নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,. ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

সাত সাগরের মাঝি ২

এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর..

সাত সাগরের মাঝি ২ › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ভাষায় "মানুষ" শব্দের ব্যাখ্যা

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২


চিত্র: গুগল থেকে...

হিউম্যান বা মানুষ: ইংরেজি বিশেষণিক 'মানুষ' শব্দটি হল পুরাতন ফরাসি 'humain' শব্দ থেকে ধার করা। যা শেষ পর্যন্ত ল্যাটিন 'hūmānus' থেকে বিশেষণ রূপ হোমো "মানুষ" শব্দটি নেয়া হয়েছে। শব্দটি একটি বিশেষ্য হিসাবে ব্যবহার (বহুবচন মানুষের হিসাবে) করা শুরু হয়েছিল ষোড়শ শতাব্দীর দিকে। আঞ্চলিক ইংরেজি শব্দ মানুষ(ম্যান) সাধারণত (মানবতার সমার্থক শব্দ), এবং পূর্বে কোন নির্দিষ্ট ব্যক্তিদের উল্লেখ করতে শব্দটি ব্যবহৃত হত যদিও এই ব্যবহারটি এখন অপ্রচলিত।

পক্ষান্তরে 'মানুষ' শব্দের উৎপত্তি হয় 'মান' ও 'হুশ' শব্দদ্বয় যুক্ত হয়ে। (ভাবার্থ: 'মান' তথা 'আত্মসম্মানবোধ' এবং 'হুশ' তথা 'বিবেক' যার আছে সেই মানুষ।)

হোমো সেপিয়েন্স: দ্বিপদী হোমো স্যাপিয়েন্স প্রজাতি ক্যারোলাস লিনিয়াস অষ্টাদশ শতকে তার বিখ্যাত গ্রন্থ Systema Naturae মাধ্যমে উল্লেখ করেছিলেন। জেনেরিক নাম হোমো ল্যাটিন homō "ম্যান" থেকে অষ্টাদশ শতকের দিকে ব্যবহার করতে শুরু করেছিল, শেষ পর্যন্ত "পার্থিব প্রাণী" (পুরাতন ল্যাটিন হোমো যা পুরাতন ইংরেজি গোমা "ম্যান," পিআইই ডেমেন থেকে যার অর্থ "পৃথিবী" অথবা "মাঠ")। প্রজাতি-নাম Sapiens যার অর্থ হল "বুদ্ধিমান" বা "বিজ্ঞ।" লক্ষ করুন যে ল্যাটিন শব্দ হোমো উভয় লিঙ্গকেই বোঝায় কিন্তু সেপিয়েন্স হল একবচন (যদিও স্যাপিয়েনের (sapien) মতো কোন শব্দ নেই)

ইনসান বা বাশার:

ইনসান অর্থ মানুষ,
বাশার অর্থ মনুষের রূপ,মনুষের রং,মানুষের ধরন।
আল্লাহ তা'আলা পবিত্র কোরআন শরীফে বলেছেন "কুল ইন্নামা আনা বাশারুম্ মিসলুকুম।"
অর্থাত্‍ "হে রাসূল আপনি বলে দিন যে,আমি তোমাদের মতই মানুষ।"
এই আয়াতে আল্লাহ তা'আলা "বাশার" শব্দ ব্যবহার করেছেন।যার অর্থ মানুষ নয়।এর অর্থ মানুষের রূপ।অর্থাত্‍ আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে মানুষের রূপ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।মূলত তিনি নূরের তৈরী আল্লাহর রাসূল।তিনি যদি আমাদের মতই মানুষ হতেন তাহলে আল্লাহ "ইনসান" শব্দ ব্যবহার করতেন।যার অর্থ হতো মানুষ। যেহেতু তিনি মানুষের রূপধারন করে দুনিয়াতে আগমন করছেন সেহেতু আল্লাহ তা'আলা কোরআনে "বাশার" শব্দটি ব্যবহার করছেন।


