নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

যুগের পরিবর্তন ও জীবনধারার নামে আধুনিকতা

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৭

পৃথিবীতে যুগ-শতাব্দী যেমন বদলেছে-বদলাচ্ছে সেইসাথে মানুষের শুধু ধ্যানধারণা-ই নয় সেইসাথে নাম‚ পোশাক-পরিচ্ছদও বদলে যাচ্ছে । যেমন আমার নামের কথা-ই ধরি‚ আমার নাম ‘সাব্বির’ বেশ কমন একটি নাম যা এ যুগের সাথে যায় ।

আমার নানার নাম ছিলো নূর উদ্দিন শাহ্‚ দাদার নাম সাহেব আলী । নানার বাবার নাম ছিলো মূলা শাহ‚ দাদার বাবার নাম এই মুহূর্তে মনে করতে পারছিনা । আমার এলাকায় নব্বই দশকের মধ্যভাগে যাঁরা জন্মেছিলেন তাঁদের কিছু নাম উল্লেখ করছি— আব্দুস সাত্তার‚ জব্বার আলী‚ মনসুর ফকির‚ মোছলেম উদ্দিন(জীবিত) এছাড়াও আরও বহু মানুষ পৃথিবীতে এসেছিলেন আবার চলেও গেছেন । বগুড়াতে থাকাকালীন এই ভাবনাটা আসলে আরওকিছু নাম ইনক্লুড করতে পারতাম ।

কিন্তু এই যে আশি-নব্বই বছরের মধ্যে সেই নামগুলো পুরাতন হয়ে গেলো-যাচ্ছে বর্তমান জেনারেশনের কাছে । কারণ নামগুলোর আর পুনরাবৃত্তি ঘটছেনা । সুতরাং হারিয়ে যাচ্ছে । সেই দশকে যাঁরা জন্মেছিলেন তাঁদের কাছে কিন্তু এই নামগুলো আধুনিক নাম ছিলো । পাঞ্জাবিতে পুঁথি বসানো থাকলে সেটা আধুনিক ছিলো । নারীরা সিল্কের কাপড় পরলে সেটাও মানসম্পন্ন ছিলো ।

আধুনিকতার বিষয়টি এমন নয় যে মোবাইল ব্যবহার করতে পারাটা আধুনিকতার একমাত্র বাহক । পৃথিবীতে একটা সময় কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান হয়েছে‚ সেটাও হয়তোবা কিছু সংখ্যক মানুষ করেছে । সেই যুগে হয়তোবা সেটাই ছিলো বড় আধুনিকতা । কিংবা হালচাষের জন্য বা নিড়ানি দেয়ার জন্য মজবুত কোনো যন্ত্র থাকলে সেটাও ছিলো আধুনিকতা ।

দু হাজার সাল থেকে তিন হাজার(তাঁর কমও হতে পারে) এই মোবাইল‚ টিভি‚ কম্পিউটারগুলো হয়তোবা আধুনিকতার পরিচয় বহন করবে । কিন্তু তিন হাজারের পরে যখন আমরা থাকবোনা তখন আসবে নতুন কোনো প্রযুক্তি তখনকার মানুষরা আমাদের অনাধুনিক বলে নিঃসন্দেহেই । যেমনটি আমরা আমাদের দাদা-নানা‚ দাদা-নানার বাবাদের বলছি তেমনটা ।

পৃথিবীতে মানুষের এই আধুনিকতার সঙ্গাটা কত দ্রুত বদলে যাচ্ছে । ছোট্ট একটি উদাহরণ দিই‚ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি যে ফোনটি কিনেছি এবং ব্যবহার করছি সেটি সেই সময়টাতে বেশ ভালো কদর এবং আধুনিক মোবাইল ছিলো । দেড় গিগাবাইটের এন্ড্রোয়েড মানে অনেককিছুই তখনকার সময়ে । বা ধরি আমি যখন ক্লাস এইটে নোকিয়া ২৬৯০ এর জাভা ফোন ব্যবহার করতাম তখন সেটাও ছিলো আধুনিক । এক সহপাঠীর ছিলো এন৭২ সিম্বিয়ান ফোন(আজকালকার জেনারেশন যাঁরা এক লাফে এন্ড্রোয়েড হাতে পেয়েছে তাঁরা জানেইনা জাভা‚ সিম্বিয়ান আসলে কি) তখন সেই সময়ে ছিলো সবথেকে দামী এবং আধুনিক ফোন ।

আজ থেকে মোটামুটি একশো বছর পর শুধু যে কবরের জমি পুরাতন হবে এমন নয় আমার নাম-আপনার নামটিও পুরোনো হয়ে যাবে‚ যেই আধুনিক পোশাকে তোলা বাহারি ছবি ফেসবুকে আপলোড করি সেটিও পুরাতন হয়ে যাবে‚ ডিএসএলআর ক্যামেরা সেটআপ করে বিভিন্ন পোজের যেই ছবি তুলি সেই স্টাইল পুরোনো হবে‚ ছবিগুলো পুরোনো হবে আগামী জেনারেশনের কাছে যেমনটি আপনার পিতা-মাতার সাথে আপনার ছোটবেলার ছবিটি দেখা যায় তেমনটা । কিরকম ছবির প্রিন্ট‚ রেজুলেশন যেটাকে আপনি মোডিফাই করেও এই যুগের সমকক্ষ করে আপলোড করতে হোঁচট খান ।

তবুও পুরোনো নাম‚ পুরোনো ছবি‚ পুরোনো স্মৃতি‚ পুরোনো মানুষ সবসময়ই স্বচ্ছ‚ সুন্দর দ্যুতিময় । পুরাতনকে আমরা অবহেলা করতে পারিনা‚ ডিঙ্গিয়ে যেতে পারিনা‚ তুচ্ছ করতে পারিনা । পুরাতনকে নিয়েই মানুষকে ভাবতে হয়‚ চলতে হয়...

সাব্বির আহমেদ সাকিল
২৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | ০৩ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ১১ অক্টোবর ২০২১ ইং | সোমবার | সন্ধ্যা ০৭ টা ৪৯ মিনিট | ময়মনসিংহ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৩

এপোলো বলেছেন: এখনকার আধুনিক নামগুলো উচ্চারণ করতে অনেক কষ্ট হয় । ভাগ্য ভালো এইসব দাঁতভাঙ্গা নামওয়ালা কারো সাথে চাকরি করতে হচ্ছে না। প্রতিদিন এরকম নাম ধরে ডাকতে গেলে আমার দাঁত একটাও আস্ত থাকবে না ।

২| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৭

কামাল১৮ বলেছেন: এখন পরিবর্তন হয় দ্রুত।

৩| ১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮

বিটপি বলেছেন: আমার ভাইয়ের দুই মেয়ের নাম খাদিজা আর আয়েশা - কই এই নামগুলো তো পুরনো হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.