নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

সুন্দরীতমা সানা মারিন তুমি এক অনন্য উদাহরণ

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৮



কোনো একটি ঘটনা সংবাদমাধ্যমে না আসা পর্যন্ত আমরা তা জানতে পারিনা । ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন, যাকে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করবে । ৩৬ বছর বয়সী একজন নারী তিনি । কত লাবণ্যময়, কি নিখুঁত গঠন আর অসাধারণ বাচনভঙ্গির অধিকারী তিনি ।

সম্প্রতি সানা মারিন তাঁর বন্ধুদের সাথে একটি পার্টিতে নেচেছেন এবং সেকারণে সমালোচনার শিকার হয়েছেন । নেটিজেনরা মন্তব্য করেছেন, তিনি সেদিন মাদক গ্রহণ করেছিলেন । মারিনকে নিয়ে সমালোচনা করা হয় দেশ ও বিদেশের সংবাদমাধ্যমেও ।

পেতরি কুইতেনেন নামে একজন ফিন নাগরিক তাঁর টুইটারে লিখেছেন, “দেশে বিদ্যুতের উচ্চ দাম, স্বাস্থ্যসেবার অভাব অথচ একজন লিডার কিভাবে তাঁর সময় অতিবাহিত করছেন ।”

আলেক্সি ভালাভুওরি নামের একজন লিখেছেন, “একজন দায়িত্ববান লিডার জাতির এই ক্রান্তিকালে কিভাবে এই কাজ করতে পারেন ।”

আবার কেউ কেউ বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত অধিকার ।

সানা মারিন কতটা আত্মশুদ্ধিপ্রবণ মানুষ হলে তিনি মাদক পরীক্ষা করাতে গিয়েছেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে মারিন বলেছেন, “আমার লুকানোর কিছু নেই । আমি মাদক সেবন করিনি । তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই ।”

একজন দায়িত্বশীল ও ইতিবাচক আচরণের বহিঃপ্রকাশ সানা মারিন । যে নিজের ভুল শোধরাতে জানে এবং অপরাধ স্বীকার করতে জানে সেই-তো প্রকৃত মানুষ ।



অথচ আমাদের দেশে! সাধারণ জনগণ কিংবা সংবাদমাধ্যম এইসব রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরা হলেও, মন্তব্য করা হলেও কোনো পদক্ষেপ নিতে সেভাবে দেখা যায়না । এদেশে সবকিছুই জায়েজ, সংবাদমাধ্যমের তোয়াক্কা অধিকাংশ জনেই করেননা, আইনের তোয়াক্কা করেননা । এবং নিজের ভুল স্বীকার কিংবা আত্মশুদ্ধির প্রয়োজন তো মনে করেন ই না । কারণ তাঁরা নিজেকে সর্বশক্তিমান ইশ্বর ভাবেন বলেই হয়তো তা করেননা ।

আবার আমাদের সাংবাদিকবৃন্দরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গকে সেভাবে প্রশ্নও করতে পারেননা । কারণ ডিজিটাল সিকিউরিটি আইন দ্বারা যেখানে সাংবাদিকদের হাত-মুখ বাঁধা । প্রশ্ন করলেই আইন, আদালত, গুম, খুনের মতো ঘটনা ঘটতে পারে । নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবেই চুপ থেকে যান । যে কথা ০৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দ্যা ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম স্যার বলেছিলেন ।

এটাই হলো ফিনল্যান্ড আর বাংলাদেশের লিডারদের মধ্যেকার পার্থক্য...

সাব্বির আহমেদ সাকিল
০৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শনিবার | ২০ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:৩০

জ্যাক স্মিথ বলেছেন: The coolest prime minister on Earth B-) কিন্তু তিনি কোন মদক গ্রহণ করেননি একটু অ্যলকোহল পান করেছিলেন মাত্র।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: তাই নাকি? ডোপ টেস্টের রেজাল্ট আসার আগেই বলে দিলেন?

২| ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬

জ্যাকেল বলেছেন: উনাকে(চেহারার কারনে) আবেদনময়ী সুন্দরী মনে হচ্ছে না।

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: আচ্ছা ।

৩| ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: তিনি মদক গ্রহণ করলে কোন মতেই সেচ্ছায় ডোপ টেষ্ট করাতেন না কোন না কোন ভাবে এড়িয়ে যেতেন।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: রাইট ।

৪| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৯

আঁধার রাত বলেছেন: যে যবর যা, যে জাতের যা। যে দেশের মানুষ যেমন, সে দেশের মানুষ তেমনই নেতা পেয়ে থাকে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৬

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেটা সবসময় সত্যি নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.