![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
দুই ঈদে ঢাকার রাস্তা প্রায় খালি থাকে তাই সেই সময় ছাড়া বাহিরে বের হতে ইচ্ছে কিংবা সাহস কোনটাই হয়না। কারণ অসহ্য যানজট আর সময় নষ্ট। ঈদে ফাঁকা রাস্তার সুযোগের সদ্ব্যবহার করে ঘুরে আসাটা অনেক সহজ। তবে যেখানে যাবেন সেখানে প্রচুর লোক সমাগম থাকলেও যাওয়া-আসার সময় বাঁচাতে পারবেন। তাই এবারের কোরবানি ঈদের ছুটিতে সময় করে দুইটি জায়গা ঘুরে এসেছিলাম। প্রথমে যাওয়া হয়েছিল গাজীপুরের সাফারী পার্ক এবং পরে সাহদুল্লাপুর, গোলাপ গ্রাম।
সতর্কতা: আজকাল সামুতে অনেক ছবি পোস্ট আসে কিন্তু শুরুতে কোন কিছু না লিখে একটার পর একটা ছবি দিয়ে যায়। এর ফলে সেই পোস্টটি প্রথম পাতার অনেকটা অংশ দখল করে রাখে। যা দেখতে, খুব খারাপ লাগে। এমনটি না করে, শুরুতে কিছু লিখে কিংবা একটা/দুইটা ছবি দিয়ে আবার কিছু লিখে পোস্ট করলে সে সমস্যাটা আর হবে না। তাই ছবি পোস্ট দেবার ক্ষেত্রে, এইটুকু মনে রাখলে খুশি হবো। শুভ ব্লগিং.....
আসুন এবার কিছু ছবি হয়ে যাক:
০১। শুরু
০২। স্থির
০৩। পাখি ১
০৪। পাখি ২
০৫। পাখি ৩
০৬। পাখি ৪
০৭। পাখি ৫
০৮। পাখি ৬
০৯। ক্লান্ত বাঘ
১০। সংগ্রহ ১
১১। মাছ
১২। সংগ্রহ ২
১৩। রঙিন মাছ
১৪। বন্ধ কুমির
১৫। কালো ভাল্লুক
১৬। ময়ূর
১৭। সিংহ
১৮। হাতি
১৯। প্রজাপ্রতি
২০। কৃত্রিম ঝর্ণা
২১। সৌখিন ব্রীজ
গাজীপুরে সারা দিন ঘুরে ক্লান্ত থাকার কারণে পরের দিন বিশ্রাম নিয়ে বের হলাম গোলাপ গ্রাম ঘুরতে। সেখানে অনেক গোলাপ বাগান ছাড়া আমরা তেমন কিছু পাইনি। শ্রমিকদের থাকার ঘরের পাশে একটি খাঁচায় তিনটি হরিণ এবং অন্য একটি খাঁচায় অসুস্থ একটি কুকুর ছিল। তবে বাহিরে তিন/চারটি সুস্থ পোষ্য কুকুর ছিল। সবই গোলাপ বাগান তাই বিষয় এক থাকার কারণে বেশি ছবি দিলাম না। এতো গোলাপ দেখে বাগান থেকে একশতটি গোলাপ ক্রয় করেছিলাম।
গোলাপ বাগানের কিছু ছবি:
২২। গোলাপ বাগান ১
২৩। গোলাপ বাগান ২
২৪। ঝিঙে গাছ
২৫। আগমন
সবাইকে ধন্যবাদ।
সকল ছবি নিজে সংগৃহীত।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
সুমন কর বলেছেন: হুম, আজকাল সামুতে অধিকাংশ ছবি ব্লগে শুধু ছবিগুলো এ্যাড করে যায়। এতে প্রথম পাতার জায়গা নষ্ট হয় এবং বিশ্রী দেখায়। যেন ছবি এ্যাড করলে বাঁচে !! সামুর কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, সেসব ব্লগারকে বিষয়টা প্রথমে নোটিশ আকারে কিংবা মন্তব্যের ঘরে জানাতে। এরপরেও যদি কাজ না হয়, তবে প্রথম পাতা থেকে সরিয়ে একটি নোটিশ দেয়া।
পোস্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। canon ixus 180।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
পার্কে পশুপাখীগুলোর কি সঠিক যত্ন নেয়?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: ঢাকার চিড়িয়াখানার চেয়ে ভালো।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
মনিরা সুলতানা বলেছেন: দারুণ লেগেছে ,আপনার এভাবে গুছিয়ে ক্যাপশন সহ ছবি ব্লগ!
ছবিগুলো ও ভালো এসছে ;
আমি গোলাপ গ্রামে প্ল্যান করেও যেতে পারিনি এবারে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: গাড়ি নিয়ে খুব সহজে সময় করে ঘুরে আসুন। তবে বাগান ছাড়া তেমন কিছু নেই। প্রচুর রোদ। আসার সময় গোলাপ কিনে আনতে ভুলবেন না....
