![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই নাই তবে কলমের বিদ্রোহ তখনি কাজে আসে যখন শত্রুপক্ষ বা যাদের উদ্দেশ্যে লেখা তারা প্রকৃত শিক্ষিত হবে।আমাদের দেশ ধীরে ধীরে শিক্ষিত হয়ে উঠছে প্রকৃত শিক্ষায়।তবে আরো কিছুটা পথ পাড়ি দিতে হবে।
এই ২০২০ সালে এসেও কিছু মানুষ অন্ধকারেই থেকে যায়।যারা সঠিক তথ্য না জেনে বিশ্বাস করতে পছন্দ করে।আমরা অন্ধকারে থাকি বলেই আমাদের মধ্যে ছড়িয়ে দেয়া যায় ১৯৭১ সালের প্রমানিত কোন রাজাকারের বয়স ৭১ এ ছিল ১৫-২২ বছর।আমরা অন্ধকারে থাকি বলেই আমাদের মধ্যে ছড়িয়ে দেয়া যায় এপ্রিল ফুল এর ইতিহাস মুসলিম নির্যাতনের ইতিহাস।আমরা অন্ধকারে থাকি বলে জাতির কোন শিক্ষক প্রকাশ্যে বলতে পারে "করোনায় সৌদিতে মসজিদ বন্ধ হলেও বাংলাদেশে হবে না"। আমরা অন্ধকারে থাকি বলেই আমাদেরকে বোঝানো যায় হাজারের মধ্যে ২ টা বিশ্ববিদ্যালয় আছে বলেই পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের থেকে ভালো।আমরা অন্ধকারে থাকি বলে কেউ বলতে পারে মেয়েদের লেখাপড়ার প্রয়োজন নেই।আমরা অন্ধকারে থাকি বলে q7+6 = 13,থানকুনি পাতা,রং চা দিয়ে আমাদের মধ্যে হুজুগ সৃষ্টি করা যায়।আমাদের ছানি পড়া চোখে প্রকৃত তথ্য জানতে আমাদের কষ্ট হয় বলেই অন্ধরা আজ আমাদের শিক্ষক।
২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩১
রাজীব নুর বলেছেন: যে উগান্ডা দেশ নিয়ে আমরা বিভিন্ন কথায় মশকরা করি সেই উগান্ডার শাসন ব্যবস্থা, সরকারের পরিকল্পনা এবং আপদকালীন সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমাদের দেশের চেয়ে অনেক ভালো। এরকম সমন্বয়হীনতা, মাথা মোটা সিদ্ধান্ত এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারীদের পাগলের মতো প্রলাপ বর্তমানে আর কোথাও নেই।
আমরা বড়ই অভাগা জাতি।
৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৪
নেওয়াজ আলি বলেছেন: এইসব শিক্ষক মোরগ দিয়ে হাল চাষী
৪| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: যারা লেখাপড়া জানে না তারাই শুধু মূর্খ নয়। যারা জানতে বুঝতে চায় না, যারা প্রশ্ন করতে পারে না যাদের জ্ঞান তৃষ্ণা নেই- তারাও মূর্খ।
-মহাশ্বেতা দেবী
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাপক জ্ঞানী কধা !! তবেনদুঃখ
বোঝার মতো জ্ঞানীর অভাব।