নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের শিক্ষা, স্বপ্ন ও বাস্তবতা যেরকম অমসৃণ

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৬

আমার স্কুল‚ কলেজ‚ ভার্সিটির মেয়ে সহপাঠীদের প্রায় সবাই-ই চাকরি করতে চায় । সংসারের হাল ধরতে চায় । যদ্দুর জানি যেসকল মেয়েরা পড়াশোনার সাথে সম্পৃক্ত তাঁরা সবাই অপার এক সম্ভাবনা নিয়েই কাজটা করে । জীবন ও যৌবনের এক তৃতীয়াংশ সময় আমাদের পড়াশোনার পিছনেই চলে যায় ।

মেয়ে সহপাঠীদের অধিকাংশের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে-যাচ্ছে । স্বামী‚ সেই পরিবার‚ সন্তানাদির প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ অনেক বেড়ে গেছে । ক্লাসে যেই মেয়েটি সবথেকে প্রফুল্ল ছিলো দেখা যায় সেই মেয়েটি এখন কত নীরব কত নিশ্চুপ । অনেকেই ভালো স্বামী পেয়েছে‚ ভালো একটি পরিবারে[শুধু অর্থনৈতিক নয় মনঃতাত্ত্বিক দিক থেকেও ভালো] ঘরনি হয়ে গেছে ।

স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে যেই মেয়েগুলো এই যে এতবছরের দীর্ঘ একটা পথের যাত্রা শুরু করেছিলো তাঁদের ক’জনার স্বপ্ন‚ ইচ্ছে ও আকাঙ্ক্ষা অনুযায়ী সবকিছু পেয়ে গেছে? যদিও পত্রিকাতে এরকম কোনো জরিপ প্রতিবেদন পাইনি বলে সেটা উল্লেখ করতে পারছিনা ।

যাইহোক চাকরি মানে আমাদের ধরেই নিতে হয় স্থানান্তর । এই দেশে খুব সামান্যকিছু চাকরি-ই আছে যেগুলো নিজ জেলা বা উপজেলা পর্যায়ে হয়ে থাকে তাছাড়া বেশিরভাগই বাহিরে ।

আমরা যাঁরা অনার্স শেষ করেছি বা করছি যাঁদের উঠে আসা মধ্যবিত্ত‚ নিম্নবিত্ত থেকে আমরা খুব ভালো করেই জানি এই পথটা কত অমসৃণ‚ এই ম্যাথমেথিক্যাল সমীকরণটা কিরকম বিরূপ আকারের ।

চাকরিসূত্রে বাহিরে লাইফ লিড করার দু’টো উদাহরণ দিচ্ছি যেটি আমি ঢাকাতে স্বচক্ষে দেখেছি । বিশ্বাস করবেন কি-না আমি যখন এখানে-সেখানে বাসে ট্রাভেল করি তখন আমার ভিতরে এক অজানা ভয় কাজ করে । আমি একবার বাসে করে কল্যাণপুর থেকে শাহবাগ যাচ্ছিলাম তো বাসের মধ্যে তিন থেকে চারজন লোক । আমার ভিতরে এক আকস্মিক ভয় লাগা কাজ করছিলো । তখন সন্ধ্যা পেরিয়ে গেছে । আমি ভাবছি এই বাসে কোনো সমকামী উঠলো কি-না‚ আমার ফোন‚ মানিব্যাগের থেকেও বড় ভয় হচ্ছিলো ঐটা ।

এ দেশে নারী ধর্ষণকারীর সংখ্যাও যেমন অধিক তেমনি সমকামী লোকের সংখ্যাও নেহায়েত কম নয় । আপনি কারোর চেহারা দেখতে বুঝতে পারবেননা তাঁর ভিতরে আসলে কি । সেই বাসের যাত্রীগুলোর চেহারাতে কিরকম যেন একটা ছাপ । আমি ট্রুলি বলছি সেদিন আমি খুব ভীত ও সন্তস্ত্র হয়েছিলাম ।

এছাড়াও ঢাকাতে থাকার সময় দেখেছি বাংলা সিনেমার মতো কিভাবে একদল ছেলে রামদা‚ চাপাতি নিয়ে প্রতিপক্ষকে দৌঁড়ানি দেয়া হয় । আমি একজন সুঠামদেহী পুরুষ হওয়া সত্ত্বেও ভীত দিশাহীন হয়ে পড়েছিলাম । অতঃপর সেখানকার একজন স্থানীয় লোকের থেকে শুনলাম ঘটনার পিছনের কারণটা । তিনি জানালের এটা হলো আধিপত্য বিস্তারের নমূনা । এরকম ঘটনা মাঝেমধ্যেই ঘটে ।

আমি বেশ অবাক হলাম প্রত্যেক বয়স তেরো থেকে বিশের মধ্যে । অথচ এঁদের এতটা দাপট । শোডাউন দেয়ার সময় দোকানের গ্লাস ভেঙ্গে দিয়ে যায়‚ হোটেলের খাবার নষ্ট করে যায়‚ বাসার গেটে অস্ত্রের কোপ দিয়ে যায় ।

যাঁরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কখনও গেছেন তাঁরা জানেন সেখানকার মানুষদের চেহারার অবয়ব কেমন‚ দৃষ্টিভঙ্গি কেমন । কোনো প্রত্যন্ত এলাকার মানুষ ওঁদেরকে দেখলেই ভয়ে জবুথবু হয়ে যাবে । যেখানে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি চলে । এছাড়াও মারপিট তো সেখানকার নিত্যদিনের ঘটনা ।

এই যে শুধু দু’টো খুব ছোট উদাহরণ দিলাম তা থেকেই কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন এখানে জীবন ও জীবিকা কতটা কঠিন । সবসময় কিরকম আতঙ্ক নিয়ে মানুষকে বাঁচতে চায় । আমি চাই আমরা সবাই একটা ভালো অবস্থানে পৌঁছাই কিন্তু এইসব প্রতিকূলতাকে কাটিয়ে একজন নারী কিভাবে এগিয়ে চলবে । যদি জানে বাস্তব চিত্রটা কলেজের রুমে ক্লাসরুমের মতো নিঃসংকোচের নয়‚ নির্ভয়ের নয় । বাস্তব চিত্রটা এরকম । এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজনীন বলেছিলেন‚ “এভারেস্টে ওঠাটা যতটা না কষ্টকর বা ভয়ংকর তাঁর থেকেও ভয়ংকর ঢাকাতে চলাফেরা করা ।”

ভার্সিটির সুন্দর ডিপার্টমেন্ট থেকে বের হয়ে এই দূর্গম নগরীতে পা বাড়ালেই মানুষ আন্দাজ করতে পারে যে কোথায় ছিলাম আর কোথায় আসলাম । এখানে মানুষকে বিশ্বাস করাটা কতটা কঠিন রাত জেগে পড়াশোনা করে সিজিপিএ বাড়ানোর চাইতেও । আমাদের একাডেমিক বইবন্দী জীবনের থেকে অন্য জীবনটা কিরকম কণ্টকযুক্ত‚ অমসৃণ‚ অমাত্রিক...

সাব্বির আহমেদ সাকিল
১১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #জীবন #শিক্ষা #মেয়ে #নারী #স্বাধীনতা #স্বপ্ন #ইচ্ছা #ভয় #রিয়েলিটি #জীবনথেকেনেয়া #ঢাকা #ময়মনসিংহস্বপ্ন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



আকডুম বাকডুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.