আজকালের ছবি ব্লগ দেখলে কিন্তু........কারণ প্রথম পেজের জায়গা নষ্ট করে।
ভালো থাকুন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার লাগছে ছবিগুলো। দারুন প্রাণবন্ত। +++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
রাকু হাসান বলেছেন: সৌখিন ব্রিজ ,গোলাপ গ্রামের ছবি অসাধারণ .............
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: অপূর্ব!! মনোমুগ্ধকর। ++++
শুভকামনা ও বিমুগ্ধ ভালোবাসা প্রিয়দাদাকে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: শুভেচ্ছা.....ভালো থাকুন।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
আহমেদ জী এস বলেছেন: সুমন কর,
ঘুরে এলেন একা একা আর ফাঁকি দিলেন পাঠকদের ! একটু আধটু পথের কথা, পাখিদের কার কি নাম , কি করে গেলেন এখানে এইসব থাকলে আরও ভালো হতো । ঝিঙে গাছ আর একাকী গোলাপ কুঁড়ি ভালো লাগলো খুব ।
তবে সতর্কবাণীতে যা বলেছেন তা একেবারে মনের মতো । একটি প্রতিমন্তব্যেও লিখেছেন সেরকমেরই --
"আজকাল সামুতে অধিকাংশ ছবি ব্লগে শুধু ছবিগুলো এ্যাড করে যায়। এতে প্রথম পাতার জায়গা নষ্ট হয় এবং বিশ্রী দেখায়। যেন ছবি এ্যাড করলে বাঁচে !! সামুর কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, সেসব ব্লগারকে বিষয়টা প্রথমে নোটিশ আকারে কিংবা মন্তব্যের ঘরে জানাতে। এরপরেও যদি কাজ না হয়, তবে প্রথম পাতা থেকে সরিয়ে একটি নোটিশ দেয়া। "
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: ছবি ব্লগ বলে বর্ণনা দেইনি, ভ্রমণ পোস্ট হলে দিতাম। আর গুগল মামাতে সব তথ্য আছে.....
* মিরপুর - গাজীপর (বাস) - সাফারী পার্ক (লেগুনা)
* মিরপুর - মিরপুর কোনা বাড়ি (রিকশা) - আক্রান বাজার (ছোট বাস) - গোলাপ বাগান (লেগুনার মতো যান, ৬/৭ জন বসা যায়)
আমার কথা, আপনার মনের কথা হওয়াতে খুশি হলাম। এভাবে পেজ নষ্ট করার কোন কারণ নেই। এখন কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিলে হয়.......ভালো থাকুন।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
লায়নহার্ট বলেছেন: {আপনার কি মনে হয়, কোন প্রানীটি সেখানে সবচেয়ে ভালো আছে?}
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: কোনটি নয়, সেটা আমরা সবাই জানি........
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
লায়নহার্ট বলেছেন: {মৃত প্রজাপতি?}
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: হাহাহাহা..........বেশ বলেছেন।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭
শামচুল হক বলেছেন: গোলাপ গ্রামে যাই যাই করেও যাওয়া হয় না। ছবি খুব ভালো লাগল। ধন্যবাদ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন। শুভেচ্ছা......
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
আরোগ্য বলেছেন: সুন্দর ছবিগুলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
তারেক ফাহিম বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
চাঙ্কু বলেছেন: পার্কটা খুব সুন্দর কিন্তু কেউ সঠিক যত্ন নেয় বলে মনে হয় না!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: হ্যাঁ, জায়গাটা সুন্দর। সময় নিয়ে ঘুরলে ভালো লাগবে। বাংলাদেশের সব বিনোদনের স্থান বা পার্কগুলো যত্ন নিলে খুব ভালো হতো।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭
সৈয়দ ইসলাম বলেছেন:
চাঙ্কু জেডা বলেছেন: পার্কটা খুব সুন্দর কিন্তু কেউ সঠিক যত্ন নেয় বলে মনে হয় না!
এই কারণে বলে থাকি, এরা দেশকে নয়, অদের নিজেদেরকেও মনে হয় পরিপাটি করে রাখতে পারে না!
চলে এলো রাজনীতি, চ্যারি!
ছবি ব্লগটি খুবই ভাল লাগছে প্রিয় সুমন কর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: হুম !!
দেখার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
রসায়ন বলেছেন: কুমিরের পাশে কোকের বোতল ফেলে রেখেছে মানুষ । আমরা যে কবে শোধরাবো । এনিওয়ে , মোট খরচ হলো কত আর সাফারি পার্কের টিকিটের দাম কতো ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: আমরা কোন দিন ঠিক হবো না !! মোট খরচ হিসেব করিনি। কারণ ৫ জন গিয়েছিলাম এবং হোষ্ট হলাম আমি, তাই হিসেব করে কি লাভ............
