নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

সাব্বির আহমেদ সাকিল

আমাকে যাচাই করার পূর্বে নিজেকে যাচাই করুন ।

সাব্বির আহমেদ সাকিল › বিস্তারিত পোস্টঃ

মায়া আর ভালোবাসায় ভরা আমার নানী এখন দূর আকাশের নক্ষত্র হয়ে গিয়েছেন

২৮ শে জুন, ২০২৪ রাত ৩:৩০



ছোট্ট একটা পাতিলে নানী কোরবানির পশুর গোশত রাঁধতেন । গোশত সেদ্ধ হতে হতে নরম হয়ে যেত । যেদিন নানাবাড়ি যেতাম, নানী পাতিল থেকে গোশত বেড়ে দিতো । নানীর সেই রান্না করা গোশতের স্বাদ আমি কখনোই ভুলবোনা ।

মানুষটা চলে যাওয়া এক মাস হতে চললো । নানী কোরবানির গোশত খেতে পারলেন না, আমাদেরও খাওয়াতে পারলেন না । ঈদে যখন নানী আমাদের দাওয়াত দিতেন তখন মা আমাকে বলতেন মাদলা থেকে একটা দই নিয়ে এসো ।

আমরা কেউ তেমন মিষ্টি পছন্দ করতাম না । সবাই দই পছন্দ করতাম । নানী জোর করে আমার প্লেটে বেশী পরিমাণ দই দিতো । কারণ আমি দই পছন্দ করি বলে । গরুর গোশতের সাথে থাকতো খেসারির ডাল আর চিকন করে আলু কেটে দিয়ে চচ্চড়ি ।

ঈদের দিন দাদার কবর জিয়ারত করে নানীকে আমাদের বাড়িতে আসতে বলতাম । নানী ভালোমতো হাঁটতে পারতেন না বলে ঈদের দিনও আসতে পারতেন না । অসুস্থতার এই সময়গুলো তিনি কি যে ভীষণ একাকীত্বে ভুগেছেন ।

কিছুদিন না গেলে বললেন, তুই আর আসিসনে কোমা শাকিলালী । মা নানীবাড়িতে গেলেও আমার কথা জিজ্ঞেস করতেন, উঁই কোমা আর আসেনা । কেন যে তিনি আমাকে এক নজর দেখার জন্য এত আক্ষেপ করতেন ।

মানুষটার ঘরে গেলেই কি যে শান্তি পেতাম । আমার কাছে নানা-নানীর ওই ঘরটা জান্নাতের মতো । ওই ঘরটাতে কি যে এক অদ্ভুত গন্ধ লেগে থাকতো । মনে হতো যেন আমার শৈশবের কালো টিপের গন্ধ, পাউডারের গন্ধ ।

একেবারে একা করে দিয়ে বড্ড অসময়ে আল্লাহ তাঁকে আমাদের কাছে থেকে কেড়ে নিলেন । কত স্বপ্ন ছিল চাকরি পেয়ে আয়-রোজকার করে মানুষটার খায়েশ মেটাবো । যা খেতে চায় তাই খাওয়াবো । ভেবেছিলাম সামনের ঈদ থেকে তাঁকে একটা করে শাড়ি কিনে দেবো ।

বুকের মধ্যে বড্ড হাহাকার করে ওঠে মানুষটার জন্য । আমাকে কি পরিমাণ যে ভালোবাসতো । আহারে । মানুষটা নেই এ কথা ভাবতে গেলেই অশ্রুসিক্ত হয়ে যাই । কেন যে মানুষটাকে এত ভালোবাসতাম আমি । অথচ সেই ভালোবাসার প্রতিদান তেমন কিছুই দিতে পারলাম না আমি ।

হয়তো জান্নাতে আবার দেখা হবে । জান্নাতে নানা-নানীর ওই মাটির ঘরই থাকবে । আমি ওই ঘরে ঘুমিয়ে থাকবো কোটি কোটি বছর ধরে ।

সাব্বির আহমেদ সাকিল
১৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল | শুক্রবার | ২৮ জুন ২০২৪ ইং | ফেনী সদর

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৪ সকাল ১০:৫১

নাহল তরকারি বলেছেন: আল্লাহ আপনার নানী কে জান্নাতবাসী করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.