নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

দলান্ধ শিক্ষকতার বলয়ের কারণ-ই বর্তমান প্রেক্ষাপটের সৃষ্টি নয় কি?

৩০ শে জুন, ২০২২ রাত ১২:২২

সাভারের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যা, নড়াইলের শিক্ষক স্বপ্নন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়ানো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছাত্রের কুপ্রস্তাব ।

তিনটিই সাম্প্রতিক সময়ের খবর । এঁর পিছনের দায়ী মূলত একটা বিশেষ শ্রেণীর শিক্ষকদের দলদাশ আর লেজুড়বৃত্তিক রাজনীতির প্রভাব । শিক্ষকদের এই অবস্থার জন্য দায়ী শিক্ষকদেরই একটা শ্রেণী, অন্য কেউ নয়; দু-একটা বিচ্ছিন্ন ঘটনা আছে ।

এক শ্রেণীর শিক্ষকরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় আঁচলের নিচে নিজের চেহারাকে লুকিয়ে রাখেন । বাড়তি সুবিধা, প্রমোশনের জন্য জড়ান লেজুড়বৃত্তিক রাজনীতিতে । প্রমোট করে বেড়ান সেই সন্ত্রাসীদেরকেই, অপদস্তকারীদেরকেই ।

স্কুল থেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই একই চিত্র । যদিও বিশ্ববিদ্যালয়গুলোতে এঁর প্রভাব সবথেকে বেশী । শিক্ষকদের জন্য আছে নানা সমিতি, সংগঠন । যেন তাঁদের চাকরির নিরাপত্তা, বেতনের স্বচ্ছতা, জীবনের নিরাপত্তা, সম্মানের নিরাপত্তা এবং বৈষম্যের শিকার না হোন, যেন বিপদের দিনে এই সমিতি, সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়ায় ।

অথচ আমরা বরাবরই দেখি লেজুড়বৃত্তিক রাজনীতি করার কারণে দোষীদের নাম, দলের নাম নিতেও তাঁরা মুখে কুলুপ এঁটে থাকেন । সরকারি দলের নেতা-কর্মীদের সাথে 'সহমত ভাই' হয়ে ওঠেন । ছাত্রনেতাদের ভয়ে কাঁপতে থাকেন । আবার এইসব সমিতি, সংগঠনের নেতা হন লেজুড়বৃত্তিক রাজনীতি করা সেইসব শিক্ষকরাই ।

অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পথে থাকার এই নীতিকথাগুলো শিক্ষকরাই আমাদেরকে শেখান । অথচ দিনশেষে তাঁরাই অন্যায়ের বিরুদ্ধে নিশ্চুপ থাকেন, এবং প্রশ্রয় দেন । তাঁরাই লাঞ্ছনার শিকার হোন, অপদস্ত হোন, মার্ডার হোন । বড্ড সেল্যুকাস!

উপরোক্ত তিনটি ঘটনারই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক ।

১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার | ২৯ জুন ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ রাত ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

রাজনীতির ছায়ার নিচে শিক্ষক থাকে,শিক্ষার্থীও থাকে; তবে মাঝেমধ্যে চন্দ্র,সূর্যের মত গ্রহণ চলে।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একদম ।

২| ৩০ শে জুন, ২০২২ রাত ২:৩৫

কামাল৮০ বলেছেন: এর জন্য দায়ী মৌলবাদের বিকাশ।প্রতিটি ঘটনাই সাম্প্রদায়িক।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: কিভাবে এত শিওর হয়ে এই কথা বললেন?

৩| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খুবই দুঃখজনক একটি ঘটনা।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হ্যাঁ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.