তবে জন প্রতি: প্রবেশ মূল্য ৫০ টাকা, বাসে করে ঘুরা ১০০ টাকা, এছাড়া আলাদা আলাদা প্রায় ৩/৪ টি টিকেট কিনতে হয় মূল্য ৩০ থেকে ৫০ এর মধ্যে এবং একটি শিশু পার্ক আছে যার রাইডের মূল্য আলাদা (৩০ থেকে ৫০).........
ধন্যবাদ।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০
জাহিদ অনিক বলেছেন: বাহ ! অনেকগুলো টিয়ে পাখি, লাল মাছ, মন খারাপ করা সিংহ, ক্লান্ত বাঘ ও ফুলের ছবি দেখালাম।
আপনার ক্যামেরায় দেখে নিলাম সাফারি পার্ক।
ভালো লাগলো সুমন দা। ক্যাপশনগুলো ছোট্ট কিছু অর্থবহ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
সুমন কর বলেছেন: এবার সময় করে ঘুরে এসো। তবে রাস্তার জ্যামের কথা মনে থাকে যেন !!
ক্যাপশন না দিলে ছবিগুলো ফাঁকা ফাঁকা লাগত। শুভ দুপুর।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭
ওমেরা বলেছেন: পশু- পাখি গুলো কেমন যেন মরা মরা দেখাচ্ছে মাছগুলো খুব সুন্দর । আচ্ছা ঐ গোলাপ গুলোতে কি ঘ্রান আছে ?
সুমন ভাইয়া অনেক ধন্যবাদ সুন্দর ছবি ব্লগ শেয়ারের জন্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: ওদের মৃত লাগাটাই স্বাভাবিক !! কারণ তারা বন্দি...... হ্যাঁ, ঘ্রাণ আছে, শীতকালে নাকি আরো বেশি ঘ্রাণ থাকে।
ধন্যবাদ। শুভ দুপুর।
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১০
শিখা রহমান বলেছেন: বাহ!! চমৎকার ছবি ব্লগ। ক্যাপশনের জন্যই ছবিগুলো অর্থবহ হয়ে উঠেছে। তবে কয়েকটা ছবি দেখে মন খারাপ হলো। যত্নের অভাব স্পষ্ট।
ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য। শুভকামনা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
ধ্রুবক আলো বলেছেন: ভ্রমন ব্লগ এবং ছবি গুলো দেখে ভালো লাগলো।
এই দুইটার একটাতেও এখনো পর্যন্ত যাওয়া হয় নাই!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: আরে এটা ছবি ব্লগ !!............হাহাহাহাহা। সময় করে ঘুরে আসুন।
ধন্যবাদ। শুভ দুপুর।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর ভ্রমন বৃত্তান্ত। ছবিতে প্রানবন্ত।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
জুন বলেছেন: সুমন কর ছবি দিয়ে প্রথম পাতা ভরে ফেলার ব্যপারটি মাথায় থাকে বলেই আমার সব ছবি ব্লগে কিছু তথ্য দিতে চেষ্টা করি । তাই অনেক সময় পাঠকরা হয়তো বিরক্ত হন । শিরোনামে লেখা ছবি ব্লগ আর ভেতরে দেখি দুনিয়ার আলাপ । শুধুমাত্র ফ্লাডিং এড়াতে আমার এই প্রানান্তকর চেষ্টা । আর ছবিটা বোঝার জন্য কিছুটা ক্যপশন দিতে গিয়েও এমন হয় ।
যাক আপনার দেয়া ছবিগুলো অসাধারন হয়েছে । তবে প্রানীকূলের জন্য একরাশ মায়া । ভালোলাগা রইলো
+
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
সুমন কর বলেছেন: আপনার পোস্টগুলো শতভাগ সার্থক। কারণ ছবি আর তথ্য মিলিয়ে অসাধারণ হয়।
ছবি ব্লগের ক্ষেত্রে আজকাল প্রথম পাতার ব্যাপারটি বেশি হচ্ছে। তাই বলতেই হলো। এখন সহ-ব্লগার'রা সেটা বুঝতে পারলেই খুশি। ব্লগটা সবার, এটা মনে রাখা জরুরী।
ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। প্রানীকূলের জন্য আমারও সমবেদনা। শুধু পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়াই মূখ্য থাকে।
ভালো থাকুন। শুভ দুপুর।
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। সাভারের ওদিকে কিছু গ্রামে শুধুই ফুল চাষ হয়। আর গোলাপ বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
সুমন কর বলেছেন: হুম, তাই দেখলাম। শুধু গোলাপ আর গোলাপ......ভালোই লাগে।
ভালো থাকুন। শুভ দুপুর।
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
বাঘটা এইভাবে শুয়ে আছে কেন? অসুস্থ? না ক্ষুধার্থ ??
