![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই নাই তবে কলমের বিদ্রোহ তখনি কাজে আসে যখন শত্রুপক্ষ বা যাদের উদ্দেশ্যে লেখা তারা প্রকৃত শিক্ষিত হবে।আমাদের দেশ ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠছে প্রকৃত শিক্ষায়।তবে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে।
#খুলনার খান জাহান আলী রুপসা ব্রিজ : খুলনার রুপসা নদীর উপর নির্মিত এই খান জাহান আলী সেতুকে খুলনার প্রবেশ দ্বার হিসেবে বলা যায়। ১.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি খুলনার সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা গুলির সড়ক যোগাযোগ স্থাপন করেছে।সেতুটি দিনের বেলায় এক রকম সৌন্দর্য ধারণ করে এবং রাতের বেলায় বাহারি আলোয় অন্যরকম সৌন্দর্য ধারণ করে।এই সেতুটি গত প্রায় ১৫ বছর ধরে খুলনার মানুষের ঘোরার জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
ইউটিউবে দেখুন : https://youtu.be/d6XPIl60tLo
#শেখ রাসেল ইকো পার্ক খুলনা : খুলনার খান জাহান আলী রুপসা সেতুর ১.৯ কিলোমিটার দক্ষিণে বটিয়াঘাটা রাস্তার পাশ্বে রুপসার শাখা নদী কাজীবাজার এর অববাহিকায় প্রায় ৪৩ একর সরকারী খাস জমিতে নির্মিত হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক।যদিও পার্কটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি তবুও বর্তমান অবস্থায়ও পার্কটি মনোমুগ্ধকর এবং সম্পূর্ণ পার্কটির নির্মান কাজ শেষ হলে এটি খুলনা বিভাগের সব থেকে বড় বিনোদন কেন্দ্রে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।
ইউটিউবে দেখুন : https://youtu.be/Ctiz2QQAlv8
#শহীদ হাদিস পার্ক : খুলনা শহরের বাবু খান রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পাশ্বে অবস্থিত এই পার্কটি যেটি নামকরন করা হয়েছে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের আন্দোলনের নিহত খুলনার কৃতি সন্তান হাদিসুর রহমান বাবুর নামানুসারে.২০১২ সালের পরে এই শহীদ হাদিস পার্কটি আধুনিকায়নের প্রকল্প গ্রহন করা হয় এবং প্রকল্পের কাজ শেষ হবার পরে পার্কটি খুলনার ভ্রমনপ্রিয় মানুষের কাছে তীর্থস্থানে পরিণত হয়েছে।
ইউটিউবে দেখুন : https://youtu.be/6NKK6uENe4E
#খুলনা সাত নম্বর ঘাট : খুলনার সাত নম্বর ঘাট খুলনা থেকে নৌ পথে অভ্যন্তরীন মালামাল পরিবহনের অন্যতম স্থান।এই ঘাটেরি নিকটবর্তী স্থানে কিছু দৃষ্টিনন্দন কাঠামো স্থাপন করে জায়গাটিকে বেড়ানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে।এই স্থানটি খুলনার জোড়াগেট নামক স্থান থেকে একদম কাছেই।
ইউটিউবে দেখুন : https://youtu.be/CYB0qBSvOh8
#খুলনার উড়োজাহাজ : খুলনার জোড়াগেট মোড়ে অবস্থিত খুলনার ফাইটার প্লেন বা যুদ্ধ বিমানের রেপ্লিকা যে সুপার সনিক এফ ৬ মডেলের যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এক সময় ব্যবহার করা হতো।এই রেপ্লিকাটির পাশ্বে একটি ফলকে বিমানটির সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে।
ইউটিউবে দেখুন : https://youtu.be/U--GFA52n88
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: ইউটিউব এর লিংক না দিয়ে ছবি দিলে বেশি ভালো হতো।