নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
ছবি: প্রথম আলো
শীতকাল কি দারুণ একটা সময় । ছোট ছোট একেকটা দিন । দুপুরবেলার অলসতা । পরীক্ষার প্রেশার । কুয়াশায় মোড়ানো সকাল । কাকের ডাকাডাকি । সকাল বেলা ‘এ্যই খেজুরের রস’ ‘এ্যই খেজুরের রস’ বলে হাঁক দিয়ে যাওয়া মানুষ ।
শীতকালীন কত সবজি টমেটো‚ ফুলকপি‚ বাঁধাকপি‚ গাজর‚ মূলা‚ ঢেঁড়স । হাটে-বাজারে গেলে সেসবের রঙ দেখলেই পছন্দ হয়ে যায় । ব্যাগভর্তি করে বাজার কিনতে ইচ্ছে হয় ।
সাতমাথার মুজিবমঞ্চের সামনে ভাপাপিঠার মোহনীয় সুগন্ধ । সেউজগাড়ির মোড়ে‚ জহুরুল নগরের মদিনা মসজিদের সামনে‚ কামারগাড়ি কলেজ গেটের সামনে বসে পিঠার দোকান । চিতইপিঠা‚ চাপড়াপিঠা‚ কুশলিপিঠা‚ পাকানপিঠা । চিতই পিঠার সাথে দেওয়া হয় কাচা মরিচ ভর্তা‚ সরিষা ভর্তা । সরিষার ঝাঁঝে চোখ দিয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে ।
পুকুরের হিমশীতল পানিতে মাঝেমধ্যেই মরা মাছ ভেসে ওঠে । কারণ শীতকালে মাছেদের রোগব্যাধি বেশি হয় । গ্রামাঞ্চলে ধুম পড়ে যায় পিঠা উৎসবের । আত্নীয় স্বজনকে নিয়ে ঘটা করে হয় সেই আয়োজন । নানাবাড়িতে বিশাল চৌকিতে কাজিনরা মিলে গড়াগড়ি করা । সে কি মহা আনন্দ!
উমনি-ঝুমনি খেলা‚ রস-কস খেলা । বড় কোড বানিয়ে গাদল গাদল খেলা । আবার শীতের মিষ্টি রোদে ক্রিকেট খেলা । ক্যাচ ধরতে গিয়ে হাত লাল হয়ে যাওয়া । দুপুরের খাবারের পর চটের বস্তায় বই নিয়ে পড়তে বসা । কার্তিকের ধান কাটা শেষ হলে নাড়া কাটার ধুম । সেই নাড়া দিয়ে কলাগাছের ডাগুর দিয়ে ইটভাটা বানানো । ইঁদুরের গর্ত থেকে ধান বের করা । জমি থেকে নতুন লাল পাগড়ি আলু তুলে পোড়া খাওয়া ।
এ-সবই জুড়ে আসে আমার শৈশব-কৈশোরে । আরও বহু স্মৃতি আছে‚ সবকিছুর চাপে এতকিছু মনে করাও খুব সহজ কথা নয় । তবুও আংশিকভাবে কিছু কথা লিখলাম । এই শীত । আমার প্রিয় ঋতু । আমার অকুণ্ঠ ব্যাকুলতা‚ ভালোবাসা ।
⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০১ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১০ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৬ নভেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | শেরে বাংলা নগর‚ বগুড়া
#সাব্বিরসাকিল #শীত #শীতভাবনা #পিঠা #আয়োজন #উৎসব #বগুড়া
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪২
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: ভালোবাসা জানবেন । ❤️
২| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: শীত কাল অনেকেরই পছন্দ। কিন্তু আমার পছন্দ না।
আমার পছন্দ শরৎকাল।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আহা! শরতের শুভ্র মেঘে তবে মেতে থাকুন ।
৩| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার বেশ কয়েকজন ভাল বন্ধু ছিল বগুড়ার।তাদের একজন ক্যান্সারে মারা গেছে কয়েক বছর আগে।বাকিরা যে কোথায় কোন খবর জানি না।একবার জলেশ্বরীতলায় দুই মাস ছিলাম,আরেকবার সোনাতলায় ১০/১২ দিন ছিলাম।প্রথমটা স্বাধীনতার বেশ কবছর আগে পরেরটা স্বাধীনতার পরে পরে।
রাজীব নুর ঠিকই বলেছে।বুড়রা বেশি পেচাল পারে
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: কেমন লেগেছে বগুড়াতে জানাবেন...
৪| ১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৩
নাহল তরকারি বলেছেন: আমার শীত কাল পছন্দ।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৬
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আমারও ।
৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আগের শীতগুলো মধুর ছিল। এখন শীতই নাই
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৪
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একদম ঠিক বলেছেন ।
৬| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: গত সেপ্টেম্বরে বগুড়া গেলাম। মহাস্থানগড় ঘুরে এসেছি। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও গিয়েছিলাম।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৩
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: পুরোনো ঐতিহ্য কেমন লাগলো জানাবেন...
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৮
প্রামানিক বলেছেন: শীতকালের চমৎকার বর্ননা। ধন্যবাদ