বাঘটাকে দেখে মায়া লাগছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
সুমন কর বলেছেন: আমরা গাড়ি ভিতর থেকে দূর হতে বাঘটিকে দেখেছিলাম। তাই জানি না, আসল ব্যাপারটি কি? তবে মনে হচ্ছিল ক্লান্ত।
ধন্যবাদ। শুভ দুপুর।
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
মোস্তফা সোহেল বলেছেন: সামু এ্যাপে রাতেই দেখছিলাম কিন্তু ওখান থেকে কমেন্ট করতে পারিনি।
এখানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময়ে অভাবে যাওয়া হয়নি।
ছবি ব্লগ অনেক ভাল লেগেছে সুমন দা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: সামনে কোন ছুটিতে ঘুরে আসতে পারো। আবার পোস্টে আসার জন্য ধন্যবাদ। শুভ দুপুর।
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: ছবিগুলো চমৎকার!
তবে ছবি এত বড় করে এবং একই পোস্টে এতগুলো ছবি এড করার কৌশলটা কি?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
সুমন কর বলেছেন: পোস্ট আগে কয়েকবার ড্রাফটে সেভ করি। এতে আপনি অনেকগুলো ছবিগুলো এ্যাড করতে পারবেন। পরে পোস্ট পূর্ণ হয়ে গেলে, পুরোটা কপি করে নতুন ব্লগ হিসেবে পোস্ট করি। আর ছবি বড় করার জন্য আগে Imgur-এর আপলোড করে লিংক পেস্ট করলে বড় করতে পারবেন। ব্লগার ছবি আপুর একটা পোস্ট ছিল। পরে পেলে জানিয়ে দেবো......
ধন্যবাদ। শুভ দুপুর।
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০
মিথী_মারজান বলেছেন: বাহ্!
সুন্দর ছবির সাথে চমৎকার সতর্কীকরণ সাজেশন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: হুম, এখন সহ-ব্লগার'রা শুনলেই হলো !!!
ধন্যবাদ। শুভ দুপুর।
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
খায়রুল আহসান বলেছেন: বাহ, ফাঁকা রাস্তার সদ্ব্যবহার করে বুদ্ধিমানের কাজটি করেছেন!
ক্যাপশনের জন্য ধন্যবাদ। সুন্দর ছবি ব্লগ, তবে প্রাণী ও পাখিকূলের জন্য মায়া লেগেছে। অযত্নের ছাপও লক্ষ্য করা যায়।
পোস্টে প্লাস + +
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
সুমন কর বলেছেন: সময় করে পোস্টে ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ!! দারুণ ছবি ব্লগ।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে,সেই সাথে বর্ননাও!!
পোষ্টে ++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
তারেক_মাহমুদ বলেছেন: সাফারি পার্কে যাওয়ার পরিকল্পনা অনেক বার করেছি কিন্তু কোন বারই যাওয়া হয়নি।গোলাপ ফুল টিয়ে পাখি, রঙিন মাছ, ক্লান্ত বাঘ,হাতি সবগুলো ছবিই সুন্দর। + +
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: ছুটি পেলে ঘুরে আসবেন। সকাল সকাল যাবেন তাহলে আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখতে পারবেন।
ভালো থাকুন। ধন্যবাদ।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
রক বেনন বলেছেন: অসাধারণ!! অসাধারণ!! অসাধারণ ছবিগুলো!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন.........ভালো থাকুন। ধন্যবাদ।
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমরা গাড়ি ভিতর থেকে দূর হতে বাঘটিকে দেখেছিলাম। তাই জানি না, আসল ব্যাপারটি কি? তবে মনে হচ্ছিল ক্লান্ত।
ধন্যবাদ। শুভ দুপুর।
আমি সাফারি পার্ক কখনো যাই নি। ইনশাল্লাহ খুব শ্রীঘ'ই যাবো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
সুমন কর বলেছেন: ওখানে কোর সাফারী পার্ক নামক একটি স্থানে মাইক্রো বাস করে ১০/১৫ মিনিট ঘুরাবে, তাই দূর থেকেই দেখতে হবে।
সময় করে ঘুরে আসুন।
৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
ইব্রাহীম আই কে বলেছেন: ছবিগুলো দেখেই ঘুরতে যেতে ইচ্ছে করছে। সময় করে যেতে হবে তাহলে, তর সইছে না
