নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তক বাংলাদেশ চাই

সাব্বির জুবাইর

সাব্বির জুবাইর › বিস্তারিত পোস্টঃ

বই কি সামনে নিশ্চিহ্ন হয়ে যাবে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

ফেসবুকের নিউজফিডে দেখা যায় বইমেলায় গিয়ে মানুষ উৎসব করে বই কিনছে। বই বিষয়ক অনেক ফেসবুক গ্রুপ থাকায় সেগুলা বইয়ের প্রচার প্রসারে ভূমিকা রাখছে। নিজের ফেসবুক প্রোফাইলকেও মানুষ বইয়ের বিপণনে কাজে লাগাচ্ছে। এতে মনে হইতে পারে, মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন বাড়তেছে। বইয়ের ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু একটু খতিয়ে দেখলে শঙ্কিত হতে হয়।

একটা বিশাল কলেবরের বই পড়ার সময় এবং ধৈর্য্য মানুষের নাই। নন-ফিকশন বইয়ের জায়গা করে নিবে কয়েক পৃষ্ঠার জার্নাল আর্টক্যাল। এখন গল্পের মতো করে জার্নাল আর্টিকেল বের হয়। তাছাড়া Economist, Foreign Affairs ইত্যাদি মাধ্যমগুলো হাজার পনেরোশোর মধ্যে যে বিশ্লেষণধর্মী আর্টিকেলগুলো বের করে সেগুলা এখন একটা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সামনে ব্যাপক জনপ্রিয় হবে। একটা নন-ফিকশন শেষ করতে আপনার যে সময় লাগবে, একই সময়ে ৩০ টা এরকম আর্টিকেল পড়ে শেষ করতে পারবেন।

আর বড়ো ফিকশনের জায়গা করে নিবে ছোট গল্প। ফেসবুকের গ্রুপগুলোতে একটা ছোট গল্পের পোস্টে হাজার হাজার লাইক কমেন্ট পড়ে। লেখক পাঠকের মধ্যে মতবিনিময় হয় যেটা একজন লেখকের জন্য বড় আকর্ষণ। শোনা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ তাদের গ্রুপগুলোকে অর্থ উপার্জনের সুযোগ করে দিবে। ওই সময় ছোট গল্প পোস্ট করেই একজন লেখক উপার্জন করতে পারবেন।

আপনি পুরনো পথ আঁকড়ে থাকবেন নাকি সময়ের সাথে নিজেকে বদলে নিবেন সেটা আপনার উপর

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা বেশ আগেই বই পড়া জাতি থেকে স্ট্যাটাস পড়া জাতিতে নেমে এসেছি। সামনে কি আছে সেটাই দেখার বিষয়। :(

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি বই লেখার কথা ভাবছি; বই যাতে নিচিহ্ন না হয়, সেই কথা মনে রেখে বইয়ের পক্ষে পোষ্ট লিখতে হবে, দেখছি।

আপনি বইকে ভালোবাসার নারীর কাছাকাছিকিছু হিসেবে তুলে ধরার চেষ্টা করেন; আমি আগামীতে এসে আপনার নতুন পোষ্ট পড়ে দেখবো

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: যা লেখাজোঁকা চোখে পড়ে মুখবইয়ের প্রচ্ছদে তার অধিকাংশের কন্টেন্ট নিলক্ষেতের নীল সিডি ধরনের। হতাশাজনক।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: জাতি বইয়ের মাঝে যেন আনন্দ খুঁজে পায়। ইয়াবার মধ্যে নয়।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

টারজান০০০০৭ বলেছেন: আপনার ধারণা আদ্যোপান্তই ভুল। জার্নাল, আর্টিকেল পড়ার মানুষ যেমন আছে , ফিক্শন, উপন্যাস পড়ার মানুষও বহুল পরিমানে আছে ! আর্টিকেল যতই গল্পচ্ছলে লেখা হউক না কেন তাহা কখনো উপন্যাসের বিকল্প হইতে পারিবে না ! বড়জোর, ফরম্যাট পরিবর্তন হইবে !

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অমূলক চিন্তা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.