ইনসান বা নাস: আরবী নাস বা ইনসান শব্দের আভিধানিক অর্থ মানুষ। শব্দ দু'টির মূল ধাতু হলো নুসয়্যা। যার অর্থ ভুলে যাওয়া। মানুষ যেহেতু ভুলে যায় তাই আরবীতে এরূপ নাম করন করা হয়েছে। আল কুরআনের শেষ সূরাটি মানুষের নামে করা হয়েছে। এছাড়া কুরআন মাজীদের অনেক স্থানে "নাস" শব্দের উল্লেখ রয়েছে।


"মানুষ" শব্দের বিশ্লেষণ:

বানান বিশ্লেষণ: ম্+আ+ন্+উ+ষ্+অ
উচ্চারণ: ma.nuʃ (মা.নুশ্)
শব্দ-উৎস: সংস্কৃত মানুষ> বাংলা মানুষ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মনু + অ (অণ্), ষ-এর আগম।
হিন্দু পৌরাণিক কাহিনি মতে− ব্রহ্মার মন থেকে উদ্ভূত হয়েছিলেন মনু । আর মনু থেকে মানুষ জাতির উৎপত্তি হয়েছিল। সংস্কৃত ব্যাকরণে মনুর সন্তান অর্থে মানুষজাতিকে নির্দেশ করা হয়েছে।
পদ : বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {হোমো | হোমোনিনি | হোমিনিডি | হোমোনোইডি | ক্যাটার্‌হৃনি | সিমিফর্ম্‌স | হ্যাপ্লোর্‌হৃনি | প্রাইমেট | অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: হোমিনিডি গোত্রের হোমো (Homo) গণের যে কোন জীবিত বা বিলুপ্ত প্রজাতি, যারা বুদ্ধিমত্তার বিচারে শ্রেষ্ঠ, বাক্‌প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট ভাষার সাহায্যে সুচারুরূপে মনের ভাব প্রকাশ করতে পারে এবং ভূমির উপর দুই পায়ে সরলভাবে দাঁড়াতে পারে। এরা নিজের বুদ্ধিমত্তা দ্বারা নিজেদের প্রয়োজনীয় জীবনধারণের উপকরণ প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে এবং উপাদনসমূহ থেকে নানাবিধ উপকরণ তৈরি করতে পারে। উন্নত মানসিক ভাবনার দ্বারা চিত্তবিনোদনের জন্য নানাবিধ বিমূর্তভাবনা উপস্থাপন করতে পারে।
বৈজ্ঞানিক নাম: Homo sapiens ।
[বিস্তারিত : মানুষ [জীববিজ্ঞান]

সমার্থক শব্দাবলি: আদম, আদমি, ইনসান, জন, নর, নৃ, মনুজ, মনুষ্য, মানব, মানুখ, মানুষ, লোক, হোমো।।
বিপরীত শব্দ: অমানুষ [ভাবার্থে]

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| পুরুষ | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:নৃজাতির পুরুষসত্তা। এমন একজন মানুষ, যিনি নারীর গর্ভে সন্তান উৎপাদনে সক্ষম।
সমার্থক শব্দাবলি: নর, মানব, মানুষ
বিপরীত শব্দ: মানুষী
ইংরেজি: male, male person ।

৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: একক মানবসত্তা।
সমার্থক শব্দাবলি: মানুষ, ব্যক্তি, লোক।
ইংরেজি: person, individual, someone, somebody, mortal, soul

মানুষ শব্দযুক্ত ক্রিয়ামূল:
মানুষ √কর্:
যথাযথভাবে প্রতিপালন করা।
মানুষ √হ: আদর্শ মানুষ হওয়া। আবার তোরা মানুষ হ। ব্রতচারী/গুরুসদয় দত্ত।

তথ্যসূত্র:
১।মানুষ শব্দের উৎপত্তি ও সংজ্ঞা
২। স্তন্যপায়ী প্রাণী মানুষ
৩। প্রাইমেট

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

হাবিব বলেছেন:



সুন্দর ব্যাখ্যা করেছেন.......
ভালো লাগলো.......

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন:



অনেক ধন্যবাদ স্যার......
শুভ রাত্রি রলো....

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: শুভ রাত্রি জানবেন.......

