নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্কুল কি ফিরে পাবে তাঁর পুরোনো রূপ?

১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০



আজকাল নিউজগুলো আমরা শুধু দেখে যাচ্ছি, পড়ে যাচ্ছি । কিন্তু নিউজ করার ফলে যে একটা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে হবে সেটি যেন দেখতেই পাইনা । সবই যেন লাগামহীন টাট্টু ঘোড়া । কারোর ব্যক্তিত্ব চলে গেলেও যায় আসেনা, দুর্নীতি করলে যায় আসেনা, খুন করলে যায় আসেনা । নিউজ হচ্ছে তো হোক!

আমাদের দেশের সংবাদপত্রের মতো এরকম দূর্দশা পৃথিবীর আর কোথাও আছে কি-না আমার জানা সেই । আমরা আশা রাখি কোনো বিষয়ে নিউজ ছাপা হলে উপর মহল সেটিকে গুরুত্ব দিয়ে দেখবেন, পদক্ষেপ নিবেন । আদতে খুবই স্বল্প পরিমাণেই সেটি হচ্ছে বলেই নিউজগুলোর পরবর্তী ফিডব্যাক দেখে বুঝতে পারি ।

গত ১৪-ই ডিসেম্বর তেমন-ই একটা গুরুত্বপূর্ণ নিউজ(অধিকাংশের কাছে অগুরুত্বপূর্ণ) করেছে দি ডেইলি স্টার । যেই নিউজটা ‘টক অব দি কান্ট্রি’ হবার কথা ছিল । কিন্তু তা হয়নি, আমরা এড়িয়ে গেছি; কারণ সেটা আমাদের কাছে অদরকারী বলে মনে হয়েছে । এদেশের মানুষ বর্তমানে নোরা ফাতেহী, জয়া আহসান কিংবা পরী মনির নিউজগুলো বেশ ভালো খায় । একদিকে যেমন এসব নিউজে ভিউস বেশি অন্যদিকে শেয়ারও বেশি ।

দেশে সানি লিওনি কবে আসবেন, নোরা ফাতেহী কবে আসবেন, ভেন্যু কোথায় হবে, টিকিটের মূল্য কত, কোথায় থেকে কেনা যাবে, সেল্ফি তোলার সুযোগ হবে কি-না; এসবই আমাদের মাতিয়ে রেখেছে । দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা ওসব দেখবার, কথা বলবার সময় কই আর আমাদের!

সংবাদমাধ্যমের সম্পাদক অবশ্যই চান মানুষের সেন্টিমেন্ট বুঝে সে অনুযায়ী নিউজ করতে । যেন ভিউস বাড়ে, শেয়ার বাড়ে । সেক্ষেত্রে সংবাদপত্রের দোষ তো নেই । আপনি যা চাচ্ছেন সংবাদপত্র আপনাকে সেটিই দিচ্ছে ।

গতকালের ডেইলি স্টারের 'শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা এখন ধানখেত' শিরোনামের নিউজটি ক’জন পড়েছে বা শেয়ার করেছে, খুবই যতসামান্য । একজন বুদ্ধিজীবীর স্মরণে নির্মাণ করা একটি বিদ্যালয় প্রায় বাইশ বছর ধরে এভাবে জলাজঙ্গলে পরিণত হলো তবুও আমাদের টনক নড়েনি ।

নোয়াখালীর চাটখিলের শিক্ষা কর্মকর্তা নিজেও জানেননা যে সেখানে স্কুল আছে বা ছিল । কি ধরনের লোক অ্যাপোয়েন্ড করা আছে এদেশের বিশেষ সেক্টরে সেগুলো একটু ভাববেন সচেতন নাগরিক হিসেবে!

অবকাঠামো উন্নয়ন তো হয়ইনি এমনকি সরকারেরও সুনজর পড়েনি বুদ্ধিজীবীর সেই স্মৃতিকে ধরে রাখবার জন্য!

শহরতলী সংগীত ব্যান্ডের মতো করেই পরিশেষে বলতে হয়, সুখ বা শোক দিবস সবই এখন বানিজ্যিক হায়েনার খাদ্য । ১৬ই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি, সবই ফুরফুরে “হলিডে” ।



সাব্বির আহমেদ সাকিল
১লা পৌষ ১৪২৯ বঙ্গাব্দ, শীতকাল | শুক্রবার | ১৬ ডিসেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



স্কুল চালু আছে?

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: না । বন্ধ হয়ে গেছে ২২ বছর পূর্বে ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো শিক্ষাও আজকাল ব্যবসায় রুপান্তর হয়ে গেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: সেটি তো হয়েছেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.