![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর..
শিশুর জন্য মায়ের বুকের দুধ অপরিহার্য। বলা হয় শালদুধ শিশুর প্রথম টিকা। কুরআনেও শিশুকে বুকের দুধ পান করানোর ব্যাপারে নির্দেশনা আছে। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত। আজকালকার অনেক আধুনিক রমনীরা শিশুকে দুধ পান করাতে চান না। ভাবেন, হয়তো শরীর-স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এমনটা করলে মা অবশ্যই গোনাহগার হবে। মায়ের দুধ শিশুর অধিকার।
অনেক শিশু আছে যারা তিন-চার বছর পর্যন্ত বুকের দুধ খায়। অনেক মাও এটা বাধা দেন না। এমনটাও আবার উচিত নয়। দুই বছরের পর থেকে শিশুকে দুধ ছাড়াতে চেষ্টা করতে হবে। আড়াই বছরের পর দুধ পান করানো কোন ভাবেই ঠিক নয়। আড়াই বছরের পর শিশুকে বুকের দুধ পান করালে বড় কোন ক্ষতির আশংকা আছে বলেই হয়তো আল্লাহ এমন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বেহুদা কোন কথা বলেন না।
দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করানোর ব্যাপারে আল্লাহ বলেন:
(১) মায়েরা তাদের বাচ্চাদের পুরো দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে, যদি তারা দুধ খাওয়ানোর সময় পূরণ করতে চায়। আর জন্মদাতা বাবার দায়িত্ব হচ্ছে প্রচলিত নিয়ম অনুসারে তাদের কাপড়, সংস্থানের ব্যবস্থা করা। কাউকে তার সাধ্যের বাইরে চাপ দেওয়া যাবে না। কোনো মা-কে তার বাচ্চার কারণে কষ্ট দেওয়া যাবে না, কোনো বাবাকেও না। একই দায়িত্ব বাচ্চার উত্তরাধিকারীদের বেলায়ও প্রযোজ্য। যদি বাবা-মা নিজেদের মধ্যে পরামর্শ করে দুই বছর পূর্ণ হওয়ার আগেই দুধ ছাড়িয়ে দিতে চায়, তবে তাদের কোনো গুনাহ হবে না। তোমরা যদি তোমাদের বাচ্চাদের কোনো ধাত্রীর দুধ পান করাতে চাও, তাহলেও তোমাদের কোনো গুনাহ হবে না, যদি তোমরা প্রচলিত নিয়ম অনুসারে পারিশ্রমিক দাও। আর আল্লাহ’র تعالى প্রতি সাবধান! জেনে রেখো, তোমাদের সব কাজ তিনি দেখছেন। [আল-বাক্বারাহ ২৩৩]
(২) আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।(সূরা লুকমান ৩১:১৪ )
আড়াই বছর দুধ পান করানোর ব্যাপারে আল্লাহ বলেন:
(১) আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টসহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্টসহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে ত্রিশ মাস। (সূরা আহক্বাফ ৪৬:১৫ )
আল্লাহর বিধান পালনের মধ্যেই রয়েছে মানবজাতির কল্যান। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।
এ সম্পর্কিত আরো লেখা:
(১সন্তানকে কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যাবে?
(২) শিশুকে মায়ের দুধ পানে ইসলামের বিধান
(৩) বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যেভাবে বন্ধ করবেন
(৪) মায়েরা তাদের বাচ্চাদের পুরো দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাবে
(৫)সন্তানকে দুই বছর বয়সের পর মায়ের দুধ খাওয়ানোর হুকুম কি?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সাত সাগরের মাঝি ২ বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
এই বার্তা পৌঁছে যাক সবার কাছে।
শুভেচ্ছা নিলাম........
আপনার জন্য শুভকামনা......
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনি তো মনে হয়, আড়াই বছর পর, নিজের থেকেই দুধ পান বন্ধ করে দিয়েছিলেন?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আম্মার কাছে জিজ্ঞেস করতে হবে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
Monthu বলেছেন: ভালো লিখেছেন।।। সুন্দর।।
আল্লাহ যাজা আর খায়ের দান করুক।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সবাই যেন সঠিক তথ্য জেনে মেনে চলতে পারে এটাই কাম্য।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
Monthu বলেছেন: আইসা গেছে। একজন ঘারতেরা নাগরিক। সুনাগরিক।।
সেফাতুল্লাহ্র সেফু
।।
আসুন সেফাত ভাইয়ের মুরিদ হই
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সাত সাগরের মাঝি ২ বলেছেন:
উনাকে আমার ভালোই লাগে......।
আসলে উনি খুব অভিজ্ঞ কিনা........
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
আপনার ছোট ভাইবোন আছে? থাকলে, আপনার সাথে বয়সের পার্থক্য কত বছর?
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আরেক ভাই আছে..। চার বছরের ছোট
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১
সাত সাগরের মাঝি ২ বলেছেন: জাযাকাল্লাহ
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সহমত
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
সাত সাগরের মাঝি ২ বলেছেন: কৃতজ্ঞতা ভাইসাব
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো বলেছেন।। আল্লাহ আপনাকে রহমত দান করুন। আমিন
০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সাত সাগরের মাঝি ২ বলেছেন: জাযাকাল্লাহ
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
আরোগ্য বলেছেন: ভাল পোস্ট। এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলা দরকার।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহ আমাদেরকে বুঝার তাওফিক দিন..........
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
রাজীব নুর বলেছেন: হুম।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: জ্বি
১১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ভাই?
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ওয়ালাইকুমুস সালাম.।
আলহামদুলিল্লাহ. । আপনি কেমন আছেন? ??
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সাত সাগরের মাঝি ২ বলেছেন: প্রিয় সুজন ভাই
আপনার নতুন লেখা অবশ্যই চাই
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
নজসু বলেছেন:
আলহামদুলিল্লাহ।
আমি ভালো আছি ভাই।
আপনাকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো।
আমি সময় করে নতুন লেখা দিবো।
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: প্রিয় ভাই চট জলদি আপনাকে পেয়েও ভালো লাগছে
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সহমত , আমিও আমার বাচ্চার ক্ষেত্রে মায়ের কাছ থেকে ঠিক ওই সময়ে সময় ছাড়িয়ে নিয়েছিলাম । ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিয়েন।