নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

সংবাদপত্রে দৈনদশা

১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২



একটাসময় পত্রিকাগুলোতে কিছু নিউজ হতো প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষদের নিয়ে । কোনো একটি গ্রামের এক সৎ ব্যক্তির ঘটনা নিয়ে, কোনো একটি গ্রামের একতা নিয়ে, জীবন সংগ্রাম নিয়ে, কৃষি খাতে সম্বৃদ্ধিতে, প্রতিবাদী ভূমিকা নিয়ে ।

কিন্তু আজকালকার সময়ে অনলাইন পোর্টাল, ছাপা পত্রিকা এমনকি সাংবাদিকতা পেশায় বহুলতা অনেক । মানুষের হাতে হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার প্রভাব, মন্তব্য কিংবা লেখালেখির এক মুক্ত মাধ্যম তৈরি হয়েছে ।

গত এক মাসের বা ছয় মাসের হাইলাইট যদি আমরা টানি যে উমুক পত্রিকায় এমন কি নিউজ প্রকাশিত হয়েছে যেটা মানুষের মুখে-মুখে ছড়িয়ে গেছে কিংবা দীর্ঘদিন সেটি মানুষের মনে থাকবে এবং সেটি লোক থেকে লোকান্তরে সেই লেখাটি ছড়িয়ে যাবে ।

যাঁরা নিয়মিত পত্রিকা পড়েন বা আমার সাংবাদিক ভাই, বন্ধুরা কি আদৌ বলতে পারবেন?

ছাপা পত্রিকার ফ্রন্টপেইজে মডেল কিংবা অভিনেত্রীর অর্ধনগ্ন গরম ছবি প্রকাশের ব্যাপারটি শুধু আমাদের দেশেই নয়, বাহিরের দেশেও আছে । বাহিরের দেশে নগ্ন ফটোশ্যুটের ম্যাগাজিনেরও ভালো চাহিদা আছে । কিংবা সমালোচিত পরীমনির ভংচং নিউজ বা প্রযোজক ও মাহিয়া মাহি বিতর্কের বিষয়টি, অনন্ত জলিলের দাঁড়ির কাটিংয়ের নিউজগুলো বর্তমান জেনারেশনের মানুষের চাহিদার উপর নির্ভর করে করা হয় বলেই অনেকে বলে থাকেন ।

সেইসব গরম ছবি দিয়ে, চটকদার বিজ্ঞাপন দিয়ে ছাপা পত্রিকা বিক্রি বাড়ানো অথবা ভংচং ভিডিও প্রতিবেদনের ফলে অনলাইন ইনকাম সোর্স হয়তোবা বাড়ছে । আবার ‘প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, বিয়ের দাবীতে অনশন’ এসব নিউজ মানুষের কাছে রিচ করছে বেশী ।

বাস্তবিক অর্থে এসব নিউজগুলো সমসাময়িক একটা প্রভাব থাকলেও এসবের কিন্তু সুদূরপ্রসারী প্রভাব থাকেনা বা নেই । একটা চায়ের দোকানীও প্রতিদিন পত্রিকা কেনেন, সেলুনের নাপিত পত্রিকা কেনেন, মুচি পত্রিকা কেনেন, চালের দোকানী পত্রিকা কেনেন এছাড়াও সকল স্তরের, সকল পেশার মানুষ-ই পত্রিকা কেনেন ।

অনেক আগ্রহ নিয়েই মানুষ পত্রিকা পড়তে থাকেন । যিনি পড়ালেখা জানেন তিনি পত্রিকা করে অন্যদের শোনান, যাঁরা মূলত পড়তে জানেনা । এভাবেই পত্রিকা নির্দিষ্ট কিছু কলামের গল্প ছড়িয়ে পড়ে শিক্ষিত, অশিক্ষিত সর্বস্তরের মানুষদের কাছে ।

বস্তুনিষ্ঠ, মূলধারার কিংবা ইউনিক নিউজগুলো আর খুব একটা প্রচার না হওয়ার পিছনের কারণগুলো আসলে কি! কেন এই দৈনতা! কেন আমাদের ভালো নিউজের এত অভাববোধ...

পত্রিকা এবং সাংবাদিকতায় আমাদের সেই সুদিনগুলো আবারও ফিরে আসুক । মানুষের মুখে মুখে রব উঠে যাক কিছু কলামের কথা, কিছু সাংবাদিকের কথা...

সাব্বির আহমেদ সাকিল
০৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ১৯ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশের পত্রিকাগুলো এখন পড়ার অযোগ্য। উদ্ভট, অপ্রয়োজনীয় আর চটকদার সংবাদ দিয়ে মানহীন পত্রিকার পাতা সাজানো হয় ভিউ পাওয়ার আশায়। ফ্যাশন, রপসজ্জা আবোল-তাবোল সেকশন খুলে অর্ধনগ্ন নারীর ছবি দিয়ে দেশের সংস্কৃতির প্রতি বুড়ো আঙুল দেখানো হচ্ছে আধুনিকতার লেবেল দিয়ে। এগুলো সবই অসুস্থ সামাজিক কোষ্ঠকাঠিণ্যের ফলাফল। দেখার কেউ নেই, বলারও কেউ নেই।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: একদম ভাই ।

২| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৮:১০

পোড়া বেগুন বলেছেন:
মনে হয় বিশ্বের বড় বড় সুংবাদপত্রের মতো
একদিন বাংলাদেশের সংবাদপত্রের বিলুপ্তি
ঘটবে।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩২

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেটি হওয়ার ঢের সম্ভাবনা আছে বৈকি!

৩| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৫ বছর আগে পর্যন্ত আনুমানিক ২০ বছর টানা পত্রিকা কিনেছি।
গত ৫ বছরে কোন পত্রিকা ছুয়েও দেখিনি।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: পত্রিকাগুলোতে আর তেমন কিছু পাওয়াও যায়না ভাই!

৪| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিদিন অফিসে প্রথম আলো দিয়ে যায়। পত্রিকা ব্যবসা মনে হয় আগামী ৫ বছর পর বন্ধ হয়ে যাবে। এখন তো অনলাইনের যুগ। সবার হাতে হাতে মুবাইল। আর পত্রিকাওয়ালা দের দোষ দিয়ে লাভ নেই। বাকস্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেরকমই ঘটার সম্ভাবনা আছে বৈকি ।

৫| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১০

জ্যাক স্মিথ বলেছেন: সংবাদপত্র ব্যবসায়ী এবং রাজনীতি ব্যবসায়ী এরা ঠিক কোন কোন পদ্ধতিতে অর্থ উপর্জন করে তা নিয়ে গবেষণা করতে করতে আমি শেষ। |-)

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩১

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: হাহাহা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.