নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।
‘ঘুম’ মানবজীবনের সাথে জড়িয়ে থাকা অত্যাবশকীয় একটি ঘটনা । আমরা প্রতি রাতেই ঘুমাই । কেউ টিনশেড ঘরে, কেউ দোচালা ঘরে, কেউ বিল্ডিংয়ে, কেউ ডাইনিংতে, কেউ ফুটপাতে, কেউ রাস্তার বিভাজে, কেউ নৌকায়, কেউ বাসে, কেউ লঞ্চে ।
রাত্রি এলেই আমাদের ঘুমের প্রয়োজনীয়তা বাড়ে । সারাদিনের ক্লান্তি শেষে বাড়ির কর্তা-কর্তীরা, স্কুল পড়ুয়া ছেলে-মেয়েরা সবাই ঘুমিয়ে পড়ে একটা সময়ে । কেউবা আবার জেগেও থাকে সারারাত । নৈশপ্রহরীরা বাঁশি বাজিয়ে বাসা-অফিস, দোকানপাট পাহাড়া দেয় । স্টেশনে, বন্দরে, বাসস্ট্যান্ডে কিছু মানুষ সারারাত ধরে ব্যবসা করে । জিনিসপত্র বিক্রি করে ।
একেকটি মানবজীবনের বেঁচে থাকার দিনক্ষণ আমাদের সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন । এই লিমিটেড সময়ের মধ্যেই আমাদের ফিরে যেতে হয়-হবে আরেক জগতে ।
একজন মানুষের গড় আয়ু ৭২ বছর হলে তাকে এই সময়টাতে বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিবেশে ঘুমাতে হয় । আমার পঁচিশ বছরের জীবনে বহু জায়গায় রাত কেটেছে । কত জায়গায় ঘুমিয়েছি তাঁর নির্দিষ্ট কোনো হিসেব নেই ।
অপরিহার্য এই ঘুম কত স্থানে কেটে গেছে-যাচ্ছে-যাবে তা আমরা কেউ-ই জানিনা । একেকটা ঘুমে কত স্বপ্ন থাকে, কত দুঃস্বপ্ন থাকে, কত গল্প থাকে । সেই স্বপ্ন, ঘুমকে কখনও আমরা আমাদের জীবনভর কেটে গেলেও তুলে ধরিনি বা ধরিনা ।
সন্ধ্যা পেরিয়ে রাত নামে । কৃষ্ণপক্ষ আসে, শুক্লপক্ষ আসে । আমাদের রাত্রি কেটে যায় । ঘুমে বিভোর হয়ে হারিয়ে যাই কোথায় থেকে কোথায়...
প্রিয়কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, “ঘুমাও । ঘুমের মধ্যেই আছে মৃত্যুর মতো শান্তি ।” আহা! কি সেই কথা...
সাব্বির আহমেদ সাকিল
২৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | মঙ্গলবার | ০৯ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
২| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৯
ককচক বলেছেন: ঘুমের মধ্যে শান্তি আছে এইটা ঠিক। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, মৃত্যু যদি অনন্তকালের ঘুম হয় আর মানুষ 'বিশাল অনন্তহীন দুস্বপ্নের দুনিয়ায় আটকে যায়'?
জীবিত মানুষ ঘুমালেও ব্রেইন জেগে থাকে, মৃত মানুষের ব্রেইনও ফকে অবশ্য স্বপ্ন দেখার কথা না।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৯
ইমরোজ৭৫ বলেছেন: ঘুম নিয়ে সুন্দর আর্টিক্যাল।