নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
অনেকেই বলেনা যে ডিপ্রেশন কাটাতে হলে হাসপাতাল-মেডিকেলে ঘুরে আসতে । বলা হয় সেখানে গেলে নাকি উপলব্ধি হয় যে আপনার থেকেও কত খারাপ অবস্থায় আছে মানুষ ।
আমি এই কথাটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি । কারণ দু’টো দু’ধরনের সমস্যা একটা ফিজিক্যাল আরেকটা মেন্টাল । ফিজিক্যাল সমস্যার কারণে যাঁরা হাসপাতালে ভর্তি হোন তাঁদের পাশে দেখবেন কত আপনজন, কতরকম বাহারি খাবার । অর্থ না থাকলেও ধার করে, সুদের হারে টাকা নিয়ে কিংবা জমি-জমা বিক্রি করে চিকিৎসা করায় । শারিরীক কষ্ট থাকলেও অন্তত মানসিক কষ্ট থাকেনা । যেকারণে শারিরীক কষ্টে থাকা মানুষরা কখনও আত্নহত্যা করেননা ।
অথচ মনঃতাত্ত্বিক সমস্যাগুলো এরকম আশা, ভরসা, বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া যায়না । একটা মানুষের হতাশা বিভিন্ন দিক থেকে আসে, এই সমস্যাগুলো চতুর্মুখী । কখনও পরিবার, কখনও সম্পর্ক আবার কখনও অর্থনৈতিক, কখনও অন্যকিছু ।
একটা বয়সে আমাদের সবথেকে হতাশার জায়গা তৈরি হয় যখন আশেপাশে প্রিয় মানুষজনের অভাব দেখা যায় । আপনার মনের কথা খুলে বলার মতো মানুষজন থাকেনা । আবার আরেকটা জায়গা হলো ‘আইডেন্টিটি ক্রাইসিস’ ।
দুই সমস্যার সাথে লড়তে লড়তে মানুষ হেরে যায় । পৃথিবীতে আত্নহত্যার পিছনের কারণ খুঁজলে দেখা যাবে সমস্যাগুলো শোনার বা ভরসা-আশ্বস্ত করবার মতো মানুষ তিনি পাননি । ফলে নিজে নিজেকে শেষ করেছেন ।
পৃথিবীতে চারদিকে ভেবেচিন্তে কাজ করা মানুষের সংখ্যা খুব স্বল্প । সাধারণত স্বার্থবাদী মনোভাবের মানুষদের মাঝে এটি বেশি লক্ষ্য করা যায় কতটা সুচতুর তাঁরা ।
মৃত্যুর পূর্বে মানুষকে এমনকিছু বিষয় তাড়িত করে যা ভয়াবহ রকমের অস্বস্তির । গলাকাটা মুরগির মতো মানুষ ছটফট করতে থাকে বাঁচবার আশায় । পৃথিবীতে কিছু মানুষের জন্য নির্দিষ্ট দু-চারজন থাকে, থাকা দরকার যাঁরা নতুন জীবন দেন । যাঁরা জ্বলতে সাহায্য করেন ।
সোশ্যাল মিডিয়ায় রঙীন ছবি মানেই মানুষের জীবন রঙীন নয় । রেষ্টুরেন্টে চেক-ইন দেয়া মানেই তাঁর অর্থনৈতিক কোনো সমস্যা নেই । মানুষকে জাস্টিফাই এভাবে কখনও করা যায়না ।
মানুষ বাঁচে আশায়, ক্ষুদ্র কিছু মানুষের জন্য । মানুষ বেঁচে থাকে কারোর হাসি দেখবার জন্য, কাউকে একটু সুখে দেখবার জন্য, একটু শান্তির জন্য; নয়তো পৃথিবী তাঁর জন্য মিথ্যার বলয় মনেহয় । আর তখনই ঘটে..
সাব্বির আহমেদ সাকিল
০৮ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | রোববার | ২২ মে ২০২২ ইং
২| ২৩ শে মে, ২০২২ রাত ১২:৩৭
নূর আলম হিরণ বলেছেন: ডিপ্রেশনে ভুগলে মানসিক চিকিৎসা নেওয়া উচিত। আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বিষয়টি নিয়ে মানুষের ধারণা নেই। মানুষ টাকা পয়সার জন্য আত্মহত্যা করে না, কিন্তু মানসিক অশান্তির জন্য বহু আত্মহত্যার ঘটনা ঘটে।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২২ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আমার এই রকম কোনো সমস্যা নেই।
হাতের কাছে বই আছে। নানান রকম মুভি আছে। কত রকম বিনোদন।