছেন: দেখার ইচ্ছে জাগলো ।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: আপনি এসে পড়ে গেলেন, খুশি হলাম। সময় করে দেখে ফেলুন।

ধন্যবাদ।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:২৯

অরুনি মায়া অনু বলেছেন: আপনার পোস্ট থেকে মুভিটির ধারণা পেলাম। ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩

আনু মোল্লাহ বলেছেন: রিভিউ পরে মুভিটি দেখার ইচ্ছে হল।
ধন্যবাদ :)

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: তাহলে রিভিউ সার্থক হয়েছে। ;) দেখে ফেলুন।

ধন্যবাদ।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: ছবিটা এখনো দেখিনি, তবে ছবি সম্পর্কে এ আলোচনাটা পড়ে বুঝতে পারছি, এটা দারুণ একটা ছবি হবে। সময় করে দেখে নেব বলে আশা রাখছি।
রিভিউ হিসেবে এটা সার্থক, কারণ পাঠকের মনে এটা ছবিটা দেখার ব্যাপারে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে। পাঠকের মন্তব্যগুলো থেকে এটা বেশ বোঝা যায়।
লেখায় চতুর্দশ + +

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০২

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

সময় করে দেখে ফেলুন, খারাপ লাগবে না। ভালো থাকুন।

২৮| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: রিভিউ পড়ে ছবি দেখার ইচ্ছা জাগল।

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন। ধন্যবাদ।

২৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: কবিতা কই সুমনদা।

কেমন আছেন?

সিনেমা দেখার সময় পাই না।

২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

সুমন কর বলেছেন: আরে আমি তো মাঝে মাঝে দিয়ে থাকি..........

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।

ধন্যবাদ।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

কল্পদ্রুম বলেছেন: মাত্র কদিন আগেই এক বন্ধুমানুষ মুভিটা দেখার জন্য বললেন।আজকে আপনার এই রিভিউটা পড়ে ভালো লাগলো।দেখে ফেলতে হবে।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: তাহলে আর দেরী কেন...! দেখে ফেলুন।

আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ।

৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২০

জাহিদ হাসান বলেছেন: মুভির নাম শুনে ভেবেছিলাম নিনজা ট্রার্টল টাইপ কোন মুভি হবে- সায়েন্স ফিকশন ঘরানার। কি ভাবি আর কি পাই!
যাহোক, সময় পেলে এই মুভিটি একদিন আয়েশ করে দেখে নিব। B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন। ধন্যবাদ।

৩২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৬

বর্ষন হোমস বলেছেন:
ইন্টারেস্টিং! দেখতে হবে।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা।

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

শাহারিয়ার ইমন বলেছেন: রিভিউ পরে দেখার ইচ্ছা জাগল

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

সুমন কর বলেছেন: সময় করে দেখে ফেলুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.