আপনার প্রথম ছবিটায় এতোগুলো ছবি কিভাবে সংযুক্ত করেছেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: অনলাইনে আপনাকে collage করে নিতে হবে। আমি কোন ছবি এডিট করিনি, শুধু অনলাইনে বর্ডার দিয়েছি। আর প্রথম ছবিটি collage করেছি।
সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব ছবিতে অনবদ্য পোস্ট । আপনি বেশ সময় নিয়ে পোস্ট দেন। বাট পোস্ট গুলো দারুন। একেবারে সুপারহিট। টাইমিং একটা দারুন ফ্যাক্টর সঠিক সময়ে বেড়াতে যেতে না পারলে পরিপূর্ণ তৃপ্তি নাও পাওয়া যেতে পারে।ছবি গুলো বেশ।
সুন্দর।+
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: হুম, একটু বিরতি দিয়ে পোস্ট দেই। পাঠক হিসেবেই ব্লগে থাকি। মাঝে মাঝে আপনাদের সাথে একটু তাল মিলাই।
ছুটি না হলে, যানজট আর পরিশ্রম বেশি হয়ে যায়। তাই ছুটিতে মুভ করা ভালো।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
করুণাধারা বলেছেন: সবগুলো ছবি চমৎকার এসেছে, তবে আমার বেশি ভাল লেগেছে পাখির ছবি গুলো। পাখি এত বর্ণিল হতে পারে- আমি কখনো দেখিনি! তবে গোলাপ বাগান তেমন ভালো লাগেনি। ১০০ টা গোলাপ ফুলের ছবিও দিলে পারতেন।
চমৎকার ছবি ব্লগের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪
সুমন কর বলেছেন: পাখিগুলো আপনি খুব কাছ থেকে দেখতে পারবেন এবং হাতে নিয়েও ছবি তুলতে পারবেন। গোলাপ বাগানে শুধু গোলাপ বাগান.......তাই হয়তো ভালো লাগেনি। তবে কাছ থেকে দেখলে ভালো লাগবে। শহুরে জীবন থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাবেন।
শিট !! ফুলগুলোর আলাদা করে ছবি তোলা হয়নি। দাঁড়ান ছবি ক্রপ করে দিচ্ছি
৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: বছর পাঁচেক আগে গিয়েছিলাম; ভালো লেগেছিল। আপনার ছবি ব্লগও ভালো লাগল।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১
সূর্যালোক । বলেছেন: সাফারি পার্ক যাইনি । ছবিগুলো দেখে ভালো লাগছে । প্রাণীগুলোর প্রতি আরও যত্নবান হওয়া দরকার । ১ম প্রতি উত্তরে নতুন কিছু জানলাম । ধন্যবাদ । প্লাস
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: শুভকামনা......
সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
কাছের-মানুষ বলেছেন: বঙ্গবন্ধু সাফারী পার্কের অনেক নাম শুনেছি। ছবিগুলোতে একটা ধারনা পেলাম, যেতে হবে দেশে আসলে।
বাঘটি খাওয়া দাওয়া করে শান্তির ঘুম দিছে মনে হয়!!!
ফড়িংগুলোর করুণ পরিণতি দেখে খারাপ লাগল। অনেকেই নাকি প্রজাপ্রতি এভাবে মেরে সংগ্রহে রাখে এটা আমার পছন্দ নয়!!
ছবিগুলো ভাল তুলেছেন, বর্ননা দেয়াতে ভাল হয়েছে। ++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: ছুটির দিনে ঘুরে আসুন, ভালো লাগতে পারে। ওখানে প্রজাপ্রতির পূর্ণ একটি জীবন-চক্র আছে। সেখানে যাবার পর দেখতে পাবেন।
ধন্যবাদ। ভালো থাকুন।
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার,পরের বার গেলে কিন্তু আমাকে নিয়ে যাবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আর স্যার কেন?
আপনি নেত্রী হয়ে গেলে আপনার আর সময় হবে না.........হাহাহাহা। তবে অবশ্যই।
ধন্যবাদ।
৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার বলে সম্বোধন করতেই ভালো লাগে। নেত্রী হতেতো বহু দেরি আছে জনাব। তবে আপনি জানি নেক্সট টাইম তাড়াতাড়ি যাবেন সো যাওয়ার সময় আমাকে নিয়ে যাইয়েন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
সুমন কর বলেছেন: আমরা এখানে সবাই সহ-ব্লগার। সাধারণত একই জায়গায় ২য় বার সহজে যাওয়া হয়না। যদি যাই তবে.....
৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে। এখনো যাইনি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন। শুভকামনা....
