নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
সিদ্দিক । বাবার নাম খতিব । বাড়ি গাইবান্ধা জেলার তুপকোলা গ্রামে ।
সিদ্দিক একটা বাড়িতে গিয়ে বলেছিলেন, ‘আপা তোমার মামা ৫০০ টাকা চাইছে...দাও’ । তারপর সিদ্দিক সেই টাকাটা হাতে পেয়েই ভোঁ দৌড় মারে । তখন সেই ভদ্রমহিলা, 'চোর...চোর' বলে হাঁক ছাড়লে কয়েকজন ছেলে তাকে ধাওয়া করে । হাঁপাতে হাঁপাতে সিদ্দিক অপরিচিত একটা বাড়ির চৌকির নিচে গিয়ে লুকিয়ে পড়ে । কিন্তু সিদ্দিকের আর শেষ রক্ষা হয়না । চার-পাঁচজন ছেলে তাকে ধরে ফেলে ।
সিদ্দিকের চেহারাটাকে ফোকাস করে একজন ভিডিও করছিলেন এবং তাঁর থেকে ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছিলেন । সিদ্দিক সরলমনে তাঁর নাম, পিতার নাম, ঠিকানা বলে দেয় । সে যেগুলো কথা বলে সবগুলো সত্যি কথা বলে । এবং সে দোষ না করার পরেও লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে ।
সিদ্দিকের চেহারা, বেশভূষা এবং কথা বলার ধরণ দেখে অনেকেই আন্দাজ করে নিয়েছেন এরকম চেহারা সাধারণত কাদের হয় । হ্যাঁ! ঠিকই ধরেছেন যাঁরা আধা পাগল মানুষ তাঁদের ।
ভিডিওর এক পর্যায়ে দেখা যায় সিদ্দিকের হাতে বেশ কয়েকটি সুঁই । তাকে জিজ্ঞেস করা হয়, তাঁর হাতে এতগুলো সুঁই কেন । তখন সিদ্দিক খুব সরল ও সোজাভাবে বলে দেয়, তাঁর বউ এই সুঁইগুলো দিয়ে লেপ সেলাই করে । অর্থ্যাৎ সিদ্দিক একজন বিবাহিত মানুষ । তাঁর ঘরে সন্তানসন্ততি আছে কি-না সেটি সেই ভিডিওতে জানা যায়নি ।
ভিডিওর শেষে ভিডিও ধারণকারী বলেন, “দেখেন চোরের কি অবস্থা । আমরা চোরের সাথে মজা করতেছি ।” এতটুকুই ছিলো ভিডিওটি ।
এই যে সিদ্দিক একজন গ্রাম্য সহজ-সরল সত্যবাদী প্রকৃত মানুষ । যিনি চুরি না করেও, ভুল না করেও ভুল স্বীকার করার মতো সৎ সাহস রাখেন । যিনি স্ত্রীর কথা ভাবেন, পরিবারের কথা ভাবেন ।
আপনি আমাকে কমেন্ট থ্রেডে জানান আপনার জীবনের বিগত এক যুগে(১২ বছর) এরকম কয়টা সত্যবাদী মানুষ দেখেছেন । এরকম সহজ-সরল ভালো মানুষ দেখেছেন । যিনি চুরি না করেও, ছিনতাই না করেও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন । প্লিজ জানাবেন...
এই ভিডিওটা যখন প্রথমে দেখেছি, তখন আমিও হেসেছি । ভিডিওর সেই পোস্টে হাহা রিয়্যাক্ট দিয়েছি, কারণ মজা পেয়েছি । কিন্তু গত দু-তিন দিন হলো আমি ভাবছি যে আরে এরকম মানুষ এই বঙ্গদেশে ক’জন আছে । যে দেশে বছরে প্রায় এগারো লক্ষ কোটি টাকা পাচার হয় । একটা রাস্তার প্রকল্পের প্রায় তিন চতুর্থাংশ বরাদ্দ নির্দিষ্ট একটা মহলের পকেটে ঢুকে যায় । সিন্ডিকেট তৈরি করে ৪০ টাকা কেজির পেঁয়াজ ২৫০ টাকা হয়ে যায় । যে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্য দেশের গবেষণাপত্র চুরি করে(চৌর্যবৃত্তি) ডক্টরেট বনে যায় ।
সে দেশে সিদ্দিক তো একজন সততার প্রতীক । উই মাস্ট স্যালুট টু হিম । হি ইজ আ ট্রু ম্যান । উই মাস্ট সে হি ইজ মোস্ট রেস্পেক্টেবল এন্ড অনেস্ট পার্সন ।
এই সিদ্দিকের প্রতি শ্রদ্ধা । এই সিদ্দিক সম্মানের যোগ্য আপনার-আমার দেশে । কিন্তু আমরা তাকে তা দিতে পারিনি বা শিখিনি । কোটি কোটি শূয়োর শাবক জন্ম দেয়ার চাইতে এরকম সিদ্দিকের জন্ম দিন, যে অকপটে সত্য স্বীকার করতে জানে, পরিবারের কথা ভাবে । মারপিটের ভয় থাকলেও এক মুহূর্তের জন্য সত্য থেকে দূরে সরে যায়না ।
‘সিদ্দিক’ আপনাকে স্যালুট । আপনি আমার কাছে শিক্ষিত দলকানা এবং দুর্নীতিবাজের চাইতেও কোটি গুণ বেশী শ্রদ্ধার পাত্র । আপনাকে লাল সেলাম ।
সাব্বির আহমেদ সাকিল
১৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | মঙ্গলবার | ০২ আগস্ট ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৫
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হাহাহা।
২| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:২৭
পুরানা দামান বলেছেন: সিদ্দিকেরাই চোর হয়ে যায় আর চোরদের মহারাজ হয় সাধু।
০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৬
সাব্বির আহমেদ সাকিল বলেছেন: বাস্তব কথা বলেছেন ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল কথন!
পাগল কখন কী
বলে আর কখন
কী করে তার হিসাব
কে রাখে!
৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:২৬
তানভীর অর্ণব বলেছেন: ভাই, আপনার লেখা আমার মাথার উপর দিয়ে গেল। একজন মানুষ চুরি না করেও, কোন প্রকার ভুল না করেও ভুল স্বীকার করছে বা বলছে আমি চুরি করেছি। তাহলে সে সত্যবাদী হলো কি করে?? তার মধ্যে আপনি কোথায় এতো মহানুভবতা খুজে পেলেন??
এখানে তার ক্ষমা চাওয়ার ব্যাপারটা তার একটা ভাল দিক বলতে পারেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দেন।