নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী ও কৃতজ্ঞতাবোধ

০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:১১

কৃতজ্ঞতাবোধ না থাকা মানুষগুলোর থেকে আমি বরাবরই দূরে থাকার চেষ্টা করি, যতটা পারা যায় । সেটা যদি আমার রক্তের সম্পর্কের কেউ হয় তাঁর সাথেও ।

কথা বলি, সম্পর্ক গড়ি আমার মাইন্ডসেটের মতো মানুষদের সাথে । বন্ধুসুলভ সম্পর্ক গড়ার ক্ষেত্রে কে ধনী, কে গরীব, কে কালো, কে সাদা, কে চিকন, কে মোটা এইসবকে তুচ্ছ করে দেখেছি ।

কোনো বৃদ্ধের সাথে বন্ধুত্ব গড়তেও আমার দ্বিধা নেই যদি তাঁর মাইন্ডসেট আমার মতো হয় । ঘণ্টার পর ঘণ্টা যাঁর সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়, কোনো বোরনেস কাজ করেনা সেরকম মানুষ ।

বেশ কয়েকমাস পূর্বে একজন সাংবাদিককে ই-মেইল পাঠিয়েছিলাম তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সেই সাংবাদিক আমাকে রিপ্লাই দিয়েছিলেন খুব আন্তরিকতার সাথে । আমি আশা করিনি যে তিনি আমাকে রেসপন্স করবেন, রিপ্লাই পাঠাবেন ।

বাঙালীদের অন্যতম বড় দোষ এঁদের কৃতজ্ঞতাবোধ কম, যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে আঁতেল ভাবে, ছোট ভাবে । কারোর থেকে একটা পথের ঠিকানা জানার পরও কৃতজ্ঞতা প্রকাশ করতে অস্বীকৃতি জানায় । বিপদে সাহায্য পেলেও নূন্যতম কৃতজ্ঞতা প্রকাশ করেনা । কারোর কৃতজ্ঞতা প্রকাশ করলেই ভাবে তাঁর লাখ টাকার ক্ষতি হয়ে গেলো বোধহয়!

আমি বরাবরই চেষ্টা করি কৃতজ্ঞতা প্রকাশ করতে । এই গুণটা আমার মায়ের মধ্যে ভীষণ আকারে আছে, তাঁর থেকেই পেয়েছি । মা’র একটা জিনিস খারাপ লাগে সেটি হলো তিনি অতি নমনীয়, দয়ালু, মহানুভব মানুষ হওয়ার কারণে । কেউ কিছু চাইলে সাহায্য না করে তাকে থামানো যাবেনা ।

আমি বারবারই বলি, মা নিষ্ঠুর হতে শেখো, কঠোর হতে শেখো । তখন মা নবীজী(সা.) এঁর উদাহরণ টানেন । ইউসুফ(আ.) এঁর উদাহরণ টানেন । আমি ভীমড়ি খেয়ে পড়ি । চুপচাপ হয়ে পড়ি...

সাব্বির আহমেদ সাকিল
১৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | রোববার | ৩১ জুলাই ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৩৩

কামাল৮০ বলেছেন: অভিজ্ঞতা ছাড়া বুঝেন কি ভাবে।

২| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:




আপনি নিজের ঢোল বেশী জোরে বাজাচ্ছেন!

৩| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৪৫

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে। সকলের আচার যেমন এক নয় তেমনি মানসিকতার ও তারতম্য থাকবে এটাই স্বাভাবিক। নিজের ভাবক্তি বেশ সারল্যে উপস্থাপন করেছেন। যা আপনার মনের সরলতার প্রকাশ। সময় হচ্ছে খুব মূলবান শিক্ষক। সময়ই আপনাকে বুঝিয়ে দিবে আপনার কি করা প্রয়োজন আর কি নয়। ভাল থাকুন।

৪| ০২ রা আগস্ট, ২০২২ রাত ১২:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ বাঙালির কৃতজ্ঞতাবোধ নেই।

৫| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৬:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: বিদেশ যামু গা। এই দেশে থাকমু না। হে আল্লাহ; আমারে ইউরোপ বা আমেরিকা নিয়ে যাও।

৬| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৮:৪০

শেরজা তপন বলেছেন: কথা কিছু ঠিক
তবে কি পৃথিবীর যাবতীয় বদগুনগুলো দখল করে আছে বাঙ্গালীরা??

৭| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

অগ্নিবেশ বলেছেন: সেই নবীজির সা এর উদাহরন আমিও শুনে ধন্য হতে চাই, একটু বর্ননা করুন প্লিজ।

৮| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি বরাবরই চেষ্টা করি কৃতজ্ঞতা প্রকাশ করতে ।
আমিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.