৪২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৩
পুলক ঢালী বলেছেন: বঙ্গবন্ধু সাফারী পার্কের কথা শুনেছি তবে যাওয়া হয়নি কখনো। আপনার ছবিগুলি খুব সুন্দর হয়েছে। বিভিন্ন রকম প্রাণীর সমাহার কিন্তু পাখীর আবাস যেরকম দেখলাম তাতে এগুলোর যত্নআত্নী হয় কিনা সন্দেহ লাগছে। সর্ব ক্ষেত্রে আমাদের নীতি হলো নুতন নুতন বানাও তারপর ভুলে যাও। ভাল থাকুন । শুভেচ্ছা রইলো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
প্রথমকথা বলেছেন: ভাল লাগলো দাদা।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সৈয়দ ইসলাম বলেছেন:
সাফারি পার্ক থেকে গোলাপ বাগান কতদূর?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
সুমন কর বলেছেন: অনেক দূর। আমরা পরের দিন গোলাপ বাগানে গিয়েছিলাম।
ধন্যবাদ।
৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সুদীপ কুমার বলেছেন: সাফারী পার্কে কখনও যাইনি।আপনার সৌজন্যে দেখা হলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: আমি কিন্তু অন্য সবার পোস্টের ক্ষেত্রে বুঝিয়ে ছিলাম।
আপনার পরিসংখ্যান:
পোস্ট করেছি: ৬৯০টি
মন্তব্য করেছি: ৮৯৯টি
মন্তব্য পেয়েছি: ২০৩২টি
শুভ ব্লগিং.....
৪৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
আখেনাটেন বলেছেন: কবিতার পাশাপাশি ছবিটাও ভালো তোলেন দেখছি। কিছু ছবি মন ছুঁয়ে গেল কবিবর।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: হাহাহাহা.................ধন্যবাদ। ভালো থাকুন।
৪৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩
পবন সরকার বলেছেন: চমৎকার ছবি অনেক ভালো লাগল।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৯
নীলপরি বলেছেন: আপনার ছবি ব্লগটা মিস করে গেছিলাম । প্রতিটা ছবিই খুব সুন্দর লাগলো । ++
শুভকামনা
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি।
৪৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
বৃষ্টি বিন্দু বলেছেন:
আসলেই এটা অনেক সুন্দর জায়গা।
ফুলগুলোও খুব সুন্দর। ভাল লাগলো আপনার পুরো আয়োজন!
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২
সুমন কর বলেছেন: পোস্টটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৫০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
বিজন রয় বলেছেন: ????......!!!!!!
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: কি কি কি কি...........
৫১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
স্বপ্নডানা১২৩ বলেছেন: সুপার
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৫২| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার সব পাখপাখালি, পশু, পাখি বন! সবচেয়ে মন কেড়েছে শেষের সুন্দরী জন! আহ!! কি সুন্দর গোলাপ! মন্ত্রমুগ্ধকর!!
২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: বিলম্ব প্রতি উত্তরের জন্য অনেক দুঃখিত। ঢাকার বাহিরে থাকার কারণে কিছুদিন সামু ব্যবহার করতে পারিনি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখেন অবস্থা! আজকে যখন ভাবিকে বললাম যে, আগামীকাল অফিস বন্ধ সাফারি পার্ক যামু, আমার সাথে সাজ্জাদ (ভাতিজা)কে নিয়ে যামু! উনি হ্যা না'য় থাকলেন। পরে শুনি, সাজ্জাদ কালকে খেলার মাট তৈরি করতে যাবে! দেখেন অবস্থা! আজকালকার ছেলেরা মুরিব্বিদের চেয়ে খেলাকে দাম দেয়!
আগামীতে একদিন যাব বলে ঠিক করে রেখেছি! আমার বাসার খুব পাশেই, কিন্তু দুর্ভাগ্য আমার, যাওয়া হয়নি এখনো!
২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: যেহেতু বাসার পাশেই তাহলে আগামী কোন সুযোগে ঘুরে আসবেন। আর বাচ্চারা একটু খেলা করুক, পরে আর সময় পাবে না।
শুভ রাত্রি।
৫৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুমন কর ভাই, আপনার ছবিগুলোর Width এবং Height কত?
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
সুমন কর বলেছেন: ৮০০*৬০০।
৫৫| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
অপু দ্যা গ্রেট বলেছেন: গাজীপুর ছেড়েছি প্রায় দু বছর হলো । তার আগেই সাফারী পার্ক ঘুরে দেখার সৌভাগ্য হয়েছিল । তবে সাফারী পার্কের বাজে বিষয় হচ্ছে সব জায়গাতেই টিকেট । একে বারে টিকেট কাটতে পারলে ভাল হতো ।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
সুমন কর বলেছেন: হুম, এক টিকেট হলে ভালো হতো। যেটা পছন্দ হবে ঘুরবো, না হলে না।
অনেক দিন পর দেখে, ভালো লাগল।
৫৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন: আসলে আমিও ভাবছি সেই আগের মত নিয়মিত হবো ।
ধন্যবাদ
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
সুমন কর বলেছেন: শুভকামনা.....
৫৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন: আপনার সাথে দেখা করব ।
বলেন কিভাবে? কাচ্চি নাকি কফি ।
কোনটা খাওয়াবেন ।
যাইহোক, দেখা হচ্ছে কবে?
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: অবশ্যই। যেটা ইচ্ছা, সেটাই হবে.....