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর এবং শিক্ষণীয় পোষ্ট।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: পোস্ট পঠন পরবর্তী মন্তব্যে ধন্যবাদ জানবেন মাহমুদুর রহমান ভাই

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

বলেছেন: বিবেকের কাছে যে সদা সত্য মানুষ তাকেই বলি -


মান ও হুশ যদি না থাকে তবুও কেমনে তারে মানুষ বলি।


সুন্দর বিশ্লেষণ।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আ্ল্লাহ সবাইকে জ্ঞান দিয়েছেন, কেউ ভাল কাজে আবার কেউ মন্দ কাজে ব্যয় করে.....

আপনার দু'টি লাইন আরো সুন্দর

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪২

আরোগ্য বলেছেন: নবীজী নুরের তৈরি কোথায় লেখা আছে। বাশার ও ইনসান শব্দের ব্যাখ্যার দেখে নিবেন।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৪

আরোগ্য বলেছেন: দুঃখিত উপরের লিংকটি ভুল ছিলো

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: তাহলে বাশার শব্দের কি অর্থ??

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

নতুন-আলো বলেছেন: ভালো বলেছেন

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ধন্যবাদ

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

তারেক ফাহিম বলেছেন: আমার মরহুম দাদাজান সর্বদা বলতেন, যার হুম আছে সেতো মানুষ।

শিক্ষনিয় পোষ্ট, পোষ্টে ++

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সাত সাগরের মাঝি ২ বলেছেন: মুরুব্বিরা বেশি অভিজ্ঞ হয়..
তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায়.

প্রিয় তারেক ভাইকে ধন্যবাদ

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই..........

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

আরোগ্য বলেছেন: বাশার শব্দটার মূল হল বাশারাহ, যার অর্থ চামড়া। বাশার বলতে মানুষকেই বুঝানো হয়েছে।।
"বলুন, নিশ্চয়ই আমি তোমাদের মতই বাশার।" অর্থাৎ আমরা যেমন মানুষ নবীজীও তদ্রূপ।
আল্লাহ তাঁর প্রিয় হাবিবকে মানুষের রূপ
দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন।মূলত তিনি নূরের তৈরী
আল্লাহর রাসূল।তিনি যদি আমাদের মতই মানুষ হতেন
তাহলে আল্লাহ "ইনসান" শব্দ ব্যবহার করতেন।যার
অর্থ হতো মানুষ। যেহেতু তিনি মানুষের রূপধারন
করে দুনিয়াতে আগমন করছেন সেহেতু আল্লাহ
তা'আলা কোরআনে "বাশার" শব্দটি ব্যবহার করছেন।

কোরআনে আরও আয়াতে মানুষ বুঝানোর জন্য বাশার শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআনে কোথাও উল্লেখ নেই নবীজী নূরের তৈরি।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: মানুষ নিয়ে চমৎকার লেখা। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন প্রিয় প্রামাণিক ভাই

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

সাহিদা সুলতানা শাহী বলেছেন: অসাধারণ শিক্ষনীয় পোষ্ট।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ..

আমার ব্লগে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো

শুভ রাত্রি জানিয়ে গেলাম

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

টুনটুনি০৪ বলেছেন: সুন্দর ব্যাখ্যা এবং শিক্ষনীয় পোষ্ট।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেক ধন্যবাদ টুনটুনি আপু

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
সুন্দর পোষ্ট।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ/...........
অনেক ধন্যবাদ প্রিয় সুজন ভাই

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

নজসু বলেছেন:

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অনেকদিন পরে ব্লগে এলাম.........
কেমন আছেন সুজন ভাই?

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

সূচরিতা সেন বলেছেন: ভালো ব্যাখ্যা দিয়েছেন ভালো লাগল।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ইনশানের অপর নাম "হায়ওয়ানে নাত্বিক"

আপনি কিন্তু খুব সুন্দর ব্যখ্যা করেছেন।
অনেক অনেক ভালোলাগা জানবেন একজন সাধারণ মানুষের কাছ থেকে।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: প্রিয় তাজুল ভাই, আপনার এমন সুন্দর মন্তব্যে আমি ভীষণ ভীষণ অনুপ্রাণিত হলাম.......

আপনার শেষ কথাটি আপনাকে অসাধারণ করে তুললো আমার কাছে.....

আশা করি ভালো আছেন

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানুষ তুমি মানুষ হও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.