![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর..
(১) মসজিদের হুজুর খুব জোরে অজুখানার ট্যাপ ছেড়ে দিয়ে অজু করলেন। অজু করতে করতে পাশে থাকা মুসল্লিরও খোঁজ-খবর নিলেন। প্রায় ২ মিনিট ধরে অজু করতে কমছেকম দুই বালতি পানি ঢাললেন! অজু শেষ করে মসজিদে গিয়ে বয়ান ছাড়লেন.... "অপচয় করা গুণাহের কাজ। অপচয়কারী শয়তানের ভাই। আপনারা অপচয় করবেন না।" একজন মুসল্লিও যদি দাড়িয়ে বলতো, "আচ্ছা হুজুর আপনি যে দুই বালতি পানি খরচ করে অজু করলেন সেটা কি অপচয় ছিলো না?" তখন হুজুর কি জবাব দিতেন? এই ইমাম সাবের বয়ান কি মানুষের অন্তর অবধি পৌঁছবে নাকি কান পর্যন্তই থাকবে?
(২) রমজানের মাসে হুজুর দাওয়াত করে খাওয়ালেন। ইচ্ছামতো ভুরি ভোজে সন্তুষ্ট করলেন। দোয়াও করলো খুব ইনিয়ে বিনিয়ে। রাস্তার বেরোলেন। এক অসহায় দরিদ্র ভিক্ষা চাইলে বললেন "মাফ করো" কিংবা দু'চার কথা শুনিয়েই দিলেন। আচ্ছা ভেবে বলুনতো, কে বেশি অসহায় ছিলো? যাকে ভুরি ভোজ করালেন সে নাকি যার কাছে মাফ চাইলেন সে?
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আমাদের কথায় কাজে মিল না হলে আমাদের কথা কোন কাজে আসবে না............
সুন্দর হাদীসটি পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ........
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন..........
২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
আহমেদ জী এস বলেছেন: সাত সাগরের মাঝি ২ ,
হাযারো উদাহরণের মাঝে এগুলিও অতি সাধারন । প্রতি নিয়তই আমরা এমন কথাই বলছি যা আমরা নিজেরাই মানিনে ।
পদ্ম পুকুর এর দেয়া উদাহরণটা প্রনিধান যোগ্য। আমরা রিচ্যুয়ালিষ্টিক মুসলমান , আমলের দিক থেকে নই ।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহ একদিন মুসলমানদের এমন অবস্থা থেকে ফিরাবেন...........
৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বদলে যাও, বদলে দাও
ট্যাপের ঘটনা পড়ে খারাপ লাগলো। মানুষ এখান থেকে ভুল মেসেজ পাবে।[আমি আজ পর্যন্ত কোন ইমাম পাইনি দুই বালতি পানিতে ওযু করেছে। আপনি দেখেছেন??] তবে হ্যাঁ, গলাফাটানো ওয়াজকারী কারি কিছু লোক ভন্ড। হোক সে নামধারী ইমাম/মুফতি/মাওলানা।
২য় উদাহরণটা যুক্তিযুক্ত।
পদ্ম পুকুরের কমেন্টটা সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১
সাত সাগরের মাঝি ২ বলেছেন:
আপনি যদি কখনো ফুল স্পিডে ট্যাপ ছেড়ে সাধারন ভাবে অযু করেন তাহলে নিচে একটা বালতি রেখে দেইখেন.........
অযু করতে করতে বালতি ভরে পানি পরে যাবে........
আমি নিজে এর প্রমান..........
আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা........
৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: ১ নং মন্তব্যকারী পদ্যপুকুর আমার মন্তব্যটা করে দিয়েছেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
সাত সাগরের মাঝি ২ বলেছেন:
পদ্মপুকুর আসলেই সুন্দর মন্তব্য করেছেন......
আমারও ভালো লেগেছে.....
রাজীব নূর ভাইকে ধন্যবাদ..........
৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন: মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনাঠন !
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
সাত সাগরের মাঝি ২ বলেছেন:
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনাঠন !
এমন হলে কাফেরেরা টানবে ধরে মাথা ও কান
৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: রিচুয়ালিষ্টিক থেতে প্র্যাকটিক্যাল মুসলমান প্রকৃত মুসলমান হবার পাঠ শুরু হোক নিজের থেকেই।
নূন্যতম টুকুই দিয়েই শুরু হোক চর্চা।
সাথে বিশ্বাসের গহনে পৌছার সাধনা।
এক দিয়ে সব। এক থেকেই বদলের শুরু
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
সাত সাগরের মাঝি ২ বলেছেন: এক এর উপর যার বিশ্বাস কম তারাই বাদরামী করে প্রতিনিয়তই.............
৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ সাত সাগরের মাঝি 2- জনাব, সত্যিকারের মুসলিম দেখতে নবীর দেশে যেতে হবে। তারা আবার জীবিত মানুষকে টুকরো টুকরো করে কেটে এসিড দিয়ে গলিয়ে ফেলতে দক্ষ ।
বলেন, আলহামদুলিল্লাহ্ !
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ধন্যবাদ...........
৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
আরোগ্য বলেছেন: আপনাকে আবারও প্রথম পাতায় দেখে ভালো লাগছে। অভিনন্দন !
ইসলাম প্রচারের দায়িত্ব যারা নিয়েছে তাদের অনেকেই ইসলামকে হাসি তামাশার বস্তু বানিয়েছে। দুঃখজনক ¡
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক অনেক ভালবাসা জানবেন......আসলে আমিও ভাবিনি এতো তারাতারি সেফ হবো.........
৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকমু।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ওয়ালাইকুমুসসালাম........ভাইজান কেমন আছেন?
১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
মোস্তফা সোহেল বলেছেন: হুজুর বলতেই যদি শিক্ষিত ভাবেন তবে ভুল করবেন।
এদেশে নামে হুজুর বেশি কিন্তু নিজের কর্মের দ্বারা হুজুর কমই আছে।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
সাত সাগরের মাঝি ২ বলেছেন: হুজুরেরা আমাদের অনেককেই গুমরাহী করে...........
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
পদ্মপুকুর বলেছেন: একজন মহিলা সাহাবী তাঁর ছেলেসহ রাসুল সা. এর কাছে এসে বললেন- হে রাসুল, আমার ছেলেটা খুব মিষ্টি খেতে চায়, আমি দরিদ্র মানুষ, এত মিষ্টি কেনার সাধ্য আমার নেই। আপনি যদি আমার ছেলেটাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমার জন্য খুব উপকার হতো।
রাসুল সা. বললেন- আপনি সামনের সপ্তাহে আসুন। ভদ্রমহিলা পরের সপ্তাহে আসলেন, রাসুল আবার তাঁকে সামনের সপ্তাহে আসতে বললেন। পরের পরের সপ্তাতে বা তার পরের সপ্তাহে আসলে রাসুল ছেলেটিকে বললেন- তুমি মিষ্টি কম খাবে, তোমার মায়ের পক্ষে মিষ্টির জন্য বাড়তি খরচ করা কষ্টকর ।...
মহিলা সাহাবী কিছুটা অবাক হয়ে বললেন, ইয়া রাসুল আল্লাহ, এই কথাটা তো আপনি প্রথম দিনেই বলতে পারতেন! তখন রাসুল সা. বললেন, আসলে আমি নিজেই মিষ্টি পছন্দ করতাম, এই কয়দিনে আমি নিজের মিষ্টি খাওয়া কমানোর চেষ্টা করেছি। যে কাজ আমি নিজেই করি, সেটা আমি কিভাবে নিষেধ করতাম!..
ভাষায় পার্থক্য হতে পারে, কিন্তু হাদিসটা এ রকমের।
সমস্যা হলো, আমরা এই শিক্ষাটা সবাই জানি, কিন্তু মানি না। এবং তার ফল হাতেনাতেই পাচ্ছি। মুসলিমরা এখন বিশ্বের সবচে নিগৃহীত জাতি হিসেবে দিন কাটাচ্ছে।