আপনি কি ঢাকায় থাকেন? একটা প্রশ্ন ছিল: আপনি কি অপু তানবির (অনেক দিন ধরে জিজ্ঞেস করব ভাবছিলাম)?
৫৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন: হ্যা । আমি ঢাকাতেই থাকি ।
আর না, আমি অপু তানবির নই ।
আপনার ফেবু আইডি দেয়া যাবে?
তাহলে ঢাকা লিট ফেস্ট এ দেখা করতাম ।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
সুমন কর বলেছেন: তাহলে তো ভালো, একদিন সময় করে দেখা করা যাবে।
অবশ্যই, [email protected] লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।
৫৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
অপু দ্যা গ্রেট বলেছেন: পেয়ে গেছি ।
থ্যাংকস
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: যোগাযোগ হবে....
৬০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
নক্ষত্র নীড় বলেছেন: বেঁচে থাকো অমানুষ। তার সাথে মানুষ।
ধন্যবাদ, আমার 'আদিবাসী' পোষ্টে মনের ভাবটুকু ঢালার জন্যে। ভেবেছিলাম আপনার সদ্য পোস্ট পেলে দিব। আমার আরো দেয়া হয়ে গেছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
সুমন কর বলেছেন: আপনার ঐ পোস্টে প্রতি উত্তর দিচ্ছেন না কেন? ওখানে দেয়া উচিত। আমার এবং ব্লগার শিখা রহমানের প্রতিউত্তর নেই। আগে অবশ্যই প্রতি উত্তর দেবেন। এটা ব্লগের একটা অঘোষিত নিয়ম।
পোস্টে এসে মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।
৬১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
বিজন রয় বলেছেন: সুমনদা কেমন আছেন? অনেক দিন নতুন পোস্ট দিচ্ছেন না।
আপনি জানেন আমি কবিতা সংকলন পোস্ট শুরু করেছি, ওখানেও আপনাকে পাচ্ছি না।
অথচ আপনার পরামর্শ আমার জরুরী, কারণ এ ব্যাপারে আপনি অভিজ্ঞ। তাই আমার ওখানে আপনার আশা করছি শীঘ্রই।
শুভকামনা রইল।
১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: না, প্রথমে তো হাজিরা দিয়ে এসেছিলাম। অফিসে একটু ব্যস্ত সময় যাচ্ছে......মনে হয় না, এ বছর ফ্রী হতে পারবো (আছেই প্রায় ২মাস !)। তাই পোস্ট করা হচ্ছে না। আর সব সময়ই বলে থাকি, আমি সামুর পাঠক।
অবশ্যই আসবো। শুভেচ্ছা জানবেন।
৬২| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
নজসু বলেছেন:
অসম্ভব সুন্দর সব ছবি।
শুরুতে যে সতর্কতার কথা বলেছেন সেটির সাথে আমি সহমত।
এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন আশা করি।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
হুম, তবুও অনেকে শুধু ছবি দিয়ে পোস্ট করে থাকেন। সামুর কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এর প্রতিকার হবে না।
৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
মলাসইলমুইনা বলেছেন: ক্লান্ত বাঘ মামাকেতো আমাদের টেস্ট ক্রিকেট টিমের প্রতিমূর্তি মনে হলো। গোলাপের সাথে ঝিঙে দেখতে অবাক করার মতো হলেও ভালই লাগলো । গাজীপুরে আমার ছোট বেলার অনেকটা সময় কেটেছে ।ওখানে এই সাফারি পার্ক হয়েছে দেখে ভালোই লাগলো । পোস্টে ভালো লাগা ।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সুমন কর বলেছেন: তাহলে একদিন সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
৬৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
পবিত্র হোসাইন বলেছেন: আমিও যেতে চাই ।
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: কোন এক ছুটির দিনে ঘুরে আসুন। ধন্যবাদ।
৬৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০
রাকু হাসান বলেছেন:
নতুন পোস্ট দিবেন না ,নতুন কিছু দিন পড়ি
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২০
সুমন কর বলেছেন: হাহাহা............আমি তো পাঠক। তাই আপনাদের সাথে আছি।
৬৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন: আমিও অনুসরণ করলাম।পোষ্ট ভালো হয়েছে
১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৬৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
পুলক ঢালী বলেছেন: অনেকদিন কিছু লিখছেন না। কেমন আছেন শরীর মন ভাল তো ? তাড়াতাড়ি লেখায় ফিরে আসুন। ভাল থাকুন।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। শরীর ঠিক আছে, তবে মেজাজ ঠিক নেই ............হাহাহা (এখন অফিসে কাজের চাপ বেশি)
আশা করি, ফিরে আসব। তবে পাঠক হিসেবে কিন্তু সব সময় আছি....
শুভ রাত্রি।
৬৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: সুমনদার কথায়, এমনসব মনোমুগ্ধকর ছবি!!
প্রতিটাই সুন্দর।। তবে আমার কাছে ক্লান্ত টাগারের ছবিই কেন যেন ভাল লেগেছে!!
কেমন আছেন.।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
সুমন কর বলেছেন: হাহাহা.........এইতো মোটামুটি আছি (আজ পর্যন্ত অফিসে কাজের চাপ বেশি ছিল), আশা করি কাল বিকেল থেকে ছুটি পাওয়া যাবে।
অনেক দিন পর, আমার ব্লগে দেখে ভালো লাগল। ভালো থাকুন।
ধন্যবাদ।
৬৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
কালীদাস বলেছেন: ছবিগুলো ভালই আরেকটু এক্সপ্লেনেশন থাকলে আরও ভাল হত!!
আছেন কেমন?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: অনেক দিন পর, সামুতে আপনাকে দেখলাম !! ভালো লাগল। আশা করি, কাজের চাপ শেষে আবার নিয়মিত হবেন।
ছবি ব্লগ দেখে আর বর্ণনায় যাইনি। ব্লগে এসে মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৭০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: এর আগে কতবার দেখেছি মন্তব্য বাদ পড়ল কেমনে - -
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: হাহাহাহা.............ব্যাপার না। ধন্যবাদ।
৭১| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সাফারি পার্কের আরো ছবি হলে ভাল হত। এই সপ্তাহান্তে যাওয়ার ইচ্ছে আছে... ধন্যবাদ পোস্টের জন্য !
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
সুমন কর বলেছেন: আরো ছবি সংগ্রহে ছিল কিন্তু মোট ২৫টি ছবি দেব বলে আর দিতে পারিনি। ঘুরে আসুন, এখন রাস্তা ফাঁকা আছে। যানজট কিছুটা কম হবে। শুভকামনা....
ধন্যবাদ।
৭২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: আরে দারুন সব ছবি। আপনার সাথে আমি ঘুরলাম। সাফারি পার্কে যাওয়া হয়নি। তবে সত্যটা এই যে আমি চিড়িয়াখানা পছন্দ করি না একদমই। আমার কাছে সেটা অমানবিক মনে হয়।
তবে ব্লগের এ বিষয়টি আমার চোখে পড়েছে। এবং আপনার সমাধান সত্যিই কাজরে। আশা করি যারা ছবি ব্লগ দিবেন তারা বিষয়টি মাথায় রাখবেন।
০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
সুমন কর বলেছেন: আসলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে চেয়েছিলাম, সাথে বাচ্চাও ছিল তাই একটু ঘুরে আসলাম। আর ছবি ব্লগ নিয়ে বারবার আমি বলছি। কিছু ব্লগার সুন্দরভাবে পোস্ট করে আর কিছু ব্লগার প্রথম পাতার জায়গা নষ্ট করে পোস্ট করে।
কর্তৃপক্ষ আবার সেগুলোকে নির্বাচিত পাতায় নিয়ে যায় !! তাহলে আর সমস্যার সমাধান হবে কিভাবে ??
ভালো থাকুন। শুভ দুপুর....
৭৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন্স
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: শুভ রাত্রি। ধন্যবাদ।
৭৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২
কাবিল বলেছেন: অনেকদিন ছোট গল্প লেখেন না
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: যতটুকু মনে পড়ছে, বহুদিন পর আমার ব্লগে এলেন !! হুম, কেন জানি এখন আর লিখতে পারি না.........সব পুরনো ব্লগার'রা চলে যাচ্ছে, তবে কিছু আছে। তাছাড়া আগেই তো বলতাম, "আমি পাঠক"। সামুতে আসাটা একটা নেশা, বাদ দিতে চেয়েও পারছি না !!
আপনিও এখন খুব কম আসেন এবং মন্তব্য করেন। পোস্টও দিচ্ছেন না....!!
৭৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
অর্থনীতিবিদ বলেছেন: ছবিগুলো কী সুন্দর! সাফারি পার্ক অনেকটাই দেখা হয়ে গেলো এর মাধ্যমে।
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: এখনও যাওয়া হয়নি ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: সময় করে ঘুরে আসুন। ধন্যবাদ।
৭৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন:
যাওয়ার ইচ্ছে রইলো...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
সুমন কর বলেছেন: ঘুরে আসুন। ধন্যবাদ।
৭৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩
সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
সুমন কর বলেছেন: পোস্ট দেখার জন্য ধন্যবাদ।
৭৯| ২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: সাফারি পার্কে গেছি ২বার। আপনি চমৎকার সব ছবি পেয়েছেন।
গোলাপগ্রামে যাওয়া হয় নাই।
২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
ক্যাপশন দেওয়াটাই ছবিব্লগ প্রাণবন্ত হয়ে উঠলো।
প্রতিটা ছবির জন্য +++++
ডিভাইস কি....????